![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
উপরের কথাটা আমি বলিনি ভাইয়েরা, কথাটা জামাতে ইসলামীর তাত্ত্বিক পুরোধা আর পাকিস্তানী লেখক আবুল আলা মওদূদীর,
রেফারেন্সঃতরজমানুল কোরআন, মে ১৯৫৮ ।
উল্ল্যেখ্য মউদুদি পাকিস্তানের অধিবাসী ছিলেন, জামাতে ইসলামির প্রতিষ্ঠাতা আমীর ছিলেন
তার টেক্সট গুলোই জামাতের মূলনীতি,
মউদুদি আর তার ভ্রান্ত আদর্শের উপর গজিয়ে ওঠা জামাত নিয়ে লেখালিখি হয়েছে বিস্তর।
সবার জানার জন্য তিন পর্বে "জামাতের ভণ্ডামির চালচিত্র" প্রকাশ করেছিলাম সামুতে।
লিঙ্ক গুলো আরেকবার
"জামাতের ভণ্ডামির চালচিত্র পর্ব-১ গুলাম আজম ভাষা সৈনিক !!!"
Click This Link
"জামাতের ভণ্ডামির চালচিত্র পর্ব-২, "তাফহিমুল কোরআন" কোরআনের অর্থ পরিবর্তনের অপচেষ্টা
মাওলানা আব্দুল করিম দরিয়াবন্দি'র ফতোয়া "মউদুদির অনুসারীদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না।"
Click This Link
"জামাতের ভণ্ডামির চালচিত্র পর্ব-৩ " জামাতে ইসলামীর তাত্ত্বিক পুরোধা মওদুদীর ইসলাম বিদ্বেষী অবমাননাকর ও ধৃষ্ঠতামূলক লেখেনী "
Click This Link
জাগরণ মঞ্চে আলোড়ন তোলা সেই লিফলেটঃ
"বর্জন করুণ জামাত-শিবির, বর্জন করুণ তাদের দ্বারা পরিচালিত সব প্রতিষ্ঠান"
Click This Link
গনতন্ত্র নিয়ে জামাতের প্রতিষ্ঠাতা বলেছেনঃ
# “গণতন্ত্র বিষাক্ত দুধের মাখনের মত” – মওদূদী, সিয়াসি কসমকস, তৃতীয় খন্ড, পৃঃ ১৭৭
# “গণতন্ত্রএর মাধ্যমে কোনো সংসদ নির্বাচনে পার্থী হওয়া ইসলাম অনুযায়ী হারাম”
- রাসায়েল ও মাসায়েল । লেখক মওদূদী । প্রথম সংঙ্করণ, পৃষ্ঠা ৪৫০
হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন
"জামাত এমন ফ্যাশিবাদী সংঘ, যার শেকড় দেশের মাটিতে নেই; আছে কোনো মরুভূমিতে। জামাতের ধর্মব্যবসা অত্যন্ত আপত্তিকর, বাঙালি মুসলমানের ধর্মবিশ্বাসকে বিভ্রান্ত ক’রে এ সংঘটি দানবের মতো জেগে উঠেছে বাঙলাদেশের মাটি ও আকাশ ভেদ করে। এ- সংঘের আদর্শ ধর্ম নয়; এর আদর্শ সন্ত্রাস, নৈরাজ্য, প্রগতিবিরোধীতা, গণতন্ত্রের সাথে শত্রুতা।
শিশুও সাপ চেনে, বাঙালিরও চেনার কথা জামাতকে; কিন্তু মনে হয় বাঙালি শিশুর থেকেও নির্বোধ, গোখরোর কামড় খেয়েও বাঙালি চেনে না সাপ কাকে বলে। বাঙলাদেশ ও তার বিভ্রান্ত রাজনীতি দুধকলা দিয়ে পুষে আসছে কালজাতিটিকে, যার ছোবলে একদিন সম্পূর্ণ নীল হয়ে যেতে হবে বাঙালি জাতিকে।"
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
একিউমেন০৮ বলেছেন: প্রিয়তে নিলাম। সময় হলে পড়ব ইনশাআল্লাহ।
৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১৫
দাদুভাই বলেছেন: তথ্যবহুল পোষ্ট ^^^ দিলাম। আমাদের ভন্ড মোদুদী সম্পর্কে জানানেরা জন্র আপনাকে ধন্যবাদ
৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত শিবির কোন ইসলামিক দল নয়। এরা হল ধর্ম ব্যাবসায়ী। একটি ফ্যাসিস্ট সন্ত্রাসি দল।
Click This Link
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১২
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো পোস্ট