![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
বেশ্যা....!!!
নামটা শুলেই চোখের সামনে ভেসে ওঠে কোন এক বিশেষ কলোনিতে দাড়িয়ে থাকা নারী যে কোন এক পুরুষ দেহের জন্য অপেক্ষা করছে, তাই না?
আসলেই কি বেশ্যা মানে তাই?
বেশ্যা সেই যে গোপনে বা প্রকাশ্যে একধিক জনের সাথে অবৈধ সমপর্কে জড়ায়।
আমদের সমাজে সে বেশ্যার সংখ্য খুবি কম যাকে আমরা বেশ্যা বলে থাকি।
যে বেশ্যার ঘরে গেল সে কি সাধু? সেও বেশ্যা, পুরুষ বেশ্যা।
বেশ্যা হয়ে কেউ জন্ম নিয়েছে আমি শুনি নাই। আপনি শুনেছেন?
একটা মেয়ে,যে আপনার বোন, তাকে দেখেছেন কি ভাবে নিযের সম্মান আগলে রাখে? যে মেয়েটা আজ বেশ্যা বলে পরিচিত সেও তো মেয়ে সেও তার সম্মান সে ভাবেই আগলে রাখত যদি আমরা তাকে দু বেলা দু মুঠো ভাতের ব্যাবস্থা করতে পারতাম....
যারা একটা বাড়িকে বেশ্যাবাড়ি বলে, যারা একটা মেয়েকে বেশ্যা বানায় তারা বেশ্যা..... যে সমাজ একটা মেয়ের দুইবেলা ভাতের যোগান দিতে পারে না সে সমাজ বেশ্যা, আপনি বেশ্যা আমি বেশ্যা আমরা সবাই বেশ্যা বা বেশ্যা তৈরীর কারখানা.....
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
মস্টার মাইন্ড বলেছেন: পরমানু তো ঠিক কিন্তু বন্ধন শক্তি আর গঠন শৈলীর পারথক্যের জন্যই একি কার্বন পমানুর সমষ্টিকে গ্রাফাইট, কয়লা, আবার কোনটাকে হিরা বলছি।
মানুষ তো সব একি কিন্তু তার অন্তরের গঠনের ভিন্নতার কারানের এ হাল...
২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪১
আরণ্যক রাখাল বলেছেন: আমি ওদের দোষ কোনদিন দেখিনি| সমাজ ওদের এই পেশা নিতে বাধ্য করে
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
মস্টার মাইন্ড বলেছেন: আমার মনে হয় দুবেলা দু মুঠ ভাত পেলে কোন নারী এপথে আসবে না।
সমাজ তকে বেশ্যা বানায় সমাজি তাকে বেশ্যা বলে ডাকে।
৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫২
শতদ্রু একটি নদী... বলেছেন: শেষের লাইনে ভালোলাগা।
০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ।
৪| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৮
মনসুর-উল-হাকিম বলেছেন: এভাবে সবাইকে বেশ্যা হিসাবে চিহ্নিত না করে, বরং এই সমাজ থেকে বেশ্যা পেশাটাকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে সৎ-সুন্দর-শান্তির সমাজ বানানো যায়, সেই বিষয়গুলিকেই আমাদের আলোচনার বিষয় বানাই।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩
মস্টার মাইন্ড বলেছেন: আমার চেষ্টা মোটেই সবাইকে বেশ্যা বানান না, একটা মেয়ে কে কেন বেশ্যা হয়, আর সে সূত্র অনুসারে একাধিক নারী ভোগ কারী কেন বেশ্যা নয় সেটা তুলে ধরাই উদ্দেশ্য ছিল।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমাদের বাসায় কমোডের পাইপ ঠিক করতে এসে এক স্যানিটারি মিস্ত্রী বলেছিলো 'পৃথিবীতে সবই আসলে গু"। কথাটা ভালোই লেগেছিলো। আসলেই তাই। গু ভাংলেও কয়েক সেট পরমানু পাওয়া যাবে, রসোগোল্লা ভাংলেও তাই, জাস্ট পরমানুর ডিফারেন্ট সেট অব কম্বিনেশনস্। কাজেই সবই আসলে এক। সবাই বেশ্যা, আবার কেউই বেশ্যা না।