নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বলে কিছু নেই.।

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৩

প্রিয় রঙ বলে কিছু নেই।লাল শাড়ি নতুন বউয়ের কাছে ভাল লাগলেও, লাল রক্ত কিন্তু ভাল লাগবে না।লাল রং সপ্নের প্রতীক কিন্তু লাল রক্ত ভাইয়ের প্রতীক।



.......হয়ত কোন দোকানে গিয়ে হলুদ টি শার্ট পছন্দ করলেন কিন্তু গাড়ি কেনার সময় ওই রঙ টাই অসহ্য বলে মনে হবে।রঙ বাছাই করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য অনেকেই কালো রঙ বেছে নেয়......



কিন্তু ঘরের দেয়ালের রঙ কালো হোক এর পক্ষে আবার কেউ নেই।অর্থাৎ প্রিয় রঙ বলে আসলে কিছুই নেই।



আবার সময় বলেও কিছু নেই।সূর্য উঠেও না, আবার নামেও না।

আসলে আমরাই চারদিকে ঘুড়ি। সময় চলতেই থাকবে.....



প্রিয় মানুষ বলেও আসলে কিছু নেই,আজ আপনার কাছে যে মানুষটি প্রিয়,সে আপনার প্রিয় হত না যদি না তার সাথে আপনার দেখা না হত।



আপনার জন্ম যদি লেবানন বা জাপানে হত, তাহলে আপনি নিশ্চয়ই সেখানকার কাওকে প্রিয় মানুষ হিসেবে বেছে নিবেন।



আমার জন্ম হয়েছে তোমার জন্য, তোমাকে ছারা আমি বাচব না.......এগুলা ফালতু কথা।



জগতে কেউ কারও প্রিয় হয়ে আসেনি,সবাই জগতে এসেই প্রিয় ও অপ্রিয় বানিয়ে নিয়েছ..।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩১

নূর আল আমিন বলেছেন: সহমত স্থান সময় সব কিছুর পরিবর্তন করে দেয়

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৪

মস্টার মাইন্ড বলেছেন: কোন কিছুই ধ্রুব নয় সবি আপেক্ষিক।

২| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩

হালিমা সাদিয়া বলেছেন: রিলেটিভিটির চরম ব্যাখ্যা! ভাল ছিল :)

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৮

মস্টার মাইন্ড বলেছেন: হা হা হা..... ধন্যবাদ.... ;)

৩| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৭

কাল হিরা বলেছেন: যথার্থ বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.