নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নঃ নাস্তিক্যবাদ এবং শাহবাগী নাস্তিক ব্লগারদের মধ্যে মিল এবং অমিল গুলো লিপিবদ্ধ কর।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

উত্তরঃ নাস্তিক বলতে কি বোঝায় ?



নাস্তিক্যবাদ একটি দর্শনের নাম যাতে ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করা হয়না এবং সম্পূর্ণ ভৌত এবং প্রাকৃতিক উপায়ে প্রকৃতির ব্যাখ্যা দেয়া হয়। আস্তিক্যবাদ এর বর্জন কেই নাস্তিক্যবাদ বলা যায়।নাস্তিক্যবাদ বিশ্বাস নয় বরং অবিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।



বিশ্বাসকে খণ্ডন নয় বরং বিশ্বাসের অনুপস্থিতিই এখানে মুখ্য। ইংরেজি ‘এইথিজম’(Atheism)

শব্দের অর্থ হল নাস্তিকক্য বা নিরীশ্বরবাদ। এইথিজম শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক ‘এথোস’ (ἄθεος)শব্দটি থেকে। শব্দটি সেই সকল মানুষকে নির্দেশ করে যারা ঈশ্বরের অস্তিত্ব নেই

বলে মনে করে বিশ্বের জনসংখ্যার ২.৩% মানুষ নিজেদের নাস্তিক বলে দাবী করে।

(উইকিপিডিয়া)



শাহবাগী নাস্তিক ব্লগার বলতে কি বোঝায় ?



শাহবাগী নাস্তিক ব্লগার একটা দর্শনের নাম যারা ঈশ্বর বা স্রষ্টার অস্তিত্বে পূর্ণ বিশ্বাস রাখে এবং

১৯৭১ সালে সংগঠিত বিশ্বের বৃহত্তম গনহত্যার বিচার চায়, ইসলাম নিয়ে যারা ব্যাবসা করে

তাদের মুখোশ খুলে দিতে চায়, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় জঙ্গি নেটওয়ার্ক

জামাতে ইসলাম কে নিষিদ্ধ করতে চায়,

১৯৭১ সালেই এদের উৎপত্তি হয়ে এবং এদের জননী বলা হয় জাহানারা ইমাম নামক

একজন শহীদ মুক্তিযোদ্ধার "মা" কে। এদের নৈতিক অবস্থান অত্যন্ত সুস্পষ্ট এবং এরা প্রকৃত

দেশপ্রেমিক হিসেবে পরিচিত। দেশের মুক্তিকামী সকল জনতাই এদের সমর্থন করে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

রসায়ন বলেছেন: জটিল বলেছেন !
ছাগুরাতো পুরা সালফিউরিক এসিড ওয়াশ হয়ে গেল :P

২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

ইমরান হক সজীব বলেছেন: বিশ্বের জনসংখ্যার ২.৩% মানুষ নিজেদের নাস্তিক বলে দাবী করে।
এটা ২৩.৩% হবে

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

বাগসবানি বলেছেন: নাস্তিক আস্তিকের সংজ্ঞা আমি, আপনি জানেন । কিন্তু প্রতন্ত অঞ্চলের গ্রাম বাংলার সেই কৃষক কি জানে যে নাকি সাঈদীকে চাদে দেখতে পায় ?

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৯

গরম কফি বলেছেন:
আলোচনা চলুক ।

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

হিসলা সিবা বলেছেন: ভাই উইকি থেকেই তো লিখলাম,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.