![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা পয়সা লোভী মেয়েকে বিয়ে করলে টাকা দিয়েই খুশি রাখা যায়। কিন্তু যদি ভালোবাসা-লোভী মেয়ে বিয়ে করেন তাইলে ফেসে যাবেন এক্কেবারে, সারাজীবনের জন্যে। কারণ এদেরকে ভালোবাসতে হয়, প্রচুর! একেবারে দায়িত্ব নিয়ে।
টাকার থেকে ভালোবাসার লোভ ভয়ংকর, খুব ভয়ংকর। আর এই লোভ করা মেয়েদের বিয়ে করেছেন তো গেলেন একেবারে।
টাকার লোভ করা মেয়েদের টাকাই লাগে। কিন্তু ভালোবাসার লোভ করা মেয়েদের?! সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর ভালোবাসা তো আছেই।
এদের না অনেক চাহিদা। ভালোবাসা চাই এদের, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এদের পাশে থাকতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসা দিয়ে ভালো রাখতে হবে, শুধু এদেরকেই ভালোবাসতে হবে, কেননা ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গাটা কিঞ্চিৎ পরিমাণ অন্য কাউকে দিলে এরা মেনে নিতে পারে না। বুঝতে হবে তাদের পুরোটা, মুগ্ধ হতে হবে, শুধুমাত্র তাদের প্রতিই। নিজের সবটুকু তাদের দিতে হবে, সবটুকু! জীবনসঙ্গীর মনের রাজ্যটুকুর পুরো রাজত্ব হাসিল করতে চায় এরা।
অনেক হ্যাপা তাই না?!
হ্যা, অনেক!!
তাই এই হ্যাপা পোহাতে না চাইলে টাকা, প্রতিপত্তি, সহায়-সম্পত্তি চাওয়া কোনো একটা মেয়েকে বিয়ে করুন। এসব দিলেই খেল খতম, কোনো প্যারা নাই। মেয়েটার কোনো অভিযোগ শুনতে হবেনা, বিন্দু পরিমাণও না।
কিন্তু ভালোবাসা চাওয়া মেয়েকে বিয়ে করতে এত্তএত্ত হ্যাপা পোহাতে হবে, ইক্টুখানি কমতি হলেই হাজারটা অভিযোগ। ভালোবাসার ক্ষেত্রে যে কিছুতেই ছাড় দেয় না তারা। এদেরকে জীবনসঙ্গী করে পেতে যোগ্যতা থাকতে হয় বস। যেই যোগ্যতা হলো সবচেয়ে বড় যোগ্যতা।
শুরু থেকে শেষ অবধি একই স্কেলে ভালোবাসতে পারার যোগ্যতা। ;
[বিঃদ্রঃ সামু বন্ধ ছিলো বিধায় ফেবুতে প্রকাশিত]
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
নিঃসঙ্গ সারথী বলেছেন: তা অবশ্য যথার্ত বলেছেন।
২| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে সত্য কথাই লিখেছেন।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
নিঃসঙ্গ সারথী বলেছেন: ধন্যবাদ। @রাজীব নূর ভাই
৩| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: বাস্তবতাকে তুলে ধরেছেন গল্পে - ভালো লেগেছে....
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
নিঃসঙ্গ সারথী বলেছেন: ধন্যবাদ। @ লিটন ভাই
৪| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: মেয়েদের নিয়ে, ভালোবাসা নিয়ে বিশেষ অভিজ্ঞতা। অনভিজ্ঞ, অবিবাহিতদের কাজে লাগবে।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯
নিঃসঙ্গ সারথী বলেছেন: ধন্যবাদ। লাগলেও লাগতে পারে, তবে একেক জনের ভালোবাসার স্টাইল, রুচি একেকরকম।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
তরুন ছিল রংগিন বলেছেন: এত্ত এত্ত ভালবাসা দিয়ে কি হবে যদি মনের মিল না থাকে। এই রকম হিপোক্রেছি মেয়েরা বিয়ের আগে ওপরে ঘাটে ঘাটে ডুব খাওয়া নাগীন। তাই ছোবলের হাত থেকে বাচতে এদের থেকে দুরত্ব বজায় রাখাই শ্রেয়।