![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলা থেকে একটা কথা শুনে শুনে বড় হয়েছি।কথাটা হল জীবন এ ভুল করার মাঝে বলে কোন অপরাধ নেই কারন তুমি জীবনে যত বেশি ভুল করবে তুমি জীবন থেকে তত বেশি শিখতে পারবে।কিন্তু একটা মানুষ প্রতি নিয়ত ভুল এর পর ভুল করেই গেল কিন্তু তার কোন পরিবর্তন/আক্কেল জ্ঞান না হয় তখন সেই মানুষটার শাস্তি আসলে কি হওয়া উচিৎ সেটা কেও কখনও বলে নাই।
জীবন এর কাছে আমি আসলে এখন ও বাচ্চা একট শিশু।সবে মাত্র চলতে শুরু করেছি।কিন্তু এই ক্ষুদ্র সময় এ আমার ভুলের ব্যাপ্তিটা এত বেশি যা আমাকে প্রতি নিয়ত হতাশার এক অন্ধকার জগত এর দিকে ঠেলে দিচ্ছে।কাছের মানুষ এর সাথে ছলনার খেলা খেলতে খেলতে আজ আমি ক্লান্ত।আর আমি যখনই এই জীবন থেকে উঠে আসার জন্য কাউকে অবলম্বন হিসবে বেছে নিয়েছি সেও এক সময় আমার থেকে মুখ ফিরে নিয়েছে।আসলে অন্ধকার কে সবাই ভয় পায়।কিন্তু আজ কেন জানি মনে হয় এই অন্ধকার এ আমার এক মাত্র বন্ধু।সে ত তাও আর সবার মত কখনও আমার থেকে মুখ ফিরিয়ে নেইনি।আমি কিন্তু কার ক্ষতি করিনি বা আমি কখনও কারো খারাপ ও চাইনি।কিন্তু আমার মাঝে আসলে কিসের কমতি যে সবাই আমার থেকে খালি দুরেই যেতে চায়।কেও কখনও একটি বার এর জন্য কাছে ডেকে বলল না তোমার কিসের এত দুঃখ আমাকে বল।আমি শুনব তোমার সব কথা।
জীবন যুদ্ধে এত সহজে হার মানতে চাই না আমি।আমি এর শেষ দেখতে চাই।আমি দেখতে চাই জীবন আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাড় করায়................................।
২| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৭
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: ভুল করেই বা ঠেকে শিখতে হবে এমন কোন কথা নেই, আপনি তো অন্যদের ভুল দেখেও শিখতে পারেন, অভিজ্ঞজনের উপদেশ মানতে পারেন...ইত্যাদি।
আবার ধরেন জীবনে একই ভুল দশবার করলেন=কিছুই শিখলেন না
আবার জীবনে দশরকমের ভুল করলেন=আপনি দশবার শিখলেন
৩| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: জীবন যুদ্ধে এত সহজে হার মানতে চাই না আমি।আমি এর শেষ দেখতে চাই।আমি দেখতে চাই জীবন আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাড় করায়................................।
এগিয়ে যান ভাই সফল হবেনই । শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৬
ওসিরিস টিমোন বলেছেন: মামা হতাশ হইও না। কোন সমস্যা নাই, খালি কিছু আবোল তাবোল লেখা শুরু কর এখন, ভাল লাগব। হতাশ হওয়ার কিছু নাই।