![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
জীবনের প্রথম আশ্রয় ছিলে তুমি.......
ভয় পেলে দৌড়ে চলে যেতাম তোমার কোলে, আজ হয়তো আর সেভাবে দৌড়ে যাই না ভয় পেলে কারন তোমার কাছেই তো শিখেছি ভয় কে জয় করার মন্ত্র......তবুও অভ্যাস টা যায় নি, ভয় হলে বআআ ব্যাথা পেলে প্রকৃতি তোমার নাম টা এনে দেয় অজান্তেই।
প্রথম নিশ্বাস, প্রথম অন্ন পেলাম তোমার কছেই। হাঁটা শেখালে, চলা শেখালে, এমনকি মুখের বুলিটাও তোমার থেকেই পেয়েছি।
সকল আবদার ছিল তোমার কাছে। তোমার কাছে আবদার করে পাউয়া জিনিসটা হত সবচেয়ে ভাল.....পূরন করেছ অনেক আবদার যেগুলো এখন অনর্থক মনে হয়। তবুও পূরন করেছ।
এতো জ্বালিয়েছি তোমাকে, অন্য কাউকে যদি এর অর্ধেক জ্বালাতাম মেরে না ফেললেও রুটিন বানিয়ে কয়েকবার মরন কামনা করত। কিন্তু অবাক লাগে, যখন তোমার কাছে দুয়া চাই একদিনও হাজার বছরের কম বাচার কথা বল নি........
আগলে রেখেছ সেই ভ্রুন হতে আজ অবধি..... ন্যায় শিখিয়েছ, শিখিয়েছ অন্যায়ের প্রতিবাদ করতে।
ভালবাসতে শিখিয়েছ, শিখিয়েছ ঘৃনা করতে। বাচঁ তে শিখিয়েছ,শিখিয়েছ বাঁচাতে........
জীবনের প্রতিটা দিনে আছে তোমার স্পর্শ..... প্রতিটা দিনই তো আমার কাছে তুমি দিবস। তবুও মা দিবস আছে সকল মাকে একসাথে শ্রদ্ধা করার জন্য। মা তো মা-ই হয়......এর কোন জাতি ভেদ হয়না।(এটাও তোমার শিক্ষা)
বেচে থাকুক আম্মু, বেচে থাকুক আম্মু দিবস........
©somewhere in net ltd.