![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
যুগে যুগে দেশদ্রোহীদের কবর পরিণত হয় গণশৌচাগারে,
-আবু জাহেলের কবর কালক্রমে পাবলিক টয়লেটে পরিণত হয়েছিলো।
-মির জাফরের কবরে লেখা "এখানে জুতা নিয়ে উঠুন"।
-ইটালিতে এরিক প্রাইবেক নামের এক নাৎসি যুদ্ধাপরাধী মারা গেছে, কোথাও তার কবর হচ্ছে না।
ইটালির মানুষ তাকে তাদের দেশে কবর দিতে দেবে না। তাকে গ্রেফতার করা হয়েছিল আর্জেন্টিনা থেকে,
সেখানেও তার কবর হবে না সাফ জানিয়ে দিয়েছে সে দেশের সরকার।
যুদ্ধাপরাধীর লাশ পড়ে আছে মর্গে, কেউ বলছে তাকে পুড়িয়ে ছাই এমন জায়গায় ফেলা হোক কেউ যাতে জানতে না পারে।
-একনায়ক হিটলারের সহকারী "রুডল্ফ হেস"-এর দেহাবশেষ পুড়িয়ে তার ছাই সাগরে ফেলে দেয়া।
হিটলারের নাৎসি বাহীনি ৬০ লাখ মানুষ হত্যা করেছিল ৫ বছরে।
আর পাকিস্তানিরা মাত্র নয় মাসে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, অর্থাৎ নিষ্ঠুরতায় নাৎসি বাহীনিকেও ছাড়িয়ে গেছে ওরা।
সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র সেই শয়তানদের দোশর, রাজাকার, আলবদরদের সহযোগিতায়।
আশা থাকবে আমাদের দেশী জন্মজারজগুলোর মৃত্যুর পর ঘৃণা প্রকাশে আমরাও আন্তর্জাতিক মান বজায় রাখবো।
একটা রাজাকারের কবর এদেশের মাটিতে হবে না,
যদি হয়, সেটা হবে গণ-শৌচাগার,
তার চেয়ে বরং...
"পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানে ফিরে যা..."
"রাজাকারদের কবর হবে পাকিস্তানের মাটিতে..."
২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন: "সারা বাংলা ঘেরাও করে রাজাকরদের কবর দে"
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন: "সারা বাংলা ঘেরাও করে রাজাকরদের কবর দে"
৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন: "সারা বাংলা ঘেরাও করে রাজাকরদের কবর দে"
৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
চলতি নিয়ম বলেছেন: স হ ম ত
৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: রাজাকারের কবর পাকিস্তানে হলে, সে দেশে রাষ্ট্রীয় সন্মান পেয়ে যেটে পারে !
এ দেশেই হোক, তবে জুতা পায়ে ঘৃণা প্রকাশের ব্যাবস্হা হোক !
৭| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
সাজিদ ঢাকা বলেছেন: জয় বাংলা
৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: হুম। ঠিক ।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬
নিজাম বলেছেন: তাই হোক।