![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
চল্লিশের দশকে মানে ১৯৪০ সালে লাহোর প্রস্তাব গৃহীত হয়। তার পর থেকেই ভারত ভাগ করার দাবী প্রবল হতে থাকে।
ভারত ভাগ অনিবার্য ছিল... কিন্তু ধর্মের প্রশ্নে ? অসম্ভব... ধর্মের সাথে দেশের কি...?
সেদিন ধর্মের নামে দেশ ভাগের বিপক্ষে দাঁড়ান অনেকেই, এমনকি রবিঠাকুরও...
এজন্য আর তাই তৎকালীন মুসলমানরা রবিবাবুকে বর্জন করে নজরুল ধরলেন।
আজকেও এক আড্ডায় একজন খুব দম্ভ ভরে বললেন নজরুল মুসলিমদের কবি, রবীন্দ্রনাথ হিন্দুদের...
নজরুল ভারতভাগের বিরুদ্ধেই ছিলেন মহাশয়, ১৯৪১ সালে "নবযুগ" পত্রিকায় তিনি লেখেনঃ
"এক খুঁটিতে বাঁধা রামছাগল, এক খুঁটিতে বাঁধা খোদার খাসি, কারুর গলার বাঁধন টুটল না, কেউ মুক্ত হল না,
অথচ তারা তাল ঠুকে এ ওকে ঢুস মারে। দেখে হাসি পায়। "
নজরুল আসলে ঐ সময়ই বাংলার স্বপ্ন দেখতেন "স্বাধীন বাংলার..."
১৯৪২ এ ঐ নবযুগেই লেখেন-
"বাঙালী যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে- "বাঙালীর বাংলা" সেদিনই তারা অসাধ্য সাধন করবে।
বাঙালীর ছেলেমেয়েদেরকে ছেলেবেলা থেকে যে মন্ত্র শেখাতে হবে তা হল বাংলাদেশ আমাদের,
এখান থেকে আমরাই তাড়াবো পরদেশী দস্যু ও ডাকাতদের, রামা'দের গামা'দের।"
শেষ করি অন্নদাশংকর রায়ের ছড়াটি দিয়ে;
"ভুল হয়ে গেছে বিলকুল
আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় নিকো নজরুল,
ঐ ভুল টুকু ঘুচে যাক
বাঙালী বলতে একজন আছে দুর্গতি তার ঘুচে যাক।"।
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১১
একজন বাংলার ছেলে বলেছেন: নাস্তিক কবি কাজী নজরুল ইসলাম ভাইডি শিরোনাম যে হয় নাই
৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৯
সাজেদ বলেছেন: শুধু কি তাই, ইসলামী খেলাফতের চিরশত্রু কামালপাশা নিয়া তিনি স্তুতি করছেন
ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর পুরে শোর উঠেছে জোর সে সামাল সামাল তাই।
কামাল! তুনে কামাল কিয়া ভাই! হো হো কামাল! তুনে কামাল কিয়া ভাই! খুব কিয়া ভাই খুব কিয়া!...
বুজদিল ঐ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
লোডশেডিং বলেছেন: নজরুল হচ্ছে ভন্ড কবি।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০
বেকার সব ০০৭ বলেছেন: শিরোনামের নাস্তিক নাম টা পরিবতন করে ফেলেন