নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো কথা

হিসলা সিবা

লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।

হিসলা সিবা › বিস্তারিত পোস্টঃ

মুজিবের একটা টাইম মেশিন ছিলো এবং এই লেখাটা দেয়ার জন্য আমি ৫০০ টাকা পাইসি

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩





বাঙালী ছাগু মাত্র দাবী করে একাত্তরে তিরিশ লক্ষ শহীদ অতিরঞ্জন...

কোন ভাবেই এত কম সময়ে নাকি এত বেশী মানুষ মেরে ফ্যালা সম্ভব না। এবং এই তিন লক্ষ কিংবা তিরিশ হাজার থিওরির সবচেয়ে রসালো বক্তব্য হচ্ছে ;



"১৯৭২ সনের ৮ই জানুয়ারি মুজিব পাকিস্তান থেকে লন্ডনে আসেন, সেখানে সাংবাদিকরা তাকে তার দেশের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চায়... শেখ মুজিব ইংরেজী ভালো জানতেন না। তাই ভুল করে 3 Lakh... বলতে গিয়ে 3 Milion বলে ফেলছিলেন।"



খুবই চমৎকার থিউরি, কিন্তু সমস্যা হচ্ছে ছাগু বরহকূল পড়ালেখায় আগ্রহী না। আগ্রহী হলে জানতো...



দৈনিক পূর্বদেশের সম্পাদক তার পত্রিকায় ২২.১২.১৯৭১ তারিখে “ইয়াহইয়া জান্তার ফাঁসি দাও” শিরোনামে একটি সম্পাদকীয় লিখে।

সেখানে লেখা হয়, “হানাদার দুশমন বাহিনী বাংলাদেশের প্রায় ৩০ লাখ নিরীহ লোক ও দু’শতাধিক বুদ্ধিজীবিকে নির্মমভাবে হত্যা করেছে…”



এটা কিন্তু বাহাত্তরের আগে, মুজিব দেশে আসারও আঠারো দিন আগের কথা... তখনও দেশের সবখান থেকে আমরা পাকিস্তানী শত্রুমুক্ত হইনি।





এরপর আন্তর্জাতিক মহলে আসি; রাশিয়ার কমিউনিষ্ট পার্টির মুখপত্র প্রাভদা পত্রিকা ডিসেম্বরেই ৩০ লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করে।





"over 30 lakh persons were killed throughout Bangladesh by the Pakistani occupation forces during the last nine months"



ঢাকার পত্রিকা দৈনিক অবজারভার শিরোনাম করে এভাবে, Pak Army Killed over 30Lakh people” যেটা প্রকাশিত হয় ০৫.০১.১৯৭২ তারিখে... মুজিব দেশে আসার ৩ দিন আগে।



এরপরেও যদি কেউ বলে মুজিব 3 Lakh... বলতে গিয়ে 3 Million বলছিলো, তাহলে এই লেখা মুখের উপর মারবেন...



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মুদ্‌দাকির বলেছেন: হুম এটা একটা যথার্থ প্রমান হতে পারে, +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩লাখ আর ৩ মিলয়নের কনফিউশন যে বানাইসে সে ব্যাটা জটিল

২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মতিন রহমান বলেছেন: ভাই , ছাগুদের মিথ্যাচারে চাদ ও লজ্জা পেয়ে দ্যাল্লু রাজাকারকে পাবলিশ করতে বাধ্য হইছে(মনে হয় পেট্রল বোমার হুমকি.... )

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

বাঁশ আর বাঁশ বলেছেন: চাগু দেখলে তাগোর বিচি কাটতে মুন্চায়।।।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

রাজীব দে সরকার বলেছেন:
ছাগু তো ছাগুই /:)

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

এম আর ইকবাল বলেছেন:
দেশপ্রেম এমন একটা বিযয় যেখানে ১০০ তে ১০০ পেতে হয় ।
নিজের দেশ নিয়ে হাসি ঠাট্ঠা যায় না ।
দেশের মানুষ নেতা সরকার নিয়ে করা যায় ।
কিন্তু দেশের মযার্দা নিয়ে নয় ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

হাতীর ডিম বলেছেন: ছাগলের বিচি ছাড়া এদের মাথায় আর কি আছে X(

৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩

ট্রিপল এ বলেছেন: এই অমানুষগুলো বাংলাদেশের নাগরিক না,এইদেশের ত্যাগ এদের মনে দাগ কাটে নাই দেখে এই কথা বলার সাহস পেয়েছে

লেখককে ধন্যবাদ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.