| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমালয়৭৭৭
কিছু কিছু মানুষ থাকে যারা কোন ঘটনার উদ্দেশ্য হয়না,বিধেয় হয়না; সকলের অগোচরে মেঠো ইদুরের মত নিজেকে লুকিয়ে বেচে থাকে; এরা শুধুই অবজারভার- কোন অনুভূতি তাদের স্পর্শ করেনা....আমিও নেপথ্য চরিত্র হয়ে যাচ্ছি বহুকাল ধরে। এইতো আমি; বেঁচে আছি নিজের নিয়মে: কাউকে ধরে রাখা বা কোথাও ধরা পড়া_ দুটো সম্ভাবনাই যার পরম শূন্য
জিম: ডেলা, আমার প্রাণের ভেলা; ডেলা আমার জান
শুভ হোক ভালোবাসা; happy valentine
ডেলা: ধুত্তরি, মুখের কথায় ভিজেনা চিড়া, ভাল লাগেনা আর-
উপহার পেলে তোমায় ভুলে অন্যের হাত- ধরবো সাতশো বার
জিম: আমি কি এমনই অধম ডেলা, আমি কি এতই ছার-
শুধু তোমায় পরাব বলেই কিনেছি সীতাহার
মায়ের গহনা করেছি গায়েব; কেটেছি বাবার পকেট
জলের দরে বিকিয়ে দিয়েছি বোনের গলার লকেট
প্রাণেশ্বরী একটু তুমি মিষ্টি করে হাসো
শুধু আমাকে, আমাকেই শুধু , আমাকেই ভালোবাসো
ডেলা: মাত্র একটা হার, হায়রে পোঢ়া কপাল!
তুমি একটা েবাকা-অঘারাম; emotional লোফার
এত ছোট মন নিয়ে কেরানি হওগে; হয়োনা আমার লাভার
কত সাধ ছিল N-series এর কিনব একটা ফোন
আড়ং এর dress, অঞ্জন্ স- রেক্স - কতকিছু চায় মন!
আর তুমি কিনা এক হার দিয়েই হয়েছো পেরেশান
ধিক তোমায় যে তুমি করেছো হৃদয়ের অপমান
জিম: তোমার খোলা চুলে খেলে কেট উইন্সলেট, পোষাকে হ্যালি বেরি
তোমার প্লাক করা ভ্রুতে মাধুরী ঘুমায়; অধরেতে শ্রীদেবী
ক্ষমা করে দিয়ো ময়না পাখি; বুঝিনি মনের ভাষা
তোমার চেয়েও অনেক সহজ সাদা হাতি পোষা
আনেক দামী হাতঘড়িটা; সেটাও বিক্রি করে
তোমার চুলের চিরুনি-শ্যাম্পু কিনেছি দু'ব্যাগ ভরে
তোমায় নাহয় অনেক দিলাম; আজতো বিশেষ দিন
কী দিতে চাও উপহার আমায়; মনে বাজছে বীণ
ডেলা: oh shit! আমি না ভুলে গেছি
আমার চেয়ে দামী উপহার পেয়েছো জীবনে কিছু?
কী unsmart প্রেমিক তুমি; ছাড়োনা মোটেও পিছু
sub-let এ যদি বাসা ভাড়া হয় sub-let ও হবে মন
তুমি ছাড়াও মনে বাস করে দুইশত নয় জন
তবুও তোমায় না দিলে কিছু প্রেমের হবে খেলাপ
শাহবাগ ঘুরে দরদাম করে_ কিনেছি একটা গোলাপ
জিম: মারহাবা,মারহাবা; তোমার মনতো মন নয়, যেন পামীর মালভূমি
তোমার মনে ঘরভাড়া পেয়ে ধন্য হয়েছি আমি
সেলিমের মত টাকা নেই আমার; শাহজাহানের মত বাড়ি
হৃদয়জুড়ে ভালোবাসা আছে; তোমায় দেব নারী
আধপাকা এক টিনশেড ঘরে কাটবে মধুর রাত
দুজনার চোখে দেখব দুজন_ একফালি বাঁকা চাঁদ
ডেলা: oh u r great! তোমার কাছে চাইনা কিছুই; কর এক উপকার
প্লিজ লিখে দাও শাহজাহান আর সেলিমের নাম্বার
টিনশেড ঘরে আধখানি চাঁদে প্রেয়সী পাবে অনেক
স্ত্রী পেতে হলে আলিশান বাড়ি, পাজেরো গাড়ি: লাগবে গুটিকয়েক
তোমার হৃদয় অনেক বড়, কিন্তু valueless
তুমি বরং কাব্য লিখ; নাম করবে বেশ
সবাই এখন option রাখে; যেমন রাখি আমি
তুমিই আমার স্বপ্নপুরুষ; নাই-বা হলে স্বামী
প্রেমটা এখন পাতানো খেলা; থাকে ভূতের গলি
পরকীয়ায় দেখা হবে; এখন তবে চলি
জিম: চলে গেছে ডেলা; তাই বসন্ত নিয়েছে ছুটি
মাটির গাছের লাউটা রেধে খেলাম চটপটি
আমও গেল, ঝোলা ও গেল ; প্রাপ্তি ডাবল জিরো
মনের রোমটা পুড়ে ছাই হয়; বাজায় বাঁশি নীরো
জন মিল্টন-রাসেল-প্লোটো-ফেদেরার-পণ্টিং
নারী চিনেনা কোনকিছুই; কেবল চিনে রিং
হায় সেলুকাস!এতটাই আজ বদলে গেছে সময়
ডেলারা এখন ডলার খোজে; জিমদের আর নয়!!!
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৯
হিমালয়৭৭৭ বলেছেন: ১০+ মােন কী? এটা িক বয়স indicator; নািক ১০০ এর মেধ্য ১০.......তাহেল েতা েবজায় নম্বর!!!!!!!!!!
২|
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০৮
রাঙা ঠোঁট বলেছেন: আপনার মাথার লুন্গিটা ভাল্লাগছে ![]()
লেখাটাও।
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০০
হিমালয়৭৭৭ বলেছেন: কথাটা পুরাষালী, নামখািন েমেয়িল/ জািননা েক তুিম- কের চল েহয়ালী......
৩|
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৪৫
অনিন্দিতা ০১ বলেছেন: লেখা ভালো লেগেছে
৪|
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫
হিমালয়৭৭৭ বলেছেন: এই েলখাটা আমােদর campus এর একটা program এ িলেখিছলাম....এবং যথারীিত ্ব্যাপক রমণী আেক্রােশর িশকার হেয়িছলাম.......আপিন যিদ রমণী হেয় থােকন(নাম েদেখ তা-ই ধারণা করিছ)তেব েকন এ েলখা ভাল লাগল তা সিত্যই এক রহস্য।।।।
৫|
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৬
যীশূ বলেছেন: ভালোই। চালায়া যান।
২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১০
হিমালয়৭৭৭ বলেছেন: েদুিখ কতদূর চেল......fuel এর েয দাম তােত কতদূর চলব েক জােন........
৬|
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২০
কানা বাবা বলেছেন:
হাহ্ হাহ্ হাহ্...
কুব্বাল্লাগচে...
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০১
হিমালয়৭৭৭ বলেছেন: সবই কানাবাবার দোয়া.......
৭|
১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
পারভীন রহমান বলেছেন: বাহ ভাল লিখেছো তো !!!
১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
হিমালয়৭৭৭ বলেছেন: তাই? আমিও তাহলে লিখতে পারি!!!
৮|
১৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
চাঙ্কু বলেছেন: আফসুস । ভুই খাইছি ![]()
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
হিমালয়৭৭৭ বলেছেন: ভুল কিভাবে খায়???
৯|
১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০২
চাঙ্কু বলেছেন: যখন ভুই (ভুল না , ভয়) খাইবেন , তখন বুঝপেন ![]()
১০|
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৫
সুমন সালেহী বলেছেন: You are boss!!
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২২
হিমালয়৭৭৭ বলেছেন: নারে ভাই, অত মেধা-প্রতিভা কোনটাই ঈশ্বরের কৃপায়(?)পাইনি।
১১|
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭
সুমন সালেহী বলেছেন: Last line is Fantastic....
১২|
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৮
রাতমজুর বলেছেন: মানে ভালা হৈছে ![]()
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২১
হিমালয়৭৭৭ বলেছেন: আরে, রাতমজুর নাকি!!
১৩|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১১
আকাশনীল বলেছেন: হুম ডেলারা এমনই হয় !!!
দারুন লিখছো, তোমার কোন লেখা ই এখনো আমার কম ভাল মনে হয় নাই
চালায়া জাও, দুই হাতে লিখো
এই ছবিতে কী হিমু নিজেই মঅডেল হইছে???
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৩
হিমালয়৭৭৭ বলেছেন: হ্যা, আপনাদের দোয়ায় মডেল হইলাম আর কি!
তবে সবসময় ডেলারাই যে দোষী তাও কিন্তু নয়। "রোমিওর মনোরমা"টা পড়েন, তাহলে দেখবেন রোমিওদের চরিত্রটা কেমন??
১৪|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২০
আকাশনীল বলেছেন: রোমি ওর চরিত্রটা কেমন??
সেইটা কি আর বলা লাগে![]()
![]()
![]()
ha ha ha
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৭
হিমালয়৭৭৭ বলেছেন: আরে ভাই ওই লেখাটা পড়েননা!!! তাহলে বুয়েট শহীদ মিনারে বসে এইটা নিয়ে মজা করতে সুবিধে হবে।"রোমিওর মনোরমা" পড়বেন অবশ্যই অবশ্যই।।।
১৫|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৯
কিশোরবালক বলেছেন: হুম্ম্ম্, আসলেই ডেলারা এরকমই হয়। এত তাড়াতাড়ি এই সত্য বোঝার রহস্য কি?
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:২২
হিমালয়৭৭৭ বলেছেন: ২ হাতে ২কাপ চা..
১৬|
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩
আইরিন সুলতানা বলেছেন: আমি মূলত আপনার লেখা গল্পগুলোই পড়েছি এখন পর্যন্ত। ওগুলো বেশীর ভাগই গুরুগম্ভীর ধরনের..এই ছড়াটা আপনার লেখা! বেশ অনেক জায়গায় ছন্দপতন থাকলেও এর মূল উপস্থাপনাটা বেশ লাগছিল...যথেস্ট রসালো বলা চলে.....
এবং মনে হচ্ছে বিষয়বস্তুর কারণেই বাস্তবতার সাথে পাঠকেরা মিলিয়ে নিচ্ছে যে যার মত করে ....হাহাহা
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
হিমালয়৭৭৭ বলেছেন: যে কোন ভাবেই হোক, আপনি আমার সিরিয়াস লেখাগুলোই পড়েছেন বোধহয়, নইলে আমার অসংখ্য রম্য লেখা ব্লগেই আছে, বিশেষত বুয়েটের স্ক্রিপ্টগুলো।।
কয়েকটার লিঙ্ক দেই:
Click This Link
Click This Link
Click This Link
আরও অনেক আছে, রম্য গল্পের সিরিজও আছে কয়েকটা।।। ..............তাই এটা আমারই লেখা । হা হা ,,,,,,,
১৭|
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪
সহেলী বলেছেন: হাতের যশের জন্য প্লাস দিলাম , ডেলাকে পঁচানোর জন্য মাইনাস করে একেবারে কালাপানি !
যদি পারি আর মনে থাকে তোমার লেখার জবাব মিলবে !!!
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
হিমালয়৭৭৭ বলেছেন: ডেলারা এমনই হয়!!!
আমি নিজেই এটার একটা জবাব লিখেছিলাম বুয়েটের আরেকটা প্রোগ্রামে
Click This Link
১৮|
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৯
কফিতা বলেছেন: শুধু ডেলা নয়, জিমও বদলে গেছে।
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
হিমালয়৭৭৭ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৫৫
রাতমজুর বলেছেন: ১০+