নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

হোয়াট এ বুদ্ধি......!!! এই না হলে বাংগালি........!!!

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৪

দেশ ডিজিটাল হউয়ার পাশাপাশি মানুষের মাথার বুদ্ধি গুলাও ডিজিটাল হয়ে গেছে। সিটি নির্বাচনের প্রচারনা দেখলেই তা বুঝা যায়। বৃস্টিতে যাতে পোস্টার নস্ট না হয় তার পোস্টার ঢুকেছে পলিথিনের ভেতর ......!! বাঙ্গালি ছাড়া আর কার মাথায় আসবে এমন বুদ্ধি ......!!!

কিন্তু আমি ভাবছি নির্বাচন শেষ হলে।এগুলর কি হবে ?? পলিথিন তো কোন দিন পচে না। এগুলো যখন ড্রেনে যাবে সৃস্টি করবে জলাবদ্ধতা। নস্ট করবে পরিবেশ।

তাই সবার কাছে অনুরোধ..... বুদ্ধির সাথে বিবেক কে কাজে লাগান ...... ;-)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


বিবেকহীন বুদ্ধিকে বলা হয় শয়তানের কারখানা

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৫

মস্টার মাইন্ড বলেছেন: তাহলে কি আমরা তৈরি করতে চলেছি শয়তানের চারনভূমি.????

২| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬

ঢাকাবাসী বলেছেন: জিততে হবে প্রচার করতে হবে মেয়র হতে হবে আর টাকা বানাতে হবে। পরিবেশ টরিবেশ পলিথিন এসবে আমার কি আসে যায়! জাহান্নামে যাক পরিবেশ শহর স--ব।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

মস্টার মাইন্ড বলেছেন: জাহান্নামে আর যেতে হবে না। জাহান্নামে যায়গা Short হলে আল্লাহ বাংলাদেশে পাঠিয়ে দিতেও পারে....!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.