নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

কসাই কাদের আর মোল্লা কাদের এক লোক না

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম পুরো মামলা জুড়ে জামাতের আইনজীবীরা এটাই প্রমান করার চেষ্টা করে গেছেন যে



"১৯৭১ সালের ৭ মার্চের পর থেকে যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা ঢাকাতেই ছিলেন না।"



Click This Link



তবে মিরপুরে কসাই কাদের নামে একজন কাদের মোল্লা ছিলেন। তিনি পেশায় কসাই ছিলেন এবং মানুষ হত্যায়ও পারদর্শী ছিলেন এটাও তারা স্বীকার করে



Click This Link



ভালো কথা



কিন্তু মজাটা হইল যেই অভিযোগে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যাতে একাত্তরের ২৬ মার্চ মিরপুর ১২ নম্বর সেকশনে হযরত আলী লস্করের স্ত্রী, দুই মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে হত্যা এবং এক মেয়েকে ধর্ষণের বর্ণনা ছিল।

হযরত আলীর মেয়ে ধর্ষিত মোমেনার জবানবন্দির ভিত্তিতে কাদের মোল্লাকে সর্বোচ্চ সাজা দেয়া হয় তিনি নাকি ভুয়া।



সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে কাদেরার বউ জানান “মোমেনা বেগম আদালতে সাক্ষী দিতেই আসেননি। ক্যামেরা ট্রায়ালের নামে গোপন বিচারে ভুয়া একজন মহিলাকে মোমেনা বেগম সাজিয়ে আদালতে বক্তব্য দেয়ানো হয়েছে।"



Click This Link



মজাটা হইল, শালারা কার জন্য লড়তাসে... কসাই কাদের নাকি মোল্লা কাদের ???

মোল্লা কাদের সেই সময় ঢাকায় ছিলেন না মানলাম।

এখন কি তোরা এটাও বলতে চাস কসাই কাদেরও সেই সময় ঢাকায় ছিলো না ???



ভালোই হইল, কসাই কাদের বিনা পয়সায় ভালো উকিল পাইলো...

মন্তব্য ৩ টি রেটিং +১/-১

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

কৈশর বলেছেন: শ্লার, কুনো ক্মেনস নাই কেন ??

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

নীল জানালা বলেছেন: কি বাল লেখলেন? মাথা কি পুরাই আউলায়া গেসে দালাল সাবের?

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: পেইড ব্লগার না থাকলে এতো আনন্দ কই থেইকা যে আসতো! আপনার জোক্সে ঝড়ের বেগে লাইক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.