![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
ঘটনা একঃ রাত দশটা।
১) আমি এতদিন যাকে 'মা' বলে জানতাম সে আসলে আমার 'মা' না আমার 'নানী'...
২) যাকে আমি আমার 'বড় বোন' বলে জানতাম সে আসলে আমার 'মা'...
৩) তুমি আমার 'মা' কিন্তু গত তিন বছর ধরে তুমি আমাকে কোলে নাও না...
খাবার টেবিলে একরকম বাধ্য হইয়া এন টিভিতে একটা নাটকের শেষ দৃশ্য দেখছিলাম, অপি করিম কয়েকটা জিনিস স্টাব্লিস করার চেষ্টা করছেন;
মন্তব্যঃ মাইরালা
ঘটনা দুইঃ সন্ধ্যা ছয়টা
গ্যাছি টিউশনীর অডিশন দিতে, ফোন মারফত বাসা খুঁজে বের করে দেখি
এই বাসাতেই বিগত তিন বছরে তিনটি টিউশনী করিয়েছি,
তিনটাই আলাদা আলাদা ব্যাচের এবং তিনজনই মেয়ে...
একজনকে নিয়ে সম্ভবত দুএকবার হৃদয়ঘটিত স্বপ্নও দেখে ফেলেছিলাম ,
তবে সেটা প্রথমদিকের কথা...
এখন সব ছাত্রীরাই আমার কন্যা।
বাসার গেইটে সেই পুরনো দারোয়ানকে দেখে বললামঃ
"স্লামালাইকুম চাচা, ভালো আছেন, চিনতে পারসেন... ?"
চাচাঃ
"হ চাচা ভালা, আপ্নারে ভুলি ক্যামতে... একবার না ফজরের সময় আইসা পরসিলেন...
এবার দেখি অনেক দিন পরে আসলেন... "
মাসাল্লাহ এবারও ছাত্রী, তাও আবার হলিক্রস
ছাত্রীর মা বলিলঃ
"বাবা আমার মেয়েটা কিচ্ছু পড়ে না। বাবা সাতটা মাস্টার দিসি... তবু..."
কিঞ্চিৎ কথাবার্তার পর বললামঃ
"আন্টি স্টুডেন্ট কে ডাকেন। পড়ালেখা আজকের শুরু করবো"
আন্টিঃ
"বাবা ও তো ইংরেজি পড়তে গেলো, এক্ষুনি চলে আসবে তুমি একটু বস..."
মন্তব্যঃ মাইরালা
ঘটনা তিনঃ বিকাল চারটা
আমার ছোট বোনটার প্রচণ্ড জ্বর; আম্মার কড়া নির্দেশ বাসায় যতক্ষন আছি
ততক্ষন তার পাশে বইসা থাকতে হবে
আমার একমাত্র বোনের আমার কাছে একটাই দাবী সে ল্যাপটপে "লুঙী ড্যান্স" শুনবে...
অসুস্থ বোন... দিলাম... শেষ হওয়ার পর আবার... তারপর আবার... আবার...
এখনও চলতেসে... বাসার একটা মোবাইল শুধু লুঙী ড্যান্সের জন্য বরাদ্দ।
একশ ক্রস করসে সম্ভবত...
মাথা খাইয়া ফালাইতাসে...
মন্তব্যঃ তালাইয়া মানে কি ?
ফেবু ডাইরিতে দিনপিলি
১৯/১/২০১৩ —
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
মোমেরমানুষ৭১ বলেছেন:
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: অস্ময়ে কেউ কি মরে
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কে আছুস দৌইড়া আয় ্্ আইয়া ভাই জানকে মাইরালা
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: মাইরালা সমগ্রে আমাদের জীবন ভরে যাচ্ছে।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২২
ভিটামিন সি বলেছেন: মন্তব্য দুই দ্রষ্টব্য।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
শরৎ চৌধুরী বলেছেন: খিল মি ছামউয়ান খিল মি।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
আছিফুর রহমান বলেছেন: খারান পাইদা লই। হাসতে হাসতে পাদ আইসা পড়ছে
১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
আদম_ বলেছেন: আমারে কিলা ( কিল কর)
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
নূর আদনান বলেছেন: ঘটনা দুইঃ ভাল লাগল