![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
কিছু অবলা (পড়ুন আবাল) নব্য ইয়ো টাইপ ছাগু জাফর ইকবাল স্যার কে নিয়া খুব বঙ্কিমচন্দ্র (পড়ুন বিব্রত)
# জাফর ইকবাল কি কখনও তার রাজাকার নানার জন্যে জাতির কাছে মাফ চেয়েছে ?
# যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে উনি কিংবা মুরগী শাহরিয়ার কবির কেন আদালতে রাজাকার, আল বদরের বিপক্ষে সাক্ষী দিতে গেলেন না ?
অসাধারণ প্রশ্ন,
আচ্ছা তোরা বুকে হাত রেখে বলতো যুদ্ধাপরাধের বিচার সমর্থন করিস ??
জাফর ইকবাল স্যার ,শাহরিয়ার কবির স্যার "ঘাতক দালাল নির্মূল কমিটি"র সাথে সরাসরি জড়িত ।
তারা সাক্ষী দিলে বিচার প্রশ্নবিদ্ধ হয়, এটা বুঝিস না ?
নুনতম শ্রদ্ধা দেখা একাত্তরেরএর শহীদদের
শাহরিয়ার কবির তার পুরো জীবনটা কাটালেন এই দাবিতে,
জাফর ইকবালের "আমার বন্ধু রাশেদ" পড়ে কতজন মুক্তিযুদ্ধের পৈশাচিকতা দেখেছে, কি মনে হয় তোদের ?
বিক্রি বাড়ানোর জন্য লিখেছেন ?? কি স্বার্থ,
২ আমলেই জামাত শিবিরের ফতোয়া মাথায় নিয়ে কত করে পান
(হুমায়ূন আজাদকে তো মেরেই ফেলল)?
জাফর ইকবালের নানা যে রাজাকার সেটা কোথা থেকে জানলি ? ওনাদের বই থেকেই তো নাকি ?
হুমায়ূন আহমেদ, জাফর ইকবালরা যদি লিখে না যেতেন আজকে কেউ এটা জানত না।
সত্য গোপন করেন নাই।
আর মুক্তি যুদ্ধ নিয়ে এমন কাজ করে গেছেন যা অন্তত তুই করিস নাই . . . . .আর বললাম না,
শাহারিয়ার কবিরের একটা বই আছে “সেই সব পাকিস্তানি”
বইটাতে নিয়াজী,টিক্কা খান,রাওফরমান আলীর মত লোকের সাক্ষাৎকার আছে
নিয়াজীর সাক্ষাতকারে লেখা যে সে সম্প্রতি ৭১ নিয়া একটা বই লিখসে বইটা উৎসর্গ করেছে
বাংলার “রাজাকারদের” কারণ পাকিরা যুদ্ধ করতে বাধ্য ছিল কিন্তু জামাতি কুকুর গুলা শুধু ঈমানের টানে পাকিস্তানিদের সাহায্য করসিল,
এরা না থাকলে ৯ মাস দীর্ঘ হত না এ যুদ্ধ আগেই . . . . . .
একটু , অন্তত একটু পড়ালেখা করিস মুক্তযুদ্ধ নিয়া।
দুই জন রাজাকারের বিচারের একমাত্র দালিলিক প্রমাণ কবির স্যারের বই, তারপরেও সাক্ষী দেয়াই লাগবে ?
তোরা বিশ্ববিদ্যালয়ে পড়িস আমরাও পড়ি,
কি মনে হয় ? আমারা ঢং করে রাজাকারদের ফাঁসি চাই ?
আমাদের কি স্বার্থ ? গত দুই সরকার আমাদের কত করে দিতো ? ?
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
কুমার মিজান বলেছেন: দারুন লিখেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২
ছন্নছাড়া ছেলেটি বলেছেন: ছাগুসম্প্রদায় যদি এই বাংলা কথাগুলো বুঝতো তবে তো দেশে মানুষরুপি ছাগল সম্প্রদায় কিছুটা হলেও কমত ।
এই বিজ্ঞজনেরা মুক্তিযুদ্ধের স্বপক্ষে লেখেন/কাজ করেন বলেই এদেরকে সবসময় প্রতিপক্ষের গাজাখুরি তত্বের/অভিযোগের শিকার হতে হয় ।।