নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

এরপরেও যদি কেউ বলে মুজিব 3 Lakh... বলতে গিয়ে 3 Million বলেছিলো, তাহলে এই লেখা মুখের উপর মারবেন...

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

বাঙালী ছাগু মাত্র দাবী করে একাত্তরে তিরিশ লক্ষ শহীদ অতিরঞ্জন...

কোন ভাবেই এত কম সময়ে নাকি এত বেশী মানুষ মেরে ফ্যালা সম্ভব না। এবং এই তিন লক্ষ কিংবা তিরিশ হাজার থিওরির সবচেয়ে রসালো বক্তব্য হচ্ছে ;



"১৯৭২ সনের ৮ই জানুয়ারি মুজিব পাকিস্তান থেকে লন্ডনে আসেন, সেখানে সাংবাদিকরা তাকে তার দেশের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চায়... শেখ মুজিব ইংরেজী ভালো জানতেন না। তাই ভুল করে 3 Lakh... বলতে গিয়ে 3 Milion বলে ফেলছিলেন।"



খুবই চমৎকার থিউরি, কিন্তু সমস্যা হচ্ছে ছাগু বরহকূল পড়ালেখায় আগ্রহী না। আগ্রহী হলে জানতো...



দৈনিক পূর্বদেশের সম্পাদক তার পত্রিকায় ২২.১২.১৯৭১ তারিখে “ইয়াহইয়া জান্তার ফাঁসি দাও” শিরোনামে একটি সম্পাদকীয় লিখে।

সেখানে লেখা হয়, “হানাদার দুশমন বাহিনী বাংলাদেশের প্রায় ৩০ লাখ নিরীহ লোক ও দু’শতাধিক বুদ্ধিজীবিকে নির্মমভাবে হত্যা করেছে…”



এটা কিন্তু বাহাত্তরের আগে, মুজিব দেশে আসারও আঠারো দিন আগের কথা... তখনও দেশের সবখান থেকে আমরা পাকিস্তানী শত্রুমুক্ত হইনি।



এরপর আন্তর্জাতিক মহলে আসি; রাশিয়ার কমিউনিষ্ট পার্টির মুখপত্র প্রাভদা পত্রিকা ডিসেম্বরেই ৩০ লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করে।

"over 30 lakh persons were killed throughout Bangladesh by the Pakistani occupation forces during the last nine months"



ঢাকার পত্রিকা দৈনিক অবজারভার শিরোনাম করে এভাবে, Pak Army Killed over 30Lakh people” যেটা প্রকাশিত হয় ০৫.০১.১৯৭২ তারিখে... মুজিব দেশে আসার ৩ দিন আগে।



এরপরেও যদি কেউ বলে মুজিব 3 Lakh... বলতে গিয়ে 3 Million বলছিলো, তাহলে এই লেখা মুখের উপর মারবেন...

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ইখতামিন বলেছেন:
শেয়ারে ধন্যবাদ

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

কারাবন্দী বলেছেন: কিছু মনে করবেন না। এখন তো কোন কিছু বলাও বিপদ। শোনাও বিপদ। কোথায় আছি? কিভাবে আছি বুঝতে পারছিনা। যা হোক আপনার কথা মেনে নিতে হলে বাংলাদেশের ৫৫০০০ বর্গমাইলে্র প্রতি বর্গমাইলে ৫৪.৫৪ জন লোক মারা যেতে হবে? আপনার এলাকায় কতজন মারা গিয়েছে। আর একটা কথা ৭.৫ কোটি জনসংখ্যার মধ্যে কতজন মুক্তিযুদ্ধ করেছ? বলে রাখী আমার বাবা মুক্তিযোদ্ধা আমার মামা মুক্তিযোদ্ধা কমান্ডার। ধর্ন্যবাদ

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

মুহামমদ মিনহাজ বলেছেন: দশ বারডা লিঙ্ক দিয়া দিলে ভালা হইতো !
মাইনষের কতা এহন আর বিশ্বাস অয়না, যার যার জায়গায় সবাই দরবেশ ! আর চ্যালেঞ্জ ছুঁড়তে আরো বেশী ওস্তাদ B-)) :#) B-))


(আমি কিন্তু আপনার ৩০ লক্ষের পক্ষে) ;)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

শাহ আজিজ বলেছেন: জেনারেল অরোরা মুজিবকে দিল্লিতে যাত্রা বিরতিতে শর্ট ব্রিফিং এ সব কিছু জানানর সময় মুজিব জিজ্ঞাসা করেন কি পরিমান সাধারন মানুষ মারা গেছে । অরোরা বললেন ১০ লাখের বেশী হবে না। মুজিব জিজ্ঞাসা করলেন কি হিসাবে আপনি এই তথ্য পেলেন। অরোরা বললেন আমাদের সেনাবাহিনিতে এক ধরনের গননা পদ্ধতি আছে সেই পদ্ধতি প্রয়োগ করে আমরা নিশ্চিত হয়েছি। এটি অরোরার আত্মজীবনী থেকে আমি পড়েছি । তারপর লিখলেন সেই মুজিব ৫ ঘণ্টা বাদে ঢাকার জনসভায় এটাকে ৩০ লাখ বানিয়ে ফেললেন ।
বইটি পাওয়া যাবে বড় পুরান দোকানে অথবা কলকাতা কলেজ স্ট্রিট এ । এই বইতে এই সফল সেনা নায়কের অনেক কথা আছে যা সাধারন মানুষ অবাক হয়ে পড়বেন ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

ফেরদাউস আল আমিন বলেছেন: ৩০,০০,০০০/৫৫,০০০=৫৪.৫৪৫৪৫৪ হবে।
আর দশমিক না রাখতে চাইলে ৫৪ হবে।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর কোন দেশই তাদের যুদ্ধে নিহতদের সংখা নিয়ে সন্দেহ করে না।

কমুনিষ্ট বিপ্লবের পর চীনে দুর্বিক্ষে দেড় কোটি লোক মারা গেছিল।
সোভিয়েট রাশীয়া ২য় মহাযুদ্ধে ২ কোটি লোক প্রান হারিয়েছিল।

এইসব সংখা কেউ গুনে দেখেনি, কমবেশী হতে পারে, এগুলো গৌরবের প্রতিক, তাই এনিয়ে কেউ প্রশ্ন করে না। এ নিয়ে কোন বিতর্কও নেই।

কারন সে সব দেশে রাজাকার নেই, রাজাকারদের বাঁচিয়ে রাখা হয়নি।
রাজাকারদের মুত্রখোরও নেই।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

কোলড বলেছেন: I personally find the number 3 million hard to defend. What Pakistan army did was war crime but I will never believe that they were as efficient as SS who managed to kill 6 million Jews in 6 years with concentration camps and einsatzgruppen backed by "Final Solution" blue print.
We always react with emotion and thats why I see our eminent historians like Muntasir Mamun jumping like monkey to protest Sharmila Bose' book but couldnt rebutt her assertions.
Another idiot said that many bodies were washed away to Bay of Bengal!
A less number doesn't lessen Pak Army's guilt but by putting forward an illogical number you gave others the opportunity to question other established facts.

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

মুফরাদ তার্কিক বলেছেন: আমিও কিন্তুক ৩০ লাখের পক্ষে, খিকজ !!

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমারো মনে হয়না ৩০ লাখ লোক মারা গিয়েছে। ৩০ লাখ মৃতদেহ সহজ ব্যাপার না। হয়তো ১০ লাখই সঠিক।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

হিসলা সিবা বলেছেন: হায়রে সামু....

সামু এখন ছাগুর আখড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.