![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"লিফট" এর প্রতি বাঙালির ভালোবাসা অবর্ণণীয়, তারা ২য় তলা থেকে ১ম তলায় যাওয়ার জন্য ২য় তলা থেকে উর্ধগামী লিফট এ উঠে পুরো ২০ তলা ঘুরে ১ম তলায় এসে নামে এবং লিফট এর সবাইকে কোনো না কোনো বিষয়ে জ্ঞান দান করতেই থাকে করতেই থাকে... এই যেমনঃ দরজা কেন খুলবে না, বিদ্যুৎ চলে গেলেও লিফট কেন নিচে যাবে না, লিফট এতো স্লো কেন, সবাই লিফটে উঠছে কেন.।.। আরো যে কত ইতিহাস পাতিহাস, স্বয়ং সৃষ্টিকর্তাও টা জানেন না।
#HOW_cute
৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
নিঃসঙ্গ সারথী বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ স্যার।
২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: আমি কখনও লিফটের জন্য অপেক্ষা করি না। লাইনেও দাড়াই না। সোজা হাঁটা দেই।
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
নিঃসঙ্গ সারথী বলেছেন: ১৪ তলায় অফিস আমার, চাইলেও হাটা দেয়া পসিবল না ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্প সময়ে যদি একের অধিক পোস্ট দেয়া হলে, লেখা প্রকাশের এই সুবিধাটি সাময়িকভাবে স্থগিত হতে পারে।