নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা. হিমেল বিশ্বাস \nফেবুতে আমি- www.fb.com/himel4ever

নিঃসঙ্গ সারথী

একজন বড় হতে চাওয়া ডাক্তার

নিঃসঙ্গ সারথী › বিস্তারিত পোস্টঃ

What is Courtesy? সৌজন্য কি?

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩


১। কেউ যদি মোবাইলে কোনো ছবি দেখায়, আপনার উচিত সেই ছবিটাই শুধু দেখা, আশেপাশে Swipe না করা। কারন, আপনি জানেন না সেখানে কি থাকতে পারে।

২। কারো থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগেই বা তার চাওয়ার আগেই শোধ দিতে চেষ্টা করুন। এটা আপনার সততা এবং চরিত্রের অনেক কিছু মিন করে।

৩। কেউ ট্রীট দিতে চাইলে মেনু কার্ডটা তার দিকেই দিন, তাকেই চয়েস করতে দিন, হাভাতের মত সবচেয়ে দামী খাবারটা অর্ডার করে বসবেন না। যা আপনি নিজের টাকায় খেতে পারার ক্ষমতা/ ইচ্ছা রাখেন না।

৪। কারো কথার মাঝখানে বাঁ হাত ঢুকিয়ে কথা না বলাটা অনেক বড় ভদ্রতা।

৫। কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না, সেটা রিক্সাওয়ালা হলেও। ধন্যবাদ দিতে পয়সা লাগে না।

৬। কাউকে টানা দুইবারের বেশি ফোন করবেন না, যদি সে পিক না করে বুঝে নিন সে আরো গুরুত্বপূর্ন কিছুতে ব্যস্ত, অথবা ফোনের আশেপাশে অনুপস্থিত।

৭। কাউকে তুই তুকারি করবেন না, তা সে যেই হোক,হকারকে বা রিক্সাওয়ালাকে তুই তুকারি করে গায়ে হাত তুললে কারো কাছে আপনার মর্যাদা বাড়বে ভাববেন না। ওরা আপনার বাবার টাকায় খায় না, পরেও না। নিজের অধিকার বুঝে কথা বলুন, নিজেকে সম্মান করুন।

৮। অনেকদিন পর কারো সাথে দেখা হলে সে বলতে না চাইলে তার বর্তমান অবস্থা, বেতন, ইনকাম জিজ্ঞাসা করবেন না, ভালো মন্দতেই শেষ করুন, অথবা সম্পর্ক বুঝে কথা বলুন।

৯। আমার হ্যান আছে ত্যান আছে বলে নিজেকে বা নিজের জিনিস নিয়ে শো-অফ করবেন না, পারলে জ্ঞান বুদ্ধি নিয়ে শো-অফ করুন।

১০। এবং সর্বশেষে, একজনের গোপন কথা রসিয়ে রসিয়ে ফুলিয়ে ফাপিয়ে আরেকজনের সাথে বলবেন না... এটা আপনার "নিকৃষ্ট" মন মানসিকতাই প্রকাশ করে।

ধন্যবাদ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুমম। অনেক সুন্দর বলেছেন। ৩ নম্বরটা সব থেকে আলাদা।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

নিঃসঙ্গ সারথী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: আপনার ১০টি পয়েন্টই আমি খুব সুন্দরভাবে মেনে চলি।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

নিঃসঙ্গ সারথী বলেছেন: গ্রেট জব। আমিই নিজেই চেষ্টা চালাচ্ছি এখনও।

৩| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

ফারাবী আহমেদ বলেছেন: আর এক টা কাজ আমরা করি সেটা হইলো " এটিএম সামনে / কম্পিউটার নিজের কাজ না করে, পাসের মেশিনে নাদানের মতো তাকায়ে থাকা বা যিনি এটিএম টাকা তুলছেন বা কম্পিউটার কি করছে তা তার গায়ে হুমরি খে পরে দেখার চেষ্টা করা।

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

নিঃসঙ্গ সারথী বলেছেন: তা ভালোই বলেছেন ভাই

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০

কিরমানী লিটন বলেছেন: সবগুলো পয়েন্টের সাথে সহমত.....

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

নিঃসঙ্গ সারথী বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.