নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বনমন

দেশকে ভালবাশি

হিজলবন

লেখালেখি ভালো লাগে

হিজলবন › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারের ভিজিট ৫০০/১০০০ টাকা নেওয়ার কি যুক্তি আছে?

০৩ রা মে, ২০১২ সকাল ১০:২৯

বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ। এখানে ৯০ ভাগ মানুষের এমন আয় যে কোন রকমে মানুষ দিন আনে আয় দিন খায় এমন অবস্থা। ধনী লোকের সংখ্যা খুবই কম। যাদের একটা বিরাট অংশ আবার গরীবের সম্পদ আত্মসাত করেই বড় হয়েছে।

আর রোগতো যে কোন মানুষেরই হতে পারে। সেটা ধনী গরীব চায় না।

তবে যারা ধনী তারাতো চিকিতসা করতে কোন সমস্যা পড়ে না। কিন্তু যারা গরীব বা নিম্ন আয়ের মানুষ তাদের অবস্থা কি। তাদের যদি কোন জটিল রোগ হয় তাহলে তাদের কয়জনের হাতেই বা সঞ্চিত টাকা থাকে যার দ্বারা চিকিতসা করতে পারে।

কিন্তু এই অবস্থায় যদি যারা ডাক্তার তারা ন্যায্য ভিজিট নিতেন তাহলে হয়তো অনেক গরীব ও নিম্ন আয়ের মানুষের চিকিতসা সহজ হতো।

কেন এত ভিজিট ফি ?

আমাদের দেশে একজন ডাক্তার একজন রোগীকে সর্বোচ্চ ৫/১০ মিনিট সময় দেয়। যদি খুব জটিল রোগী হয় তাহলে তার পেছনে হয়তো আর একটু সময় বেশি লাগে। কিন্তু ঐ ডাক্তারের নিকট স্মরণাপন্ন রোগীর শতকরা ৯৫ জনকেই ৫ মিনিট সময় দেয়। আর ৫ মিনিট সময়ের জন্যই সে ৫০০ কিংবা ১০০০ টাকা ভিজিট রাখে। যদি ৫০০ করেই ধরি তাহলে প্রতি ঘণ্টায় ৬০০০/- হাজার টাকা ইনকাম। একজন ডাক্তার যদি প্রতিদিন ৬ ঘণ্টা করেও চেম্বার করে (অনেক ডাক্তার তার চেয়ে অনেক বেশি করে) তাহলে তার প্রতিদিন ইনকাম হয় ৩৬,০০০/- হাজার টাকা। মাসে ১০,৮০,০০০০/- (দশ লক্ষ আশি হাজার টাকা) আর কত রকমের কমিশন যে আছে তার আর কে খবর রাখে।অবাক কাণ্ড।

একজন মানুষ তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় যদি খুব ভালো একটা এপার্টমেন্ট নিয়েও থাকে তাহলে তার ভাড়া ও খাবার খরচ সহ না হয় প্রতিদিন ১০ হাজার টাকা খরচ হয় তবে তো মাসে তাকে ৩ লাখ টাকা ইনকাম করলেই চলে।

তাহলে ডাক্তারদের এতো অধিক ফি আদায় কি মানুষের উপর যুলুম নয়? কেউ কেউ যে ডাক্তারদের কসাই বলে তাহলে কি এক্ষেত্রে ঐ ভাষার ব্যবহারটি সঠিক নয়?

কোথায় আমাদের বিবেক? কোথায় আমাদের মানবতার কল্যাণে শিক্ষার প্রয়োগ?



মন্তব্য ১৫২ টি রেটিং +১২/-১

মন্তব্য (১৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩৩

sumon2015 বলেছেন: আপনার কখার সাথে আমি একমত তারা তো ডাক্তার না তারা আসলেই কসাই, কসাই না হলে এমন কাজ তারা করতে পারতো না

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩৫

হিজলবন বলেছেন: তাদের উচিত মানবতার কথা চিন্তা করা। মাসে ৩ লাখ টাকা আয় করেও যদি মানবতার কল্যাণ করা না যায় তাহলে কত টাকা ইনকাম করলে মানবতার কল্যাণে তারা কাজ করতে পারবে।

২| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩৫

কালোকাক বলেছেন: এইবার সত্যিকারের টাকার গাছ দেখুন


একটু আগে এই টাকার গাছে পানি ঢেলে এসেছি।


০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩৬

হিজলবন বলেছেন: কয়দিন পর বলবে রাস্তায় আমাকে সালাম দিলে ৩০০ টাকা লাগবে।
জাতি হিসাবে আমরা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো?

৩| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৩৭

এস বাসার বলেছেন: ডাক্তার নামক জন্তুটাকে আমি ভুই পাই।

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৩

হিজলবন বলেছেন: আসলে এটা একটা দানবীয় জন্তুর মতই মনে হয়।

৪| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪০

s r jony বলেছেন: লেখক বলেছেন: কয়দিন পর বলবে রাস্তায় আমাকে সালাম দিলে ৩০০ টাকা লাগবে /:) /:) /:)





০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৪

হিজলবন বলেছেন: আমাদের দেশের ডাক্তারদের ক্ষেত্রে অসম্ভব কিছু না

৫| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৪

নাযীর আহমদ বলেছেন: হেতিরা কয় ডাক্তারি পড়া কপম্লিট করতে যাইয়া ওদের ১ কোটী টাকার মত নাই আরো কত কি ? অই বেটা ডাক্তার তরেও যে মরতে হবে সেটা কি একবার ও ভাবস। যতদুর জানি একটা ডাক্তার ও সুখি না, আরো যারা বড়লোক আছে তারাও সুখি না ? সুখি আছি আমি আর আমার টুনির মা ৩ হাজার টাকা বাসা বাড়া ? মাছ, তরকারি, ডাল-ভাত মাঝে-মাঝে মাংস ! আবার ও বলি ডাক্তার দের আমি দেখতে পারি না।

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৭

হিজলবন বলেছেন: তয় ধরলাম ১ কোটিই খচর হইছে। তয় বেটায় ১০ লাখ কইরা ১০ মাসে চালান উঠাইয়া এরপর কি কমাইতে পারে না? কমাইবো কিসের জন্য মানুষ কি কসাই খালি খালি নাম দিছে নাকি?

৬| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৪

এসাসিন বলেছেন: আপনারা আপনাদের বেতনের কত টাকা প্রতিমাসে দান করেন।
সব প্রফেশন এই উঁচু দরের কিছু লোক থাকে,নিজের যোগ্যতাতেই তারা তা অর্জন করেন।
১০০ টাকা ভিসিট এ তো অনেক ডাক্তার রোগি দেখেন।তােদর কাছে যান না কেন ?

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৮

হিজলবন বলেছেন: আপনার কাছে প্রশ্ন কি কারণে এতো ভিজিট নিবে। টাকার জন্য? একজন মানুষের কত টাকা প্রয়োজন ভাই?

৭| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৮

চিরতার রস বলেছেন: আমরা যতই ব্লগিং করে প্রতিবাদ করিনা কেন, তাদের তাতে কিছু যায় আসবেনা। ব্লগিং করে কি আর তাদের মানবতার পাঠ শেখানো যাবে? তারা ২৫-৩০ বছর পড়ালেখা করেও যেহেতু মানবতা শিখে নাই তাহলে আমাদের সামান্য প্রতিবাদেই কি তারা মানবতা শিখে যাবে??? আমাদের থেকে তারাই আসহায় মানুষদের কাছ থেকে অবলকন করার সুযোগ পায়। কিন্তু তাতেও তাদের বিবেক জাগ্রত হয়না। বরং প্রতিনিয়ত তারা মানবতার উপর ছুরি, কাচি চালাচ্ছে সমানে।

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৫০

হিজলবন বলেছেন: সহমত

৮| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৫২

চিরতার রস বলেছেন: @এসাসিন: ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বড় বড় ডাক্তাররা পরিশ্রমের মাধ্যমে ধনী লোকদের ডাক্তারে পরিনত হয় ????????? হোয়াট এ ফানি কমেন্ট !!!

তার মানে গরীব আর মধ্যবিত্তদের জন্য ১০০ টাকা মূল্যের নতুন অনভিজ্ঞ ডাক্তার, আর ধনীদের জন্য স্পেশাল ফিতে স্পেশাল ডাক্তার ?????? হাহাহা। আপনার বিবেকও তো দেখি ডাক্তাদের মত। শেইম ব্রো, শেইম ।

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৫৪

হিজলবন বলেছেন: এসাসিন ভাইকে আমি প্রশ্ন করেছিলাম একজন মানুষের কত টাকার প্রয়োজন? আশা করি এসাসিন ভাই উত্তর দিবেন।

৯| ০৩ রা মে, ২০১২ সকাল ১০:৫৩

রোকন রাইয়ান বলেছেন: ডাক্তার না এরা একেকটা প্রকাশ্য ছিনতাইকারী সাজতাছে

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৫৫

হিজলবন বলেছেন: আমরা তাদের কাছে মানবতা আশা করছি।

১০| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:০১

নতুন বলেছেন: ভাই কিছু কিছু মানুষ আছে... যারা ১০০টাকার ডাক্তারের কাছে যাবে না.... তাদের ধারনা ঐ ডাক্তার অভীঙ্গ না...

তাই খুব ধনী মানুষের জন্য.... খুব বড় ডাক্তার দরকার....

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৩১

হিজলবন বলেছেন: আমরা তাদের কাছে মানবতা আশা করছি।

১১| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:১০

বাংলাতে বলেছেন: যোগ্যতা আছে বলেই ১০০০ টাকা ভিসিট নেয়. আপনার মতো লোকের কাছে তো কেউ ২ টাক দিয়েও ভিসিট করবে না. ভালো একজন প্রকৌশলীর কাছে গেলে আপনাকে হয়তো পরামশের জন্যই খরচ করতে হবে ১০০,০০০ টাকা. আর ১০০ টাকা ভিসিট দিয়েও আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন. নির্ভর করে আপনি কার কাছে যাচ্ছেন এটার উপর.

নিজেকে আপনি সস্তা ভাবতেই পারেন. এজন্যই হয়তো একজন যোগ্য লোককে আপনি অতটা উপরে ভাবতেই পারেন না.

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৩৩

হিজলবন বলেছেন: প্রকৌশলীর সম্পর্ক সব বড় লোকের সাথে। কিন্তু ডাক্তারের সম্পর্ক সর্বশ্রেণীর মানুষের সাথে।তাই প্রকৌশলী অত টাকা নিলেও ডাক্তার পক্ষে সম্ভব না। কারণ এখানে সব শ্রেণীর লোক আছে।

১২| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:১৫

তরুক মকতো বলেছেন:
কোন কোন ডাক্তার আবার ফি নেয়ার পাশাপাশি রেজিস্ট্রেশন নামে অতিরিক্ত আরো ২০০-৩০০ টাকা নেয়। আসাদগেট কেয়ার হাসপাতালে আমি এ অবস্থার শিকার হয়েছিলাম।
ল্যাব এইডে বসে পিজির এক প্রফেসর যিনি ডেঙ্গু জ্বর ধরতে পারে নাই। পরে একজন জেনারেল প্রাকটিশনার আমাকে সহায়তা করেছিলেন।
ব্লগে অনেক ডাক্তার/হবু ডাক্তার ৫০০/১০০০ টাকা ভিজিট নেয়ার পক্ষে কথা বলেন/ বলেছেন। তাদের কাছে আমার প্রশ্ন:
১। রোগীর জন্য কমপক্ষে কত মিনিট সময় বরাদ্দ করবেন?
২। কতজন রোগীকে ভিজিট গ্রহণের রশিদ প্রদান করেন?
৩। ডাক্তারগণ কত টাকা ইনকাম ট্যাক্স প্রদান করেন?

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৩৪

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

১৩| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:২৫

মোঃ হাফিজুর রহমান বলেছেন: ডাক্তার আর ডাকাত এক সমান

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৩৪

হিজলবন বলেছেন: আপনি হয়তো সঠিক বলেছেন?

১৪| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:৪৭

মেলবোর্ন বলেছেন: ডাক্তারদের জিগ্গেস করতে ইচ্চা হয় তারা কি জানে সাধারন মানুষের মাসিক ইনকাম কত? বেশি হইলে দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে ব্যংকে বা করপোরেটে ২০-৫০ এর মধ্যে আর আমরা যারা বিদেসগে আছি তাদের চেয়ে বেশি টাকা খরচ করে মাস্টাস বা পিএইচ ডি করা তাদের বিদেশে সর্বোচ্চ বেতন কত ৬০-৭০ হাজার ডলার মানে ৭০*৮০ মানে ৫৬,০০০০০ টাকা মানে ৫৬ লক্ষ টাকা তবে তার মধ্যে ১০ হাজার ডলার বা ৮ লক্ষ টাকার মত টেক্স কেটে নেয় বাকি টাকা থেকে তাদের সবকিছু মেন্টেন করতে হয় আর বিদেশে ঘর ভাড়াই মিনিমাম ১ লক্ষ টাকা দুই বেড রুমের বাসা আর বাকি খরচ বাদ দিলাম এবার আমাদের ডাক্তার দের হিসাব দেখি
মাসে ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার টাকা) বছরে ১,২৯৬০০০০ এক কোটি ২৯ লক্ষ ৬০ হাজার টাকা এবার বলেন তারা কত টাকা টেক্স দেয় আর কত টাকা বাসা ভাড়া , তাদের শিক্ষা এতই মুল্যবান যে বিদেশি ডাক্টার দের থেকেও বেশি ভিজিট নিবে ???...

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৫৬

হিজলবন বলেছেন: ধন্যবাদ

১৫| ০৩ রা মে, ২০১২ সকাল ১১:৫৪

~মাইনাচ~ বলেছেন: আমাদের দেশের ডাক্তারদের কোন নীতি নেই, আদর্শ নেই, মানবতা নেই তা বলতেও আমার কোন দ্ধিধা নেই।

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৫৭

হিজলবন বলেছেন: সাহসী মানুষ। ধন্যবাদ

১৬| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০০

আহমাদ জাদীদ বলেছেন: Eisob niya bloge lafalafi koira ekta chul o narano jabe na...ar sotshahos thakle daktarer mukher upor ei kothagulo boilen.....ar apni daktar hoile bujhten roboter moto jibonjapon korte kemon lage.....blog e ninda na kopchiye emon kichu koren jate daktar der nojore pore....

০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০৬

হিজলবন বলেছেন: অনেক ডাক্তার আছেন যারা ব্লগিং করেন। আর ব্লগ হলো একটা মুক্ত চিন্তার স্থান। এখানে মানুষের প্রয়োজনের সকল কথা বলা যাবে।

১৭| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০২

সিড বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০৬

হিজলবন বলেছেন: আমারও তাই প্রশ্ন

১৮| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০৪

ক্লান্ত দুচোখ বলেছেন: কালকে রাতেই এক এমবিবিএস ডাক্তার সাব(শাহরিয়ার সাগর) তার পোষ্টে অভাবনীয় যৌক্তিক ব্যাক্ষ্যা দিয়ে প্রমান করে দিয়েছেন যে,
"উকিল সাহেব প্রতি ভিজিট এ ১০০০০- ৫০০০০ টাকা নেন .।তখন কোথায় যায় মানবতা????"

হাহাহা বেচারা...

০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০৮

হিজলবন বলেছেন: ভাই তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সব ডাকাতরাই জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করুক।

১৯| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০৫

অক্টোপাস বলেছেন: আমি একবাক্যে বলতে চাই: এখনকার ডাক্তারগুলো বেশিরভাগ শুয়োর ছাড়া কিছুই না

তারা এমন এক বিষয়ের ব্যবসায়ী যেখানে মানুষের ঠেকা বেশি। মানুষের সেবা করার জন্য তারা ডাক্তার হয় না। X( X(

০৩ রা মে, ২০১২ দুপুর ১২:০৮

হিজলবন বলেছেন: আমরা গালি দিব না। তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম।

২০| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:১১

আহমাদ জাদীদ বলেছেন: Taile apnara daktar er kache keno jan? Gail o diben abar nijer tao bujhben eita kemon kotha....?parle nijera joggo hoye seba koren.....

২১| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:২২

আহসান২০২০ বলেছেন: আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক কাজিন চিকিতসার জন্য সিংগাপুর আসে গত বছর। তার কানে কি একটা সমস্যা সব সময় ঝন ঝন করে বাজে, চুলকায়, মাথা ব্যাথা করে ইত্যাদি। তো সে কয়েকটা ডাক্তার দেখাইছে সবাই দেখে টেষ্ট করে আর ওষুধ দেয়। ভালো হয় না, শেষে আমি তাকে বুদ্ধি দেই সিংগাপুর এসে চিকিতসা নেয়ার জন্য। আমি ভরসা দেই যে আমি আছি কোন সমস্যা হবে না। তারপর সে আসে এবং তাকে ভর্তি করাই সিংগাপুর ন্যাশনাল হসপিটালে। ডাক্তার টেষ্ট করে রিপোর্ট দেখে বলেন অপারেশন করতে হবে ছোট্ট একটা অপারেশন। কানের পর্দা ফেটে গেছে সেটা জোড়া লাগাতে হবে। একটা ডেট দিল আমি নিয়ে গেলাম। টাকা পয়সা পেমেন্ট করে একটা কন্টাক্ট ফর্মে সাইন করে দিলাম। ডাক্তার রোগীকে নিয়ে গেলেন অপারেশন থিয়েটারে। আমাকে উনার ফোন নাম্বার দিয়ে গেলেন আমি যেন উনাকে ফোন করে রোগীর অবস্থা জানতে পারি যদি জানতে চাই। প্রায় ৩ ঘন্টা পরে অপারেশন শেষ হলো, ডাক্তার হাসি মুখে এসে আমাকে জানালো অপারেশন সাকসেস ফুল। নো প্রবলেম ইউ ক্যান মিট নাই উইথ ইউর কাজিন। আমি ধন্যবাদ দিয়ে রোগীর কাছে (ইনটেনসিভ কেয়ার ইউনিটে) গেলাম। গিয়ে দেখি রোগী ঘুমিয়ে আছে, পাশে ২ জন নার্স। ১ জন মাইলো টাইলো জাতীয় তরল খাবার নিয়ে দাড়িয়ে আছে। একটু পর ডাক্তার এসে বলল তার ডিউটি শেষ। সে বাসায় চলে যাবে। যাওয়ার আগে একটু রোগী দেখে যাবে। প্রেসার টেসার চেক করলো আর বাহ্যিক অবস্থাটা দেখলো। তারপর বেরিয়ে গেল। আমার সাথে কথা বলতে বলতে প্রায় আধাঘন্টা পর যেই একটু ঘুরেছে তখনি আবার ব্লির্ডি শুরু হল। কল দিলাম ডাক্তারকে। ডাক্তার ফোন রিসিভ করলো আর বললো আসতেছি। নার্সরা প্রাথমিক কিছু করার চেষ্টা করলো। একটু পর বাসার পোষাকেই ডাক্তার এসে হাজির। এসেই চেক আপ শুরু করল। ওষুধ দিলো। ব্যান্ডেজ ক্লিয়ার করলো। তারপর পাশে বসে থাকল প্রায় ১ ঘন্টা। যখন রোগী বলল যে আর সমস্যা নাই। তখন সে বাসায় গেল আমাকেও বলে গেল তাকে কেবিনে ট্রান্সফার করা হবে। আমি যদি পাশে থাকি তাহলে আমাদের খরচ হবে বেশী। তাই আমি যেন বাসায় চলে যাই। আর সারারাত ১জন নার্স রোগীর পাশে থাকবে। কোন সমস্যা হবে না। রোগীকে ট্রান্সফার করা হলো, কেবিনে এনে সমস্ত পোষাক পাল্টে দিল ওই নার্স। আমি চোখ খুললাম না। কারন রোগীর (ছেলে) সমস্ত পোষাকই নার্স (মেয়ে) চেন্জ করলো আমার সামনে। তারপর আমি কিছু তরল খাবার কিনে দিলাম। নার্স সেগুলো রোগীকে খাওয়ালো। নার্স (চায়নিজ) বললো "ইউ গো টু ইউর হোম। আই উইল টেক কেয়ার পেশেন্ট। ডুন্ট উরি এবাউট ইট। ইউ কেন কাম টুমরো ইভিনিং।" আমি তাকে বলি, "দেন ইফ আই ওয়ান্ট টু নো দ্যা কন্ডিশন অব দ্যা পেশেন্ট দেন হাউ আই কেন গেট নিউজ??" নার্স বলল, "ইউ কেন আসক মি অন আওয়ার ল্যান্ড ফোন এন্ড কল টু ডক্টর অলসো। ইফ এনিথিং রং হেপেন, উই ইনফরম ইউ। ডোন্ট ওরি"। আমি কেবিনের নাম্বার নিয়ে আসলাম এবং আমার নাম বলে আসলাম। তারপর সকালে, দুপুরে, ডাক্তারকে (চায়নিজ) কল দিলেই সে রোগীর অবস্থা বলত। সন্ধ্যায় দেখা করতে যেতাম। ৪ দিন পর রিলিজ দিয়ে দিল।

গল্পটা বললাম ডাক্তার আর নার্সদের ব্যবহারটা সবার সাথে শেয়ার করার জন্য। আমাদের দেশের ডাক্তার বনাম বিদেশী ডাক্তার ও নার্স।

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৩৭

হিজলবন বলেছেন: আমাদের দেশের ডাক্তারদের সাথে তাদের পার্থক্য এখানেই।

২২| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:৩৪

স্বাধীনতার বার্তা বলেছেন: আমার মতে ৫০০/১০০০ টা নিতেই পারে। কিন্তু ব্যাবহার সেই রকম হতে হবে। প্রধানত রোগীর কথা মনযোগ দিয়ে শোনা, এই জিনিসটা হলেই প্রায় সব রোগী সন্তুষ্ট হয়।

এমনও ডাক্তার দেখেছি যারা রগীর কথা শোনার পরও রোগীকে প্রশ্ন করতে করতে রোগীর কান ঝালাপালা করে ফেলেন। আবার এমনও ডাক্তার আছে যারা গেলেই "তোমার চেহারা দেখেই আমি সব জানি" ভাব ধরে ঔষধ আর টেস্ট দিয়ে দেন।

অভিযোগটা সবসময় দ্বিতীয় শ্রেনীর প্রতি।

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৩৯

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৩| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:৩৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: কে এফ সি এর ৫০ গ্রাম আলু ১০০ টাকা দিয়া কিনে খেতে তেমন সমস্যা নাই সমস্যা শুধু ডাক্তারের ফি নিয়ে।



৫০০/১০০০ ফি এর কথা লিখলেন ৫০ টাকা টিকেট কেটে প্রায় সব মেডিক্যাল কলেজগুলোতে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায় সেই ব্যপারে কিছু কইলেন না কেন??

ফ্রি বেড সব মেডিক্যাল কলেজে আছে।
সরকারীর কথা তো বাদই দিলাম।


আপনি যখন গার্লফ্রেন্ড নিয়া আর বন্ধু বান্ধব নিয়া ফূর্তি কররেছেন এই ডাক্তার তখন পড়ার টেবিলে পরীক্ষার পড়া পড়েছে।

তার কাছের বন্ধুরা বি বিএ এম বি এ করে ভালো বেতনে চাকরী করছিলো তখন সে অনারারী করে মানে বিনা পয়সায় চাকরী করে ৭/৮ ঘন্টা। তাও ২/৩ বছর।

বলুন আপনি কতক্ষন বিনা পয়সায় কাজ করবেন।


জীবনে অনেক গুলো পহেলা বৈশাখ আর পহেলা ফাগুন এ ডিউটী করে কাটিয়েছি।

অনেক থার্টি ফাষ্টে আপনি যখন আনন্দে আত্নহারা তখন রাতের ২টার দিকে সিজারিয়ান অপারেশন করেছি।

কত রোগী ফ্রি দেখি গ্রামে গিয়ে তার কোন ইয়ত্তা না।

বলুন কয়রাত জেগেছেন মানুষের কষ্টে???

উপরের যে ডাক্তার সাহেবের নেমপ্লেট দেয়া হয়েছে আমি নিশ্চিত জীবনের কম করে হলেও তাকে চল্লিশটা বসন্ত অপেক্ষার প্রহর গুনতে হয়েছে এই ডিগ্রী গুলোর জন্য। তারপর কি ১০০০ টাকা ভিজিট তার প্রাপ্য নয় যেখানে সিনেমার গিয়ে হাজার টাকা উড়ান মূহুর্তেই।

আমেরিকাতে /উন্নত দেশে একজন ডাক্তার যা ইনকাম করে টা দিয়ে তার সাত পুরুষ চলতে পারে।

আর কিছু বলার নাই আপনার কিবোর্ড যা ইচ্ছা লিখতে পারেন কিন্তু মানুষের কষ্টকে মূল্যায়ন করতে শিখুন।

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪০

হিজলবন বলেছেন: আমি বলছি যারা ৫০০/১০০০ করে নেয় তাদের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৪| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:৪৬

েমা আশরাফুল আলম বলেছেন: এইটা একটা পরশ্রীকাতর টাইপ বিষয়, ডাক্টাররা এত টাকা কামাবে কেন?
যাদের এত সমস্যা তারা হাজার টাকা ভিজিট ওয়ালা ডাক্টার দেখাবে কেন?
বাংলাদেশে প্রায় ফ্রিতে পাওয়া যায় বলেই এত বাহানা, বিদেশে সিরিয়াল দিয়ে পড়ে থাকতো দিনের পর দিন (immergency case may also get at least 1hour waiting time), আর দেখানোর পর কম করে ৪০-২৯১ডলার ফি দিত, তখন বুঝবার পারতো সারভিস কারে কয়।

আর আজকাল এক দল বলদা তো আছেই, বলতে হবেনা স্কয়ারে গিছিলাম , ফোড়া কাটাইতে ২০০০০ খরচ করছি।

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪১

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৫| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:৫৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: @সিংগাপুর ন্যাশনাল হসপিটালে যে টাকা ঢেলেছেন তার একটা লিষ্ট দিলে আপনার পুরা ব্যপারটা ক্লিয়ার হতো

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪২

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৬| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:৫৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: @আহসান২০২০


সিংগাপুর ন্যাশনাল হসপিটালে যে টাকা ঢেলেছেন তার একটা লিষ্ট দিলে আপনার পুরা ব্যপারটা ক্লিয়ার হতো ব

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪২

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৭| ০৩ রা মে, ২০১২ দুপুর ১:০৪

সবুজ ভীমরুল বলেছেন: আপনি যখন গার্লফ্রেন্ড নিয়া আর বন্ধু বান্ধব নিয়া ফূর্তি কররেছেন এই ডাক্তার তখন পড়ার টেবিলে পরীক্ষার পড়া পড়েছে।

১০০% সহমত।

আমার মতে ৫০০/১০০০ টাকা নিতেই পারে কিন্তু সার্ভিসও ওইরকম টপ ক্লাস হতে হবে।

আমার কাজিন একজন সার্জন, উনি ১৯৮৬ সালে ইন্টারমিডিয়েট পাশ করে চিটগাং মেডিকেল কলেযে ঢুকেন। উনি মাত্র কিছু দিন আগে একটা মেডিক্যাল কলেজে সার্জারির প্রধান হিসেবে জয়েন করেছেন। কিন্তু এই পথে আসতে থাকে যে কি অমানুষিক পরিশ্রম করতে হয়েছে তা কল্পনাতীত। উনে তিন/চার বার এর পর এফ সি পি এস পাশ করেছেন। মেডিক্যালের মত এত জটিল পড়া আর অন্য কোন সাবজেক্টে নেই।

আমি বি বি এ / এম বি এ গ্রাজুয়েট হিসেবে বলতে পারি আমি উনারা বি বি এ এম বি এ দের বিশ গুন বেশী পড়াশোনা করে। মেডিকেলে অনেক স্টুডেন্ট আছে যারা মাঝ পথে ঝরে পড়ে।

আপনারা কি কেউ বুঝতে পারেন, অপারেশন সার্জারির টেবিলে একজন ডাক্তার কতরকম জটিল সিদ্ধান্ত নেন?? কিছু ছুচিলদের কথা শুনলে মনে হয় "চিকিৎসা করা কোন ব্যাপারই না, আমিই করতে পারি"

"ছুচিলরা আসলে পারলে সব কিছুই ফ্রি চায়"


০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪২

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৮| ০৩ রা মে, ২০১২ দুপুর ১:২৪

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: সব মাছ গু খায় ঘাউরা মাছের দোষ। ইঞ্জিনিয়ার, উকিল, সরকারি কর্মকর্তা একেকটা যে কি খাটাশ তাতো আমরা সবাই জানি। উকিল আর সরকারি কর্মকর্তা মানুষকে হয়রানি করে টাকা কামায় কিন্তু তারা কসাই হয় না। আর এক বেটা ক্লাস ওয়ান থেকে নিয়ে পচিশ থেকে ত্রিশ বছর পড়াশোনা করে যদি এক হাজার টাকা ভিজিট চায় তাইলেই সবার চুলকানি উঠে, মানে হইলো চুরি কইরা যা কামাউ সমস্যা নাই ন্যায্য ভাবে চাইবা কেন? হাস্যকর।

আর যারা একহাজার টাকা ভিজিট নেয় তারা যে গরিব রোগিকে ফ্রি দেখে না তার নিশ্চয়তা দিলেন কিভাবে? আমার কাছের এক আত্মিয় আমার অপারেশনের জন্য বিশ হাজার টাকা ফ্রি নিল আর আমার সাথেই এক গরিব লোকের পুরো ফিটাই মাফ করে দিল, আমি কিন্তু মনে মনে তাকে ঠিকই কসাই ডাকসি। কারন সে আত্মিয় বইলা আমাকে কোন ফি মাফ করে নাই, অথচ আমার অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটেই খারাপ না।

বাংগালির সমস্যা হল নিজে না খাই কস্ট নাই, অন্যরে খাইতে না দেখলেই সুখ। ভিজিটের অভাবে কোন গরিব রোগি ডাক্তার দেখাইতে পারে নাই এমন ঘটনা হাজারে একটা ঘটতে পারে, কিন্তু হাজারটা না।

বাই দ্যা ওয়া আমি ডাক্তার না, কিন্তু কোন ব্যাপারে অযথা কাউকে ব্লেম দেওয়া পছন্দ করি না।

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪৩

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

২৯| ০৩ রা মে, ২০১২ দুপুর ১:২৯

ভ্রমন কারী বলেছেন: ডাক্তার দের ভিজিট দিতে আমার সমস্যা নাই । কারন আমি আগেই যানতে পারছি অমুক ডাক্তার ১০০০ টাকা নেয়,তুমুক ডাক্তর ৫০০ নেয়। অতএব আমি ঐ প্রিপারেশন নিয়েই যাই বা যাব । আমার বেশি ভয় ''টেস্ট'' নিয়ে, টেস্টের জন্য বেশির ভাগ সময় ভিজিটের ৫ থেকে ১০ গুন টাকা খরচ হয়। এবং তার বেশির ভাগই অপ্রয়োজনে।

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪৩

হিজলবন বলেছেন: সত্য কথা বলেছেন।

৩০| ০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪৭

বিডি আইডল বলেছেন: ডাক্তাররা মাইন্ড নিয়েন না...আমার পরিবারেও বেশ কয়েকজন আছে....কিন্তু আমি জেনারেলাইজড একটা মন্তব্য করবো....একটু নাম হয়ে যাবার পর বাংলাদেশের প্রত্যেকটা ডাক্তারই মাগীর দালালের মত পয়সার জন্য হা করে বসে থাকে....৫০০ টাকা ভিজিট নিয়ে একজন রোগীকে দেখে (আসলে দেখে না...দেখে তার এসিসটেন্ট) ঘড়ি ধরে ২ মিনিট....পয়সার জন্য এরা সারা দিন এবং রাত পুরোটাই বিক্রি করতে পারে

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪৮

হিজলবন বলেছেন: অনেকাংশে বাস্তব

৩১| ০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪৭

ফারজুল আরেফিন বলেছেন: ++++++ :-B

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৪৮

হিজলবন বলেছেন: ধন্যবাদ

৩২| ০৩ রা মে, ২০১২ দুপুর ১:৫২

েমা আশরাফুল আলম বলেছেন: লেখক বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?

Sky is the limit, any problem?
অন্য পেশার বালছালদের কত টাকা কামানো দরকার/উচিত বলে মনে করেন?

০৩ রা মে, ২০১২ দুপুর ১:৫৭

হিজলবন বলেছেন: একজন মজুর সারা মাস কঠোর পরিশ্রম দিয়ে মাইনা পায় ৪/৫ হাজার। আর একজন ডাক্তার শুধু ডাক্তারী পড়াশোনা করেছেন এই কারণেই কি ঐ দিন মজুরু থেকে ৫০০/১০০০ টাকা ভিজিট নিবেন?

৩৩| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:১০

েমা আশরাফুল আলম বলেছেন: একজন মজুর সারা মাস কঠোর পরিশ্রম দিয়ে মাইনা পায় ৪/৫ হাজার।
বিশ্বাস করেন- এই লোকে কুনো দিন ১০০০ টাকা ভিসিট দিয়া ডাক্টার দেখাবে না, পাড়ার গলির MBBS doctor সাহেবের ২০-৫০ টাকা ভিসিটে এই লোকের রোগ ভালো হবেই।

আমাদের মনে রাখা দরকার, MBBS doctor is the first person to whom you should consult about your medical problem. If he agree, then you will get a referral to specialist doctor. This is the common procedure around the globe (except BD).

এখন লোকে কি করে, লাফায়ে specialist ডাক্টারের কাছে যায়, চাপ কমাতে তারা বেশি ফি নেবেনই, আপনার না পোষালে যাবেন না, আপনেরে কি জোর করে নাকি?
নাকি সামাজিক ভাবে বোলতে হবে অমুক professor রে দেখাইছিলাম?





০৩ রা মে, ২০১২ দুপুর ২:২২

হিজলবন বলেছেন: একজন অভিজ্ঞ ডাক্তারের সেবা একজন সাধারণ মানুষ পাবার অধিকার রাখে।

৩৪| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:১২

শরীফ মহিউদ্দীন বলেছেন: কোন প্রশ্নের জবাব না দিয়ে খালি কতটাকা দরকার কপি পেষ্ট করছেন। এর কারন জানতে পারি। আপনার জীবনে কয়টাকা হলে আপনি খুশি হবেন জানতে পারি???

আর দিনমজুর আর ডাক্তারের পার্থক্য যে করতে পারেনা তার সাথে তর্ক করে নিজেকে গাধা প্রমানে আমি আগ্রহী না।

০৩ রা মে, ২০১২ দুপুর ২:১৮

হিজলবন বলেছেন: আপনার কাছে দিনমজুর কোন মানুষই মনে হয় না। আমি বুঝাতে চাচ্ছি একজন দিনমুজুরও মানুষ আর একজন ডাক্তারও মানুষ। একজন দিনমজুরের যদি ৪/৫ হাজার টাকায় চলে তাহলে একজন ডাক্তার কি মাসে ১লাখ টাকায় খুশি থাকতে পারে না? তাহলেই তো দেখবেন একজন অভিজ্ঞ ডাক্তারের সেবা পাচ্ছে সাধারণ মানুষ মাত্র ১০০ টাকায়। একজন ডাক্তার যদি ১০০ টাকা করে প্রতিদিন ১০০ জন রোগী দেখেন তাহলে প্রতিদিন দিন তার ইনকাম হয় ১০ হাজার টাকা। আমার বক্তব্য হল এরচেয়ে বেশি অর্থ কি একজন মানুষের প্রয়োজন?

৩৫| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:১৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: বিডি আইডল বলেছেন: বাংলাদেশের প্রত্যেকটা ডাক্তারই মাগীর দালালের মত পয়সার জন্য হা করে বসে থাকে....৫০০ টাকা

আপনাকে আমার চৌধুরি জাফরুল্লাহ শারাফাত এর মত মনে হয় সব বিষয়ে আপনার এক্সপার্ট গিরি বর্তমানে অসহ্য লাগতেসে। বাংলাদেশে এমন কোন ইস্যু নাই যেটা নিয়ে আপনি আপনার এক্সপার্ট মন্তব্য বন্ধ করেন না।

আপনি একটা মহান পেশার মানুষদের মাগীর দালাল এর সাথে তুলনা করে বুঝিয়ে দিলেন আপনার সাথে মাগীর দালালদের নিয়মিত ঊঠা বসা। না হলে তাদের সম্পর্কে আপনার এত ডিটেলস জানার কথা না।

কাউকে সন্মান করে কথা না বলতে পারলে চুপ থাকাই শ্রেয়

ভাড়ামী সব বিষয়ে না করলেই মানুষ সন্মান ঠাকে।

০৩ রা মে, ২০১২ দুপুর ২:২০

হিজলবন বলেছেন: ভাই রাগ করার কোন দরকার নেই। আমি বলতে চাচ্ছি একজন অভিজ্ঞ ডাক্তারের সেবা যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে।

৩৬| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:২০

ক্যারোলিনা রোজালিন বলেছেন: সদ্য এমবিবিএস পাস করে বের হওয়া এক ভাইয়া গতকাল বললো যে,ডাক্তারদের যে পরিমাণ পড়াশোনা ও পরিশ্রম সারাজীবন করতে হয় তা পৃথিবীর আর কোন পেশার মানুষকেই করতে হয়না।তাই ১০-১৫ বছর অক্লান্ত পরিশ্রম আর দিনরাত পড়াশোনা করার পর যদি কোন ডাক্তার ৫০০ টাকা ভিজিট নেয় তবে সেটা মোটেও বেশি কিছুনা বরং আরো বেশি নেওয়া উচিত।উনার কথাগুলো শোনার এই কথাটাকে মোটেও অযৌক্তিক মনে হয় নাই আমার কাছে।

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২৭

হিজলবন বলেছেন: যে দেশে একজন ডাক্তার মিনিটে মিনিটে রোগী পাচ্ছে সে দেশে ৫০০/১০০০ টাকায় ভিজিট না করলেও তো পারা যায়?

৩৭| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:২১

শরীফ মহিউদ্দীন বলেছেন: বিডি আইডল বলেছেন: ডাক্তাররা মাইন্ড নিয়েন না...আমার পরিবারেও বেশ কয়েকজন আছে...


আপনার পরিবারের এরা মাগীর দালাল বলে সবাইকে আপনার তাই মনে হচ্ছে

আপনার জন্য দুঃখ হচ্ছে আপনার জন্ম মাগী পল্লীতে

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২৬

হিজলবন বলেছেন: খারাপ কথা না বলাই ভাল ভাই।

৩৮| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:২৪

মাইন রানা বলেছেন: কোন ডাক্তারি পড়ছে এমন কোন ছেলেকে/মেয়েকে
ডাক্তার কেন হচ্ছেন? এই প্রশ্ন করলে উত্তর আসে একটাই সেবা করার জন্য।

আর সেবা ই চলে মানুষের নয় টাকার কামানোর উন্মত্ত সেবা!!!!!

গ্রামে চাকরী হলে থাকে না

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২৫

হিজলবন বলেছেন: কারণ গ্রামে তো একটু ইনকাম কম তাই।

৩৯| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:২৫

েমা আশরাফুল আলম বলেছেন: ক্যারোলিনা রোজালিন, সদ্য এমবিবিএস পাস করে বের হওয়া ডাক্টার কখনো ১০০ টাকার বেশি নেন বলে শুনিনি, আগে নিতো ২০ টাকা, তারপর ৫০ টাকা এখন মনে হয় ১০০ হইছে, অনেক সময়তো বিনে পয়সায় দেখে দেয়।

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২৪

হিজলবন বলেছেন: ঠিক বলেছেন

৪০| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৩০

পানকৌড়ি বলেছেন: আপনারে পোষ্ট দেখে মনে হয় আপনি কোনো পাগলের ডাক্তারের কাছে গিয়া ধরা খাইছেন,ওই ডাক্তার আপনার টাকা খাইছে ঠিকই কিন্তু আপনার কোনো উন্নতি হয় নাই । আপনার দেয়া জবাব গুলো তাই প্রমান করছে (সব কথার একই জবাব-লেখক বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার? বাহ) ।



আপনার চিকিৎসা ডাক্তার দিয়ে হবে না, কবিরাজের কাছে যান পয়সা কম লাগবে ।

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২৩

হিজলবন বলেছেন: অনেক কমেন্টে আমার উত্তর দেওয়া আছে। পড়লে বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আমি কেন ভাই আপনিও কি পারবেন একজন ভালো ডাক্তারকে ৫০০/১০০০ টাকার নিচে ভিজিট করতে?

৪১| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৩২

েমা আশরাফুল আলম বলেছেন: লেখক বলেছেন: একজন অভিজ্ঞ ডাক্তারের সেবা একজন সাধারণ মানুষ পাবার অধিকার রাখে।
অবশ্যাই রাখে, কিন্তু প্রথমেই না, আপনার GP (MBBS) র রেফারেল লাগবে তারপরে টারশিয়ারী মেডিকেল কেয়ার।

টারশিয়ারী মেডিকেল কেয়ারারদের উপর এই চাপের একটা বাজে দিক হোলো, তাদের সময় চলে যায় রোগীর পিছনে, অথচ এদের দরকার ছিলো মেডিকেল এডুকেশনে, research and creation of new knowledge এ।

৪২| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৪২

সবুজ ভীমরুল বলেছেন: মাইন রানা বলেছেন: কোন ডাক্তারি পড়ছে এমন কোন ছেলেকে/মেয়েকয়া। ডাক্তার কেন হচ্ছেন? এই প্রশ্ন করলে উত্তর আসে একটাই সেবা করার জন্য। আর সেবা ই চলে মানুষের নয় টাকার কামানোর উন্মত্ত সেবা!!!!

ডাক্তার সেবা করবে বিনা পয়সায়!!!???

উকিল, ইঞ্জিনিয়ারের সেবা পাবার জন্য টাকা দিতে কোন কার্পন্য থাকে না, চাইনিজে গিয়ে খাদ্য সেবা পেতে হাজার টাকা উড়াইয়া দিলেও সমস্যা নাই, ছুচিলরা "লাক্স চ্যানেল আই" লুল টাইপ অনুষ্ঠানের বিচারক হয়ে মোটা টাকা নিতে সমস্যা নাই, খালি ডাক্তার সেবার বিনিময়ে কোন টাকা নিতে গেলেই সমস্যা...............তাই না???

আপনি ডাক্তারি পড়াশোনা সম্পর্কে কিছই জানেন না, জানলে কখনও এই কথা বলতেন না।

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২০

হিজলবন বলেছেন: আপনারা খালি কে কত কামাবে তার তুলনা করছেন। সমাজের সাধারণ অসুস্থ মানুষের কথা একবারও বলছেন না কেন?

৪৩| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৪৪

এসাসিন বলেছেন: ভাই একজন ডাক্তার কে কতটা অমানুশ এর মতো পরিশ্রম করে ডিগ্রি নিতে হয় আপ্নারা কিছুই জানেন না।আজকে একজন সরকারি ডাক্তার এর বেতন কত জানেন?

এই গুলা নিয়ে আর বলতে ইচ্ছা করে না।শুধু বলি একজন ডাক্তার এর ও তো ইচ্ছা থাকতে পারে ভালো জীবন যাপণ করার।১৫-২০ বছর পড়ালেখা করার পর কেউ ৫০০ টাকা নিলে দোষ।

অন্য প্রফেসন এর অনেকেই সিনিওর হলে ৪ -৫ লাখ টাকা পর্যন্ত বেতন নিতে পারে,তারা কত টাকা দান করেন?????????

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:১৯

হিজলবন বলেছেন: এই জন্যতো ভাই বলছি একজন ডাক্তার যদি মাসে ১লক্ষ টাকা ইনকাম করে তাহলে কি তার ছাত্র জীবনের কষ্টের উসুল হবে না?

৪৪| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৫২

এসাসিন বলেছেন: স্টার সিনে প্লেক্স এর টিকেট কাটতে কমতি নাই।ডাক্তার কে ৫০০ টাকা দিতে জান বের হয়ে যায়।

ডাক্তার দের কি বাসা ভাড়া দিতে হয় না,নাকি দোকানদার সবকিছু ফ্রী তে দেয়।

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:১৭

হিজলবন বলেছেন: ভাই কার সাথে কি তুলনা করছেন?

৪৫| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৫৫

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: লেখক বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার

এই জিজ্ঞাসাটা ভাই সবার আগে ব্যাবসায়ি আমলাদের জিজ্ঞেস করুন যারা অবৈধভাবে টাকা কামায়, তারপরে যারা বৈধভাবে টাকা কামায় তাদের জিজ্ঞেস করা যাবেনে।

লেখক বলেছেন: একজন অভিজ্ঞ ডাক্তারের সেবা একজন সাধারণ মানুষ পাবার অধিকার রাখে।

অবশ্যই, আপনি ইচ্ছা করলেই বংগবন্ধু শেখ মুজিব ম্যাডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেলে যেয়ে কম ফিতে বিশেষজ্ঞ দেখাতে পারবেন। ঐ একই ডাক্তারকে তার চেম্বারে দেখাতে হলে আপনার হাজার টাকা ভিজিট গুনতে হবে। আবার অনেক সময় তারা তাদের চেম্বারে গরিব রোগিদের বিনা ফিতে দেখেন এটা আমি নিজেও দেখছি।

অবশ্য আপনি যদি এটাই চান যে এসব বিশেষজ্ঞ ডাক্তার কম ফিতে আপনার ফ্যামিলি ফিসিসিয়ান হবে তাহলে ভাই আমার বলার কিছু নাই, তবে আপনার বলার উদ্দেশ্য যদি থাকে কম ফিতে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, আপনার জন্য সহজ উপায় কিন্তু আছে।

এখন আপনাকে আমার প্রশ্ন কম মূল্যে হোটেল সোনারগাওয়ের খাবার, কম ফি তে একজন ব্যারিষ্টার, কম ফিতে একজন ইঞ্জিনিয়ারের সেবা পাওয়ার সুযোগ কোথায় আছে?

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:১৬

হিজলবন বলেছেন: একজন ডাক্তারের সাথে যেহেতু সমাজের সকল শ্রেণীর মানুষের সম্পর্ক সেই জন্য অন্য পেশার লোকদের সাথে ডাক্তারের তুলনা চলে না। তাই একজন অভিজ্ঞ ডাক্তারের সেবা পাবার অধিকার ধনী-গরীব সকল শ্রেণীর মানুষ রাখে।

৪৬| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৫৭

হাবীব কাইউম বলেছেন: একেকজন দেখি ইঞ্জিনিয়ার-উকিলের সাথে তুলনা করে ভালোই পক্ষ নিচ্ছেন এই ভিজিটের।

ইঞ্জিনিয়ার-উকিলের কাছে সবাই যায় না; গেলেও প্রতিনিয়ত যায় না।

আপনার যদি শখ-আহ্লাদ থাকেই, তাহলে কেন সরকারী চাকুরির সাথে আবার আলাদাভাবে এত টাকা কামানোর ইচ্ছে? হয় সরকারী চাকুরি করুন; অথবা প্রাইভেটভাবে রোগী দেখুন। অথবা দুই জায়গাতে রোগীকে একই রকম সেবা দেয়ার মানসিকতা রাখুন।

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:১৪

হিজলবন বলেছেন: সহমত

৪৭| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:৫৭

এসাসিন বলেছেন: @ বিডি আইডল বেটা নীলক্ষেতে যেই দোকানে বসে টাইপ করার কাজ করস, ওইটাই ভাল মতো কর।এই জনমে তো ডাক্তার হতে পারলি না,মনের দুঃখে উল্টাপাল্টা লিখে আর কি লাভ।

৪৮| ০৩ রা মে, ২০১২ বিকাল ৩:০৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: আসুন জেনে নেই বিডি আইডল ঘোষিত মাগীর দালালদের জীবন যাপন

৪৯| ০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২১

মাহফুজশান্ত বলেছেন: হুম, পক্ষে ও বিপক্ষে মন্তব্য দেখলাম।

লেখক সাহেব! আপনার সমস্যাটা কি শুধু ডাক্তারদের ইনকাম নিয়ে।

ভাই! আপনার হয়ত জানা নেই, অনেক ডাক্তর আছেন যারা আপনার চেয়েও কম ইনকামে সন্তুষ্ট। সাধ্যমত সেবা দিয়ে তারা নিজেদের ধন্য মনে করেন। তারপরও তারা যে মানুষ- আশাকরি এটিও খেয়াল রাখবেন।

শুধু ডাক্তার নয়, সব পেশার মানুষদের সৎ ও মানবিক হবার আহ্বান জানাই। তা না হলে এ সমস্যা থেকে মুক্তি নাই।

ধন্যবাদ ও শুভকামনা-

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:৩১

হিজলবন বলেছেন: ভাই যারা কমে সেবা দিচ্ছে তাদের ব্যাপারে তো আমার কথা নেই। যারা ৫০০/১০০০ নিচ্ছে তাদের ব্যাপারে বলছি। আর ডাক্তারদের ব্যাপারটা নিয়ে আসলাম এজন্য যে, ডাক্তারদের সাথে সকল শ্রেণীর মানুষ জড়িত। অন্য পেশার লোকদের সমাজের সকল শ্রেণীর মানুষ জড়িত নাও থাকতে পারে।

৫০| ০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২২

ফয়সাল তূর্য বলেছেন: একটা ঘটনা বলি। আমি একবার আমার আম্মাকে নিয়ে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি বসেন মিরপুরের একটা ডায়গনস্টিক সেন্টারের চেম্বারে। আমার আম্মাকে ৫মিনিট চেকআপ করে ৩টা টেস্ট করতে দেন ঐ ডায়গনস্টিক সেন্টারেই। তাকে ৫০০টাকা ভিজিট দিয়ে আমরা টেস্ট করে চলে আসি।আমাদের রিপোর্ট নিতে ২দিন পরে যেতে বলা হয়। ২দিন পরে গিয়ে ২টা রিপোর্ট পাই, ৩নাম্বারটা ওদের ল্যাব এসিস্টেন্ট অসুস্থ থাকায় ওরা দিতে পারেনি। ডাক্তারকে গিয়ে বল্লাম এই কথা, উনি বল্লেন সমস্যা নেই এখন ২টা দেখান আমি ওষুধ দিয়ে দেই, পরে শুধু আপনি এসে বাকি রিপোর্টটা দেখিয়ে গেলেই হবে,রোগীকে সাথে আনা লাগবে না। ঐদিন তাকে ৩০০টাকা দিয়ে এলাম। ২দিন পরে তারা ফোন দিল রিপোর্ট রেডি। আমি গেলাম। ডাক্তারকে দেখালাম। উনি পুরাতন প্রেসক্রিপশনেই আগের ওষুধের সাথে একটা ওষুধ যোগ করে দিলেন।
প্রেসক্রিপশন হাতে নিয়ে আমি যখন বের হতে গেলাম তখন উনি বল্লেন, "আমার ফি দিলেন না?"
আমি বল্লাম, "কিসের ফি?"
--"ওমা রিপোর্ট দেখালেন ৩০০ টাকা দেবেন না?"
--"সেদিনই তো দিলাম আপনাকে ৩০০টাকা।"
--"তো আজকে আবার আসলেন আবার টাকা দিতে হবে তো।"
--"আজব তো! আমার তো আজকে আসাই লাগত না যদি আপনারা সেদিনই আমাকে রিপোর্টটা দিয়ে দিতেন, আমি একবারেই সব দেখিয়ে যেতাম।ফল্ট তো আপনাদের।"
--"আমি এতকিছু বুঝি না, আমার টাকা দেন নয়ত আমি আমার চেম্বার থেকে বের হতে পারবেন না।"
আমি নিরুপায় হয়ে বল্লাম,"আমি ৩০০টাকা নিয়ে আসি নাই।"
উনি টান দিয়ে আমার হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে বল্লেন,"টাকা নিয়ে আসেন,তারপর এটা নিয়ে যাইয়েন।"

এই কথার পর আমি আর মেজাজ ঠিক রাখতে পারিনি। গালি দিয়ে বসলাম ঐ ডাক্তারকে। সে সাথে সাথে তার ডায়গনস্টিক সেন্টারের এসিস্টেন্ট আর গার্ডের ডাক দিলেন। আমিও আমার এলাকার বন্ধুদের ফোন দিলাম। বিরাট সিনক্রিয়েট হল মাত্র ৩০০টাকার জন্য!

আর কিছু বলার প্রয়োজন আছে?

০৩ রা মে, ২০১২ বিকাল ৩:২৯

হিজলবন বলেছেন: গালি দিয়ে ঠিক করেন নি। কিন্তু ডাক্তার আপনার সাথে যে আচরণ করেছেন তা কি সেবা বলা চলে?

৫১| ০৩ রা মে, ২০১২ বিকাল ৩:৫১

ইসাকুল বলেছেন: ডাক্তার যদি বৈধভাবে মাসে ১০০০০০০০০০০০০০০০০০০০০ টাকা আয় করে তাতে আপনার সমস্যা আছে ? আপনি কি কোনও হীনমন্যতায় ভুগছেন ????? আপনার পেশা জানতে পারি ??????? যদি শিক্ষক হন, কিংবা ঠিকাদার কিংবা খাবারের দোকানদার, আমি জানি না আপনি কি, তবে বলতে চাই, সব পেশায় থেকেই সেবা করা যায়। খালি ডাক্তারি হল সেবা , আর আপনি যা করবেন তাতে সেবার কিছু নাই এটা বলে দায় এড়াতে পারবেন না। সৎ অসৎ সবখানে আছে কিন্তু আপনার কি নিজের ধারণা আছে ডাক্তারদের কি পরিমান কষ্ট করতে হয়? বেতন কতো ধারণা আছে?? আপনি একটা আজগুবি হিসাব দিলেন মাসে ১০ লাখ টাকা !!!! এক কাজ করেন। আপনি নিজেই ডাক্তার হয়ে যান। আপনার ধারণা ডাক্তার হলাম, একটা চেম্বার দিলাম (টাকা মনে হয় আপনি দিবেন), মিনিটে মিনিটে রোগী আসলো, ১০০০ করে নিলাম। ফু দিলাম আর রোগী ভালো হয়ে গেলো। এবং চারদিকে আমার সুনাম ছড়াল আর রোগী বাড়তেই থাকলো। .।.।.।.।। ভাই আপনি দয়া করে বাংলা ছিনেমার স্ক্রিপ্ট লিখেন।


একটু মাথাব্যাথা হলেই চলে যাবেন প্রফেসরের কাছে, গিয়ে চাইবেন প্রফেসর ম্যাজিক করে আপনাকে ভালো করে দিবে। আসার সময় আপনাকে সালাম করবে, কোনও টাকা নিবে না। :P :P :P :P আপনাকেই খুঁজছে হারপিক ওয়ান।

খাইবেন পোলাও কোর্মা, বিল দিবেন ডাইলের ।

মানুষকে সম্মান করতে শিখেন। আর যদি ডাক্তারদের কষ্ট দেখতে চান, একরাতে চলে আসুন কোনও হাসপাতালে। দেখেন, আপনাদের বাতের ব্যাথার জন্য কতো ডাক্তার না ঘুমিয়ে রাত কাটায়। টাকা দিয়ে সেবা করান এই তো বলবেন? টাকা দিয়েন না। না খেয়ে সব ডাক্তার মরে যাক। তারপর ব্লগে এসে মাস্তি করেন। খুশি ?????



বাংলাদেশের শিক্ষার হার বাড়ছে আর আপনার মতো মূর্খের হারও বাড়ছে।

৫২| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:০৫

দা লর্ড বলেছেন: ভিজিট ১০০০ টাকা নিক কিন্তু অপ্রয়োজনীয় টেস্ট কেন দিবে?? ফ্রী হাসপাতালে কেন ঠিকমত রোগী দেখবে না?

০৫ ই মে, ২০১২ সকাল ১০:০৬

হিজলবন বলেছেন: সেখানেও তো একটা কমিশন ডাক্তার পান। তাতে আরও ইনকাম বেড়ে যায়।

৫৩| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:১৬

টিপু বলেছেন: আমরা হইলাম আত্মকেন্দ্রিক আর সুবিধাবাদী জাতি। আমি বাচলাম তো হইল, অন্যে মরল না বাচল সেটা দেখার দরকার নাই। ডাক্তাররাও এর বাইরে নয়। রোগী টাকা দেয়ার ক্ষমতা রাখে কি রাখে না সেটা দেখার দায়িত্ব ডাক্তারের না তিনি চান শুধু তার আর্থিক সুবিধা। সমাজে পচন ধরলে সেটা সবর্ত্রই ছড়িয়ে পড়ে।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:০৭

হিজলবন বলেছেন: আমার বক্তব্য সেটাই।

৫৪| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:২৪

ফুয়াদ কবির বলেছেন: হিজলবন্
আপনি যে বিষয়টা নিয়ে পোস্ট দিলেন তা আমাদের (ডাক্তারদের্) জন্য খুবই সেনসিটিভ বিষয়্।
যে মেডিকেলে পড়ে নাই বা মেডিকেলের পড়াশুনা কেমন এ সম্পর্কে যাদের ধারণা নাই তারা কোনদিন ও বুঝবে না
আপনার কাছে রিকোয়েস্ট্, যেকোন একজন মেডিকেলের ছাত্র অথবা সদ্য পাস করা ডাক্তারের জীবনটা নিজের চখে দেখবেন্। ভালো করে
তারপর হয়তো বুঝতে পারবেন্, হয়তো পারবেন না
আর কোনো বিষয়ে পোস্ট দেয়ার আগে দুই দিকের সব বিষয়গুলো জেনে তারপর কি লিখা উছিত না?
মানবতার কথা বলছেন্? তাহলে বলব যে কসাই ৫০০/১০০০ তাকা ভিসিট আপনার কাছে নিচ্ছে , মানবতার স্কেলে সেও আপনার অনেক উপরে। আর আগেই বলছি যতদিন নিজের চোখে আমাদের লাইফস্টাইল (ছাত্রজীবন থেকে ৪৫ বছর্) পুরোটা না দেখবেন ততদিন যাই বলি আমরা কিছুই বিস্বাস হবে না

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১১

হিজলবন বলেছেন: আমার এই পোস্টে ডাক্তারদের কোন ক্ষতি মূলক কিছু নেই। আমি শুধু বলেছি যেহেতু ডাক্তারদের রোগীর কোন সমস্যা নেই। অর্থাঃ একজন ডাক্তার ইচ্ছা করলে প্রতিদিন ১০০ বেশি রোগী দেখতে পারেন। তাহলে সেখান থেকে সে কমপক্ষে ১০ হাজার টাকা ভিজিট ফি পান। আর অন্য কমিশন তো পানই। প্রতিদিন ১০ হাজার টাকা ইনকামের পরও কি একজন ডাক্তারের ইনকাম কম বলে আপনি মনে করেন? প্রতিদিন ১০ হাজার টাকা ইনকাম হলে মাসে ৩ লাখ টাকা আয় করা যায়। এর বেশি টাকা মানুষের আর কি দরকার?

৫৫| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:২৬

ফুয়াদ কবির বলেছেন: হিজলবন্
আপনি যে বিষয়টা নিয়ে পোস্ট দিলেন তা আমাদের (ডাক্তারদের্) জন্য খুবই সেনসিটিভ বিষয়্।
যে মেডিকেলে পড়ে নাই বা মেডিকেলের পড়াশুনা কেমন এ সম্পর্কে যাদের ধারণা নাই তারা কোনদিন ও বুঝবে না
আপনার কাছে রিকোয়েস্ট্, যেকোন একজন মেডিকেলের ছাত্র অথবা সদ্য পাস করা ডাক্তারের জীবনটা নিজের চখে দেখবেন্। ভালো করে
তারপর হয়তো বুঝতে পারবেন্, হয়তো পারবেন না
আর কোনো বিষয়ে পোস্ট দেয়ার আগে দুই দিকের সব বিষয়গুলো জেনে তারপর কি লিখা উছিত না?
মানবতার কথা বলছেন্? তাহলে বলব যে কসাই ৫০০/১০০০ তাকা ভিসিট আপনার কাছে নিচ্ছে , মানবতার স্কেলে সেও আপনার অনেক উপরে। আর আগেই বলছি যতদিন নিজের চোখে আমাদের লাইফস্টাইল (ছাত্রজীবন থেকে ৪৫ বছর্) পুরোটা না দেখবেন ততদিন যাই বলি আমরা কিছুই বিস্বাস হবে না

৫৬| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৩০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আমার বুঝে আসেনা রিপোর্ট দেখতে টাকা নিবে কেন ? ভিজিটিং ফি তো ডাক্তার নিয়েছেই । রোগ অনুপুঙ্খ ভাবে ডাক্তার না ধরতে পারাতেই তো টেস্ট দেয় তাই না ? সেটার রিপোর্টও লেখে আরেকজন । যে ডাক্তার টেস্ট দিয়েছে সে কেন রিপোর্ট দেখে টাকা নিবে ?

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৩

হিজলবন বলেছেন: ঠিকই বলেছেন, পরীক্ষার রিপোর্টটি তো অন্য একজন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দেখেন এবং সে কারণে প্রতিটি পরীক্ষা বাবদ একটি নির্দিষ্ট ফি রাখেন। এরপর ভিজিটকৃত ডাক্তার আবার তা একজন দেখে ৩০০/৪০০ টাকা নেবেন তার কি যুক্তি থাকতে পারে?

৫৭| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৩১

ফুয়াদ কবির বলেছেন: এখানে অনেকগুলা কমেন্টে চরম লাইক দিতে চাইছিলাম লেকিন জায়গা পাইলাম না

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৪

হিজলবন বলেছেন: আপনাকে একটা + দিলাম

৫৮| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৩৬

মাস্টার বলেছেন: ভালো আলোচনা। পর্যবেক্ষনে রাখলাম। যদিও সবাই একটা কমন যায়গা মিস করতেছে। সমাধান কিভাবে করা যায় এই ব্যাপারে মনে হয় কারো মাথা ব্যাথা নাই।

কেউ কেউ গালাগালি ও করতেছে দেখলাম। বাহ, বেশ ভাল লাগলো। গঠনমুলোক আলোচনায় গালাগালি না হলে মনে হয় জমেনা। /:)

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৫

হিজলবন বলেছেন: গালাগালির কোন কারণ দেখছি না। কারণ এটা একটা অবেদন মুলক পোস্ট। এই পোস্টের মাধ্যমে মূলত ডাক্তারদের কাছে সাধারণ মানুষের জন্য সহানুভূতির আবেদনই করা হয়েছে। আপনাকে ধন্যবাদ।

৫৯| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৪৭

এসাসিন বলেছেন: @ ইসাকুল .+++++++++ অসাধারণ বলসেন।

রোজ রোজ বি এফ সি- কে এফ সি তে টাকা ঢালতে বলেন কেউ কোন শব্দ করবে না।

এই যে ফাস্ট ফূড এর নষ্ট খাবার এর এত দাম, এর বিপক্ষে তো তেমন পোষ্ট দেখলাম না এতদিনে।

কেন, খাবার কি মানুষের মৌলিক চাহিদা না????????

৬০| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:২৯

সহজ পৃথিবী বলেছেন: ভাই জায়গা মত ধরছেন।বাংলাদেশের টোটাল হেল্থ সেক্টর বছরে প্রায় দেড় লাখ কোটি টাকা।শুধু দেশি ঔষধের মার্কটেই প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা।আর এই পুরো হেল্থসেক্টরেই ডাক্তারের চাটার অংশটা সবার আগে নিশ্চিত করা হয়।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৭

হিজলবন বলেছেন: ধন্যবাদ

৬১| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:২৯

বাজেকাম বলেছেন: সব ডাক্তাররা দেখি রাগ হইয়া যাইতাছে। এই পোস্টে সব ডাক্তারের কথা বলা হয় নাই্ শুধুমাত্র ৫০০ আর ১০০০। আপনারা এখনো এই লেবেলে যান নাই। গেলে এইখানে ব্লগিং করতেন না। কারণ টাইম ইজ মানি।
আপনাদের কষ্টের কথা শুইনা (৪৫ বছর পর্যন্ত) আমার বুক ফাইট্টা কান্দন আইতাছে। জাইনা শুইনা কেন গেছিলেন এই কষ্টের মইধ্যে?

কয়েকজন প্রশ্ন করলেন, ডাক্তাররা কি বাজার করে না? বাসাভাড়া দিয়া থাকে না? পোলাপাইন মার্কা প্রশ্ন। লেখক প্রশ্ন করলেন, লেখক বলেছেন: একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার? একজন উত্তর দিলেন স্কাই ইজ দ্য লিমিট। ডাক্তার ভাইরা লোভে পাপ, পাপে বড়লোক ( টাকার কুমির)।

ইসাকুল বলেছেন: ডাক্তার যদি বৈধভাবে মাসে
১০০০০০০০০০০০০০০০০০০০০ টাকা আয় করে তাতে আপনার সমস্যা আছে ?
সমস্যার কিছু নাই, ইনকাম ট্যাক্স ঠিকমতো দেন তো? নাকি আরেকটা পাপ (ট্যাক্স অফিসের সাথে বোঝা পড়া)?

বাংলাদেশে রোগী ডাক্তার অনুপাত ৪০০০:১। মানুষের ক্ষোভ থাকবেই ডাক্তারদের প্রতি। একমাত্র তখনই ক্ষোভ প্রশমিত হবে যখন সে দেখবে ৫০০ - ১০০০ টাকা ভিজিট নিয়ে ডাক্তার তার কথা শুনছেন। তাকে সহানুভূতি জানাচ্ছেন। ( আমাদের ডাক্তারদের সহানুভূতির জানানোর সময় কোথায়? কারণ আবার বলছি, টাইম ইজ মানি।)

শরীফ মহিউদ্দীন ভাই ( ডাক্তার না হবু) মাইন্ড খাইয়েন না। "গরু হারালি এমনি হয় গো মা"
মানুষের কষ্টের কথা মন থেকে বের হয়।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৮

হিজলবন বলেছেন: ধন্যবাদ

৬২| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

মিজভী বাপ্পা বলেছেন: ডাক্তারের সাথে যদি কেউ এমনি সৌজন্য সাক্ষাৎ ও করতে যায় তাও বলবে ভিজিট দিয়ে যান।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৮

হিজলবন বলেছেন: অবিশ্বাস্য কিছু না

৬৩| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫০

সবাক বলেছেন: লেখকের কাছে এ মুহূর্তে ডাক্তারদের আয়ের অসংগতি প্রাসংগিক, তাই উনি ডাক্তারদের আয় নিয়ে লিখেছেন। অনেকের কমেন্ট পড়ে মনে হলো উনার উচিত ছিলো ডাক্তার, ইনজিনিয়ার, ব্যবসায়ী, মক্ষীরাণী, সবার আয় নিয়ে লেখা!!

এখানে ডাক্তারের আয় নিয়ে লেখা হইছে, এটা নিয়ে কথা হবে। অমুক যখন এতো বেশি আয় করছে, তখন তমুকের আয় হালাল! এসব লজিকওয়ালারাও ব্লগিং করতে শিখে ফেলেছে!! আজিব!!

দারুন প্রাসংগিক পোস্ট।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:১৯

হিজলবন বলেছেন: ধন্যবাদ

৬৪| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

ইসাকুল বলেছেন: @বাজেকাম, আপনি কি আয়কর কর্মকর্তা ???????? আপনার জ্বলে কেন ?

০৫ ই মে, ২০১২ সকাল ১০:২০

হিজলবন বলেছেন: ভাই রাগ করার কিছু কি এই পোস্টে আছে? আমি শুধু জানতে চেয়েছি একজন ডাক্তারের ৫০০/১০০০ টাকা ফি নেওয়ার যুক্তি কতটুকু। আপনার যুক্তি থাকলে দিন অন্যরা তা খণ্ডন করবে। বিষয়টা এখানেই তো শেষ। আপনাকে ধন্যবাদ।

৬৫| ০৩ রা মে, ২০১২ রাত ৮:০৪

আপেল বেচুম বলেছেন: ডাক্তার ৫০০ টাকা নিক, ১০০০ টাকা নিক। কোন সমস্যা নাই। কিন্তু মহামাণ্য ডাক্তার কয় মিনিট আমার রোগের কথা শুনলো ? এটাই দিনশেষে চিন্তা করব।

মাইগ্রেনের সমস্যা নিয়ে আড়াই বছর ধরে তিন মাস পর পর ল্যাব এইড এর ডাক্তার দেখিয়েছি। কোন বারই চার মিনিটের বেশী দেখেনি। হ্যাঁ,চার মিনিট। ভিসিট ৫০০ টাকা।

এর পরও মুখ দিয়ে শালা ডাক্তর বের না হলে আপনি মানুষই না।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:২২

হিজলবন বলেছেন: ডাক্তারদের সহানুভূতি কামনা করছি।

৬৬| ০৩ রা মে, ২০১২ রাত ৯:৫৭

বিডি আইডল বলেছেন: কেন মাগীর দালাল বলেছি সেটা হবু এবং বর্তমান তথাকথিত ডাক্তার এবং মাগীর দালালদের ভাষার বহর দেখেই বোঝা চাচ্ছে...এরা করবে জনসেবা!

ডাক্তারদের প্রতি মানুষদের যে ধারণা--টাকা নিয়েও যে সেবা না দেয়া এবং রোগীদের প্রতি যে কসাইয়ের মত আচরণ সেটা উপরের অনেক কমেন্টই উঠে এসেছে....

০৫ ই মে, ২০১২ সকাল ১০:২২

হিজলবন বলেছেন: গালাগালি না করাই শ্রেয়।

৬৭| ০৩ রা মে, ২০১২ রাত ১০:১৩

রায়হান কবীর বলেছেন: প্রাইভেট হসপিটাল গুলোর মালিক কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ডাক্তাররা নন, অন্য পেশার মানুষ যার অধিকাংশই ব্যবসায়ী, তারা তো হসপিটাল থেকে লাভ করতেই চাইবে, তারাই কিন্ত বিভিন্ন ডায়াগনস্টিক ফি, ভর্তি ফি, বেড ভাড়া ইত্যাদি ঠিক করেন তাই হসপিটালের খরচ ডাক্তারের কারনেই বেড়ে যাচ্ছে এটা পুরোপুরি ঠিক নয়।

আমরা বাংলাদেশীরা সাধারণত কিছু হলেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ছুটি, কিন্তু এটা তো প্রকৃত স্বাস্থ্যসেবার উধারন নয়, প্রথমে যাবো বাসার পাশের এলাকার জিপির কাছে যার ফি এখনো ২০০ এর বেশি হয় না। উনি আমাদের রোগ সারাতে না পারলে বিশেষজ্ঞ কোন ডাক্তারের কাছে পাঠাবেন যার অভিজ্ঞতা, পড়াশোনা, ডিগ্রি সব ই অনেক বাসি সাধারণ জিপি থেকে, উনার ফি বেশি ই হয় রাসা বিশ্বে। আমরা ভুল করে প্রথমেই বড় ডাক্তারের কাছে গেলে ধরা তো খাবোই।


আমরা ঢাকা শহর আর কিছু বড় জেলা সদরের নামকরা ডাক্তারদের কথাই বলছি যাদের ফি বেশি, বাকি দেশ জুড়ে ডাক্তাররা ৫০০ এর বেশি নিলে কয়জন তাদের কাছে যাবে? এমনিতেই আমরা ব্লগে যতোই লাফালাফি করি সমস্যা হলে সেই বেশি খরচের বিশেষজ্ঞ ডাক্তার।



আমার অফিসের সাধারণ কর্মচারিরা ডাক্তারদেরকে দেখতে পারে না কেন ডাক্তাররা তাদের থেকে বেশি বেতন পায়? এই কারণে। আমার অফিসের ডাক্তাররা সারা দেশ ঘুরে নার্সদের ট্রেইনিং পর্যবেক্ষণ করবে আর তার জন্য যোগ্য বেতন ও তারা আশা করতে পারবে না অথচ প্রজেক্ট এর খরচ না হওয়া টাকা গুলো মেরে খাচ্ছে প্রশাসনের লোকজন!!


ডাক্তাররা আজীবন চামার, রক্তচোষা, নির্মম, পয়ঃপ্রণালীর কীট হিসেবেই এখন থেকে বিবেচিত হবে এই দেশেঃ এটা মেনেই নতুন ডাক্তারদের তাদের কাজে সৎ ভাবে নিবিষ্ট থাকতে হবে।

@বিডি আইডলঃ আপনার ব্লগ অনুসরণ লিস্টে রেখেছি কিছু আজ আপনার মুখ নিঃসৃত বাণী ভালো লাগেনি, কানাডায় থাকেন বলে দেখা হচ্ছে না কিন্তু দেখা হলে আপনার কথার উত্তর দিতে প্রস্তুত আছি।। আশা করি দেখা হবে কোন একদিন!! ব্লগে আর ঝগড়া করবো না, বাস্তব জীবনে কে কেমন সৎ সেটা নিজেরাই ভালো জানি :)

৬৮| ০৩ রা মে, ২০১২ রাত ১১:০১

বিডি আইডল বলেছেন: @রায়হান কবীর...আমি কথাটা বলেছি ৫০০/১০০০ টাকা নিয়ে যারা রোগীকে ২ মিনিটের বেশি দেখে না....আপনারা যারা এখানে এই মহান পেশার তামা বানিয়ে ফেলছেন...সবাই জুনিয়র ডাক্তার হবেন....সেবার মনমানসিকতা আপনাদের কাছ থেকে এখনও যায়নি সেটা আমার চেয়ে ভালো কেউ জানবে বলি মনে হয় না....আপনাদের ওই পরিমাণ কসাইত্ব অর্জন করতে আরো ১০-১৫ বছর প্রাইভেট প্র্যাকটিস করতে হবে

৬৯| ০৩ রা মে, ২০১২ রাত ১১:১০

রায়হান কবীর বলেছেন: @ বিডি আইডল, আমরা কে কসাই হব আর না হবো সেটা আপনার ভবিষ্যৎবাণী করার দরকার নেই আপাতত, সময়ই বলে দেবে আশা করি।

আর সামনের ১৫ বছরে যারা এখন ১০০০ টাকা নিচ্ছে তারাও ১৫০০ করে নেবে।

এটা নিয়ে আলোচনা কোনোদিনই থামবেনা আর এইসব আর পাত্তাও দেই না। নিজে সৎ থাকলে কে কি বলল সেটা গায়ে না লাগালেও চলবে।

৭০| ০৩ রা মে, ২০১২ রাত ১১:৩৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: কে কসাই হবে না হবে এ বিষয়েও বর্ত্মানে আইডল সাহেব ভবিষ্যত বানী দিতাছেন। কানাডায় থাইকা এখন বিডি আইডল না হইয়া বাবা আইডল এ রুপ নিতাছেন।

৭১| ০৩ রা মে, ২০১২ রাত ১১:৪৯

ওদা ভাই বলেছেন: সারাদিন মাত্র ৮ ঘন্টা অফিস করে বাড়ি ফিরে আপনার যদি ক্লান্ত ও বিরক্ত লাগে তাহলে ভেবে দেখবেন, কিছু মানুষ সারাদিন অন্যকে সেবা দিয়ে হয়তো খেতে বসে, তখন কোনো রোগী এলে না খেয়েই চলে যায়, মাঝরাতেও ঘুম থেকে উঠে বিরক্ত প্রকাশ না করেই সেবা দেয়। এরমাঝেই পড়াশোনার চাপ নেন, নেয় পরিবারের চাপ।

মানুষ শুধু চেম্বারে বসা বড় বড় ডাক্তারদের সুখের কাহিনী দেখে, কখনো দেখেনা, রেজিস্টার ও ইন্টার্ণ অবস্থায় ডাক্তারদের পার করে আসা পরিশ্রম ও বিসর্জনকে।

আর এক বলদ মনে হয় জন্মের পর থেকে 'একজন ডাক্তারের মাসে কত টাকা ইনকামের দরকার?' এইটা বলে বলে বলদ হইসে।

'বিডি আইডল' এর কথা বাদই দিলাম। গন্ধ লাগতেসে।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:২৬

হিজলবন বলেছেন: এটাইতো ডাক্তারের মানবতা। এই মানবতা দেখিয়ে যদি রোগীর থেকে অগণিত টাকা হাতিয়ে নেয় তখন সেটা আর মানবতা থাকে না। হয়তো ডাক্তারের ঐটাকা সংগ্রহ করতে রোগীর আত্মীয় স্বজনের অনেক বেশি অমানবিক চাপ সহ্য করতে হয়েছে।

৭২| ০৪ ঠা মে, ২০১২ রাত ১২:৫১

বাজেকাম বলেছেন: ইসাকুল বলেছেন: @বাজেকাম, আপনি কি আয়কর কর্মকর্তা ???????? আপনার জ্বলে কেন ?

@ইসাকুল, বয়স এখনো পাঁকে নাই, তাই পোলাপাইন্যা প্রশ্ন। কালো টাকা সাদা করার সুযোগ সবচেয়ে বেশি কারা নিয়েছিল জানেন, ডাক্তাররা।

কালো টাকা কী তা জানেন তো? @ইসা

৭৩| ০৪ ঠা মে, ২০১২ সকাল ৮:৫৪

েসাহাগ২৫কগগ বলেছেন: ডাক্তার মানে কসাই।আমি তাদের ঘ্রিনা করি।ওরা মানুশ নামের হায়েনা।ওদের মধ্যে কোন বিবেক নাই।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:২৬

হিজলবন বলেছেন: না এত কঠোর মন্তব্য প্রত্যাশিত নয়।

৭৪| ০৪ ঠা মে, ২০১২ রাত ১০:২৯

শেখ মোহাম্মদ রাসেল উদ্দিন বলেছেন: বাংলাতে বলেছেন: যোগ্যতা আছে বলেই ১০০০ টাকা ভিসিট নেয়. আপনার মতো লোকের কাছে তো কেউ ২ টাক দিয়েও ভিসিট করবে না. ভালো একজন প্রকৌশলীর কাছে গেলে আপনাকে হয়তো পরামশের জন্যই খরচ করতে হবে ১০০,০০০ টাকা. আর ১০০ টাকা ভিসিট দিয়েও আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন. নির্ভর করে আপনি কার কাছে যাচ্ছেন এটার উপর. নিজেকে আপনি সস্তা ভাবতেই পারেন. এজন্যই হয়তো একজন যোগ্য লোককে আপনি অতটা উপরে ভাবতেই পারেন না.




০৫ ই মে, ২০১২ সকাল ১০:২৮

হিজলবন বলেছেন: ভাই একজন প্রকৌশলীরকাছে মাসে হয়তো ৪/৫ জন মানুষ যায় পরামর্শের জন্য। কিন্তু একজন ডাক্তারের কাছে প্রতিদিন শতাধিক মানুষ যায় তাকে ভিজিট করার জন্য। আর ডাক্তারী পেশাটা একটা সেবামূলক পেশা। তাই এখানে অন্য পেশার লোকদের টেনে লাভ কি?

৭৫| ০৪ ঠা মে, ২০১২ রাত ১১:৩৫

শেখ মোহাম্মদ রাসেল উদ্দিন বলেছেন: এখানে যারা মন্তব্য করেছে বেসির ভাগই ননমেডিকাল পারসন,
উপরে যে ডাঃ এর সাইন বোর্ড দেয়া আছে। তার যত ডিগ্রি আছে তা নিতে হলে মন্তব্যকারিদের(ননমেডিকাল) ১৪ বার জন্ম নিতে হবে।

০৫ ই মে, ২০১২ সকাল ১০:২৯

হিজলবন বলেছেন: আপনার মন্তব্য অহংকারে পরিপূর্ণ এবং অগ্রহণযোগ্য।

৭৬| ০৫ ই মে, ২০১২ রাত ১:৪১

কর্ণেল সামুরাই বলেছেন: আপনার জন্য হেল্পফুল পোষ্টঃ

ডা. সামুরাই এবং কিছু বকদুল মার্কা কাহিনী!

৭৭| ০৫ ই মে, ২০১২ বিকাল ৪:৫১

স্পেলবাইন্ডার বলেছেন:

আমাদের দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম! এই সুযোগে তারা ইচ্ছেমত ফি আদায় করছেন। যদি যথেষ্ঠসংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার দেশে থাকত- তাহলে হয়ত অল্প টাকায় রোগীরা সেবা পেত।

১৯৯৮ সালে একবার কোলকাতায় গিয়েছিলাম হৃদরোগী বাবার সাথে। কে কে হায়দার সিদ্দিকী নামে এক বিশেষজ্ঞ ডাক্তার আমার বাবাকে প্রায় ১ ঘন্টা সময় দিয়েছিলেন। উনি প্রতিদিন ৭/৮ জন রোগী দেখেন এবং সবাইকেই পর্যাপ্ত সময় দেন। উনার ভিজিট ছিল সম্ভবত ৩০০ রূপী। বাংলাদেশী টাকার হিসেবে তখন প্রায় ৪৫০ টাকা। উনার চেম্বার থেকে বেরিয়ে বাবাকে বেশ প্রশান্ত মনে হল।

পরেরবার ২০০০ সালে বিখ্যাত ড. দেবী শেঠীর কাছে এনজিওপ্লাস্টি করাতে নিয়ে গিয়েছিলাম। উনিও প্রথমদিন ৩০ মিনিট এবং এনজিওপ্লাস্টির পর ফাইনাল রিলিজের আগে প্রায় ১৫ মিনিট রোগীর সাথে কথা বলেছিলেন। তার আচরণে কোন তাড়াহুড়া বা অধৈর্য্যের ভাব বিন্দুমাত্র দেখিনি।

কথাটা এজন্য বললাম যে- ৫০০/১০০০ টাকা ভিজিট বিশেষজ্ঞ ডাক্তাররা নিতেই পারেন- কিন্তু চামারের মত ২ মিনিটে রোগীর সাথে ঠিকমত কথা না বলেই অসংখ্য টেস্ট ধরিয়ে দিয়ে তারা সেই ফি কিভাবে হালাল করেন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলে- ডাক্তারদের সাথে ঠান্ডা মাথায় কিছুক্ষণ কথা বলতে পারলেই রোগীর মানসিক যন্ত্রণা কমে যায়।

আমাদের দেশের ইতর শ্রেণীর ডাক্তাররা কি সেটা বোঝার চেষ্টা করেন?

৭৮| ১১ ই মে, ২০১২ সকাল ৯:৫১

একজন ঘূণপোকা বলেছেন: ডাক্তার আর ডাকাত এক

৭৯| ২০ শে মে, ২০১২ বিকাল ৪:১২

অশান্ত তারেক বলেছেন: জল্লাদ বা কসাইদের যখন দেখি উলঙ্গ ধারাল অস্ত্র হাতে গোসতের দোকানে, তখন তাদের দেখেও একটা সমীহ ভাব চলে আসে। কিন্তু ডাক্তার দেখলে একটাই ভাবান্তর হয়। আর সেটা হলো, এরা কসাইয়ের চাইতেও ভয়াবহ, হৃদয়হীন, পাষন্ড, নির্দয়।।।

৮০| ২১ শে মে, ২০১২ দুপুর ২:৩৮

সাত সাগেরর মাঝি বলেছেন: এত কমেন্ট পড়ার সময় নেই । ওই যে মেডিকেল স্টুডেন্ট । পড়তে বসতে হবে। তবে অল্প কয়েকটি পড়ে যা মনে হল , ডাক্তার দের গালাগালি করা একটা ফ্যাশন ।
একটা কথা জেনেরাখেন , সবাই সমান না । ডাঃ মাখনলাল পড়েছেন কিনা জানি না , পড়লে হইত এরকম কথা বলতে পারতেন না । আমরা কষ্ট করেই টাকা ইনকাম করি । কর টাকা মেরে খাই না । আর বাংলাদেশের মানুষের ঝামেলা আছে । পেট ব্যাথার জন্য যদি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান , তাহলে তো হবেই ................
কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লগইন করলাম ।
@ তরুক মকতো

১। রোগীর জন্য কমপক্ষে কত মিনিট সময় বরাদ্দ করবেন?
: এটা বোকার মত প্রশ্ন । অনেক রোগী দূর থেকে দেখেই রোগ বলা যাই , কিছু ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে ।

২। কতজন রোগীকে ভিজিট গ্রহণের রশিদ প্রদান করেন?
: সরকার বললে করা হবে । কারো কাছে থেকে ভিজিটের বেশি কেউ না । বরং কম নেওয়া হয় ।

৩। ডাক্তারগণ কত টাকা ইনকাম ট্যাক্স প্রদান করেন?
: ডাক্তার হয়ে তারপর বলব ।

৮১| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

শাফাত চৌধুরী বলেছেন: প্রথমেই ধ্ন্যবাদ এমন একটা হটকেক নিয়ে লিখার জন্য । এটা নিয়ে লিখলে পাবলিক খাবে । আচ্ছা আপনার সমস্যার জায়গাটা কোথায় একজন ডাক্তার কেন মাসে দশ লাখ টাকা আয় করবে এটা ? হ্যা ঠিক আছে এটা আপনার লাগতেই পারে । কিন্তু একজন ডাক্তার যে বিনা বেতনে কাজ করেন এটা জানেন কি ? সরকারি মেডিকেলে এইছ এম ও বলে একটা পোস্ট আছে সেটা নিয়ে জানেন ? একটা সরকারি হাসপাতালে ১০ টাকা দিয়ে চিকিৎসা করানো হয় জানেন কি ? না এটা জেনে তো লাভ হবে না । এটা পাবলিক খাবে না তো । একটা ওটির চার্জ ৫০০ টাকা । জানা আছে ? জানা না থাকলে জেনে রাখুন । আপনি যে গরীবদের কথা বললেন উনারা কিন্তু এখানেই আসেন। আর এসব লাফঝাঁপ যারা মারেন তারা হচ্ছেন ওইদলে যারা ডাক্তারের কাছে গেলেই গরীব হয়ে যান । গারলফ্রেন্ড নিয়ে ২০০০ টাকা এক বসাতে খেতে কষ্ট হয় না কিন্তু ডাক্তারকে ৫০০ টাকা দিতে খুব গায়ে লাগে । ইশ নিয়ে গেলো তো ।
মানব জাতি তোমরা বড়ই অদ্ভুত ।

৮২| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

মেডিকো মাকড়সা বলেছেন: ছাগলেগুলো প্রধান সমস্যা ডাক্তাররা হালাল পথে এতো কামাবে কেন? ডাক্তারের এতো বেশি টাকা থাকবে কেন?

আপনার বা আপনার পরিবারের কারো সমস্যা হলে কবিরাক দেখান, কলিকাতা হারবালে যান, মানা করেছে কেডা?

কিন্তু যোগ্য লোকের কাছে আসতে গেলে আপনাকে সেটা করতেই হবে। নিজে যা পারেন না, তা নিয়ে মাথা না ঘামিয়ে, নিজের চরকায় তেল দিন।

আমি নিযে ডাক্তার, মাসে একদিন গ্রামে একদিন গিয়ে মিনিমাম ১৫০-২০০ রোগী দেখি ফ্রীতে। আপনার গ্রামে ফ্রিতে কি কি করেছেন?

ডাক্তার নিয়ে আপনার এতো চুলকানী কেন? অবশ্য হিট হতে গেলে এটাই সবচেয়ে ভালো উপায়। জন্ম দিয়েছেন আপনার মা, কিন্তু জন্ম হয়েছে যার হাত দিয়ে সে হাতের মুল্য বোঝেন?

মায়ের মূল্য যদি বুঝে থাকেন, সেটাও বুঝবেন আশা করি। হুদাই ঘেউ ঘেউ করবেন না।

৮৩| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

নীরব আখতার বলেছেন: কোন তরুণ ডাক্তাররা এতো বেশি ভিজিট নেয় না। যে ডাক্তাররা এতো বেশি ভিজেট নেয় তাদের জীবনের পূর্বের ইতিহাস ঘেটে দেখেছে? জীবনের সাথে কতো ত্যাগ শিকার করে ঐ পর্যায়ে ওনি পৌঁছায়।এদেশে মাবনতার তরে ডাক্তার যেটুকু করে অন্য পেশায় তার অর্ধেক হয় না।সবকিছু যদি মানবতার জন্য বিসর্জন দেয়া একজন লোকের পক্ষে অসম্ভব ফ্যামিলি, সন্তান বলে কিছু থাকে।এই দেশে একটিমাত্র পেশার মানুষ আছে, যার সদকা ভিখারি থেকে প্রেসিডেন্ট পর্যন্ত গ্রহণ করে। সেই সদকা দানকারী হচ্ছে ডাক্তার। এদেশে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, যে কোনো না কোনো ডাক্তারের কাছে এক বা একাধিকবার বিনা পয়সায় চিকিৎসা নেয়নি। আবার সবচেয়ে কসাই নামে নামে পরিচিতসহ এমন কোনো ডাক্তার নাই যে বিনা পয়সায় কাউকে না কাউকে চিকিৎসা করে না। তবু ডাক্তাররা কসাই নামে পরিচিত কেন? এর পেছনে অবশ্যই কিছু ডাক্তারের বাজে কাজের অবদান রয়েছে।
এদেশে চিকিৎসা পেশাই একমাত্র পেশা যেখানে বৈধভাবে একজন কোটিপতি হতে পারে। সেজন্য তাকে জমা দিতে হয় বিকেল-সন্ধ্যা-রাতসহ সারাটি দিন। অন্য পেশার মানুষ যখন মাছ ধরতে যায়, আড্ডা দিতে যায়, তাস খেলতে যায়, সামাজিকতা করতে যায়, ডাক্তার সেসব থেকে নিজেকে বঞ্চিত করে প্র্যাকটিস চেম্বারে কিংবা পড়ার টেবিলে বসে থাকে।

৮৪| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

মানচুমাহারা বলেছেন: বরাহশাবক এর শরীর এর মুল্য নাই । এই জন্যই ৫০০ টাকা খুব বেশি লাগছে । go to a veterenary doctor . problem solved .

৮৫| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

আবু জাকারিয়া বলেছেন: আমাদের দেশের মানুষ আর কিছু না চিনুক, টাকা ভাল করে চেনে। টাকার জন্য যা খুশি তাই করতে পারে। টাকা ছাড়া আমাদের আর কোন নেশা নেই। কিন্তু টাকা দিয়ে কি মানুষ বড় হতে পারে? আমাদের দেশের মানুষের চিন্তাটাই এমন যে সব যায়গায় টাকায় জিততে পারলেই বুঝি জিতে গেলাম। কিন্তু অন্য দিক দিয়ে যেতার কোন আগ্রহ নেই। আমাদের দেশের বেশিরভাগ মা বাবা চায় তাদের ছেলেমেয়ে ডাক্তার ইঞ্চিনিয়ার হয়ে টাকা আয় করুক। কিন্তু কেউ চায়না তাদের ছেলে দেশের জন্য ভাল কাজ করুক। কোন মা বাবা বলেনা যে তাদের ছেলে বড় হয়ে বিজ্ঞানী হবে, সাহিত্যিক হবে বা ভাল কোন সামাজিক কাজের সাথে যুক্ত থাকবে। এসব তারা কখনই ভাবেনা। তারা ভাবে তাদের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ভাল টাকা আয় করতে পারবে। টাকা আয় করাই যদি হয় মা বাবার চিন্তাধারা, তাহলে তার সন্তান বড় হয়ে কি করবে। আজকালকার মা বাবারা খুব বেশি সচেতন। তারা চায়না, তাদের ছেলেমেয়েরা কোথাও গিয়ে ঠকে আসুক। যখন কোন মা গরিব রিক্সাওয়ালার সাথে ২ টাকা নিয়ে ঝগড়া শুরু করে দেয় তাহলে তার সন্তান তার কাছ থেকে কি শিখবে। সে সন্তান যদি বড় হয়ে ডাক্তার হয়েই যায়, তাহলে সেও কি এক দুইটাকা সহজে ছেড়ে দেবে?

৮৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২০

ফারজানা সুমা বলেছেন: আমি মাঝে মাঝেই Labaid hospital হাসপাতালে যাই। কোন ডাক্তারই এখন ১০০০ এর নিচে ভিজিট নিতে চায় না। ১০০০ টাকা ভিজিট নিচ্ছে সেটাও মেনে নিলাম। কিন্তু তাঁরা যেই টেস্ট দেন তার উপরও ৪০% কমিশন নেন। কিন্তু এটা আমি কোনভাবেই মেনে নিতে পারতেছি না। এটা অনৈতিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.