![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
গতকাল আমার এক বন্ধু চ্যাটে বলল,
"তুই কি মুসলমান না হিন্দু ? এসব কি পোস্ট করিস ?"
আমি বললাম,
"কেন ? কি লিখলাম ??"
সে বলল;
"এই যে পাকিস্তানের পতাকা পোড়ানো, পাকিস্তান বিরোধী স্ট্যাটাস।
পাকিস্তানীরা মুসলিম সেটা জানিস... ?"
আমি বললাম;
"মুক্তিযুদ্ধের কথা বললে মানুষ হিন্দু হয়ে যায় ?
পাকিস্তানের সাথে ইসলামের কি সম্পর্ক ?
ওরা আমাদের ৩ লক্ষ মা-বোনকে হিন্দু বলে ধর্ষণ করসিলো সেটা জানিস ??
সে বলল;
"সেটা 'ছিল' এখন নাই... পুরনো ঘটনা"
আমি বললাম;
"তাই ?? পাকিস্তান এখন খুব ভালো হয়ে গেছে ?
তারা আমাদের দেশের কাছে ক্ষমা চাইসে ?? এখনও পাঠ্য বইতে কি পড়াই জানিস ??
পাকিস্তান প্রতি ৮২ সেকেন্ডে একটা করে নারী হত্যা করে জানিস ?
পাকিস্তান ইসলামের নামে সবচেয়ে বেশী মানুষ মারে জানিস ??
ইসলামের সাথে পাকিস্তানের দুরতম সম্পর্কও নাই... পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র... যেই দেশের শিক্ষা, অর্থনীতি, আয়ু, স্বাস্থ্য...... কোনটাই বাংলাদেশে ধারে কাছেও নাই।
তুই কি জানিস পৃথিবীতে সবচেয়ে বেশী পোর্ণ সাইট ভিজিট করা হয় পাকিস্তান থেকে ?
পাকিস্তান এত ভালো লাগলে চলে যা পাকিস্তানে...
জানি পাকী পেয়ারের অনেক মানুষ আছে আমার লিস্টে... তাদের বলছি... মানে মানে কেটে পড়েন...
ধরা পড়লে গদাম সহকারে ব্লক করা হবে।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১
মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: আমি আসলে কি? এটা নিয়ে কনফিজ-এ আছি
আমি আসলে ভারতপন্থী, পাকিস্তানপন্থী, গণজাগরণ, জামাত, হেফাজত, বাঙ্গালী নাকি বাংলাদেশী?
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
আছিফুর রহমান বলেছেন: এদের কান ধরে পাকিস্থান পাঠিয়ে দেওয়া উচিত। আর যারা ভারত ভারত করে তাদেরও ভারত পাঠায় দেয়া উচিত।