নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

"কাদের মোল্লার পুত্র হাসান জামিল প্রতি" -

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

হাসান জামিল...

তুমি কি জানো ? শুধু বাংলার পতাকা ওড়ানোতে

গাছে ঝোলানো পল্লবের বুকে পরপর পাঁচটি গুলি করেন তোমার আব্বা।



হাসান জামিল...

তুমি কি জানো ? শুধু বাংলাদেশ শব্দটি উচ্চারণ করার দায়ে

তোমার বাবা জবাই করেন মহিলা কবি মেহেরুন্নেসাকে।



তোমার আব্বা মিরপুর দশ নম্বর জল্লাদখানায় তিন শতাধিক মানুষকে হত্যা করে।



ছাব্বিশ মার্চ মার্চ মিরপুরের হযরত আলী লস্কর

তার গর্ভবতী স্ত্রী তার দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে মারে এক মেয়েকে ধর্ষণ করে তোমার বাবা।



হাসান জামিল...

তুমি কি একটুও বিস্মিত হও না;

যেই মেয়েটাকে তোমার বাবা ধর্ষণ করেছিলো সেই ধর্ষিতা মোমেনা তোমার আব্বার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে...

সরাসরি নির্মোহ কণ্ঠে...



হাসান জামিল...

তোমার বাবা একজন খুনি ছিলো, একজন ধর্ষক ছিলো, একজন কাসাই ছিলো... মানুষের কসাই।



হাসান জামিল...

তুমি কি জানো ? তোমার বাবাকে বাংলার মানুষ কতটা ঘৃণা করে ? কতোটা ?



হাসান জামিল...

তোমার জন্য বড় দুঃখ হয়। তুমি মানুষ না,

তুমি রাজাকারের পুত্র...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

বাংলার আকাশ বলেছেন: আপনি কি নিশ্চিত ঐ কসাই মোল্লা আর কাদের মোল্লা একই ব্যাক্তি ?? মরনের আগে কেউ মিথ্যা বলার কথা না ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

হিসলা সিবা বলেছেন: কেপি পজেটিভ

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ফানার বলেছেন: হাসান জামিল...
তোমার জন্য বড় দুঃখ হয়। তুমি মানুষ না,
তুমি রাজাকারের পুত্র...

সহমত।।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

বেঈমান আমি. বলেছেন: বাংলার আকাশ@তুই একটা কাট ছাগু। X(

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: পুত্রের উদ্ধত কন্ঠ টিভিতে দেখে রাগে মাথা জ্বলছিলো।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

বাংলার আকাশ বলেছেন: আমি বাংলাদেশী, কোন বেঈমান না।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

দিশার বলেছেন: মরার আগে কেও মিথ্যা বলে না ই ফতওয়া কি তর জামাতি বাপ রা দিসে রে ছাগল ?

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

হিসলা সিবা বলেছেন: ভাই খেইপেন না, জারজটারে ব্লকাইতাসি

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

†kL Av‡bvqvi বলেছেন: হাসান জামিল, পাকিস্তান জিন্দাবাদ বইলা সেই দেশে চলে যা

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

বাংলার আকাশ বলেছেন: দিশারি , তোদের মতো দালাল এর সন্তান রা এদেশ এ আছে বলেই মানুষ আজ ওভদ্র ও বিভক্ত।

বাপ এর দেশ এ যাওয়ার জন্য প্রস্তুত হ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

গেন্না বয় বলেছেন: বাংলার আকাশ

এই কাদের, মোল্লা সেই কাদের মোল্লা না।
এই সাঈদী, সেই সাঈদী না
এই গোলাম আজম সেই গোলাম আজম না।

আপনারা কি মানব ক্লোনে সফলতা লাভ করছেন ? এগুলো কি সব ক্লোন সংস্করণ ?

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সাধারণ মুসলমান বলেছেন: I do not know. I was born in 1977. You fight I see.

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

দিশার বলেছেন: বাংলার আকাশ এর মত গেলেমান গুলার পুটু জল্তেসে সায়েদির ঠাপ নেয়ার জন্য। আর পারতেসেনা . আবেগে ক্ষণে ক্ষণে কাইন্দা লায়তেসে . পারলনা বাচাইতে কসাই রে। যা কয়টা রিক্সা পুরাইয়ে জিহাদ কইরা আয় .

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

সায়মন এ শুভ বলেছেন: কাদের মোল্লা আসলে মিরপুরের কসাই কাদের না, দেইল্যা রাজাকার আসলে দেলোয়ার হোসেন সাঈদি না, সাকা চৌধুরী আসলে যুদ্ধাপরাধী না; একাত্তরে তার বয়স ছিল মাত্র বার। এরশাদ কাকু আসলে লে.জে.হু.মো. এরশাদ না। তিনি আসলে এরশাদ পাগলা। যে মানুষগুলো পুড়ে মরল তারাও আসল মানুষ না তারা তো ডামি। যেসব ককটেল ফুটলো সেগুলাও ককটেল না, নারকেলের ছোবড়া পোড়ায়া ধোঁয়া দিসে। পুলিশগুলা পুলিশ না; মোমেনা খাতুন আসলে মোমেনা খাতুন না। আনোয়ারা বেগম সিনেমার মহড়া দিতে গেছে কোর্টে। তারানকো আসলে তারানকো না; টম ক্রুজ আসলে তারানকো সাইজা আসছে মিশন ইম্পসিবলের পরের সিকোয়েলের শুটিং করতে। এইসব মানবাধিকার কর্মীরা কাহারা? তারাও আসলে তারা না। মানবাধিকার কর্মীরা আসলে ছদ্মবেশী ওরাং ওটাং। মানুষ পুড়ে মরলে এরা কই থাকে? গাড়িতে আগুন দিলে, কোপায়া জখম করলে এরা কোন চুলায় থাকে? তারা আসল মানবধিকার কর্মী না, আসল পুরুষ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.