![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
এই ‘মা দিবস’টি সারা বিশ্বে এক দিনে পালন করা হয় না।
বাংলাদেশেসহ বিশ্বের অনেক দেশেই ‘মা দিবস’টি পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববারে। সেই হিসাবে আজকে রোববারে বাংলাদেশে মা দিবস পালিত হবে।
এ দিবসটি নানা দেশে নানা দিনে পালন হয়ে আসছে। নিন্মে তালিকাটি প্রকাশ করলাম –
ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার : নরওয়ে
২ ফেব্রুয়ারি : গ্রিস
৩ মার্চ : জর্জিয়া
৮ মার্চ : আফগানিস্তান, আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া অ্যান্ড হার্জেগভিনা, বুলগেরিয়া, লাউস. ম্যাকডনিয়া, মালডোবা, মন্টেনেগ্রো, রোমানিয়া ও সার্বিয়া।
মার্চের চতুর্থ রোববার : আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্য।
২১ মার্চ : বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, লেবানন, ওমান, ফিলিস্টিৱন, সৌদি আরব, সুদান, সোমালিয়া, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
২৫ মার্চ : স্টেনেভানিয়া।
৭ এপ্রিল : আর্মেনিয়া।
মে মাসের প্রথম রোববার : হাঙ্গেরি, লিথুনিয়া, পর্তুগাল ও স্পেন।
৮ মে : আলবেনিয়া ও দক্ষিণ কোরিয়া।
১০ মে : এল সালভাদর, গুয়াতেমালা ও মেক্সিকো;
মে’র দ্বিতীয় রোববার : অ্যাঙ্গোলা, আরোবা, অস্ট্রেলিয়া, অষ্ট্রিয়া, বাহামাস, বাংলাদেশ, বেলজিয়াম, বেলিজ, বারমুডা, ব্রাজিল, ব্রুনেই, বুলগেরিয়া, কানাডা, চিলি, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, কিউবা, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ডোমিনিকা, ইকুয়েডর, ইশোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, গ্রিস, গ্রেনাডা, হন্ডুরাস, হংকং, আইসল্যান্ড, ভারত, ইতালি, জ্যামাইকা, জাপান, লাটভিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, পেরু, চীন, ফিলিপাইন, পুয়ের্তো রিকো, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্স, সিন্ট মার্টিন, সিঙ্গাপুর, সুরিনাম, সুইজারল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও জিম্ব্বাবুয়ে।
১৫ মে : প্যারাগুয়ে
২৬ মে : পোল্যান্ড
২৭ মে : বলিভিয়া
মে মাসের শেষ রোববার : আলজেরিয়া, ডোমিনিকান, ফ্রান্স, হাইতি, মরিশাস, মরক্কো, সুইডেন ও তিউনিশিয়া।
৩০ মে : নিকারাগুয়া
১ জুন : মঙ্গোলিয়া
জুন মাসের দ্বিতীয় রোববার : লুক্সেমার্গ
জুনের শেষ রোববার : কেনিয়া
১২ আগষ্ট : থাইল্যান্ড
১৫ আগষ্ট : কোস্টারিকা
অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার : মালাই
অক্টোবরের তৃতীয় রোববার : আর্জেন্টিনা
৮ ডিসেম্ব্বর : পানামা
২২ ডিসেম্ব্বর : ইন্দোনেশিয়
(সূত্র : ব্লগ)
০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১
মস্টার মাইন্ড বলেছেন: এই তো কাল রবিবার......
২| ০৯ ই মে, ২০১৫ সকাল ১০:২৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১২
মস্টার মাইন্ড বলেছেন: আপনাকেও ধন্যবাদ....
৩| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
ভালো
১০ ই মে, ২০১৫ সকাল ১০:০৬
মস্টার মাইন্ড বলেছেন: ধন্যবাদ আপনাকে...
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৫ সকাল ৯:১৮
পাভেলহক বলেছেন: আজ ৯ মে শনিবার।