![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকে এসে নব্বই দশকের ভালোবাসা খুঁজছি
কে এই হিমু আজাদ? হিমু আজাদ একজন নগণ্য ব্লগার যিনি তার নিক ও পাসওয়ার্ড প্রায়ই ভুলে যান। সামুতে এই পর্যন্ত তিনি তিনটি একাউন্ট খুলেছেন এবং একটিরও পাসওয়ার্ড মনে রাখতে পারেননি। সবশেষে খোলা তাঁর এই নতুন একাউন্ট।
কেন তাঁর নাম হিমু আজাদ? হিমু আজাদ ব্যাক্তিগতভাবে হুমায়ূন আহমেদের প্রতিটি লেখার ভক্ত। হুমায়ূনের প্রতিটি লেখার প্রতিটি চরিত্রকে তিনি অন্ধভাবে অনুসরণ করেন।হিমু হওয়ার তীব্র বাসনা তাঁর খাওয়া দাওয়া পর্যন্ত হারাম করে দিয়েছে। সবশেষে এই নগণ্য ব্লগার অনুধাবন করতে পারলেন যে, হিমু চরিত্র কল্পনাতেই মানায়।ব্লগার তাই দুঃখ করে নিজেকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই প্রিয় লেখকের প্রিয় চরিত্রটিকে কম্বিনেশন করে নিজের নাম রাখলেন হিমু আজাদ।
স্কুল লাইফের বন্ধুরা তাঁকে 'কবি' ,কলেজ লাইফের বন্ধু বান্ধবীরা তাঁকে 'পাগল' উপাধিতে ভূষিত করেছে।
হিমু আজাদ ব্যাক্তিগত জীবনে খুবই সুখী একজন মানুষ।তবে তিনি দুঃখকে আপন করে নিতে চান। এবং প্রায়শই তিনি ছ্যাকা খান আর ব্যাকা হয়ে যান। সিগারেটকে তিনি মাত্রাতিরিক্ত ভালোবাসেন যার ফলে তাঁর বন্ধু বান্ধবীরা তাকে এড়িয়ে চলে। তখনই হিমু আজাদ দুঃখ অনুভব করেন আর সুখের আশায় দিন গুনতে থাকেন।
হিমু আজাদ একজন প্রেমিক পুরুষ , ভালোবাসার কাঙাল তিনি।একুশ শতকে এসে তিনি নব্বই দশকের ভালোবাসা খুঁজছেন।আর ভালোবাসা তো হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যাবে।বর্তমানে প্রাক্তন প্রেমিকার ফেলে যাওয়া স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছেন, ঘুমের ঘোরে স্বপ্নে খুঁজে পান তিনি তাঁর প্রিয়তমাকে।
রাতজেগে এখন আর হিমু আজাদ কবিতা লিখেন না।কবিতা পড়ার সেই পাগলী টা আর পড়তে আসে না, হিমু আজাদের আবেগমিশ্রিত সেই কবিতাগুলো।চেপে রাখা দারুন সব কষ্ট নিয়ে কবিতার খাতাটা তিনি আলমারিতে তুলে রেখেছেন। আবার ফিরে আসবে সেই আশায় বিকেলে নদীর তীরে বসে থাকেন, তবে এখন ঢাকায় চলে আসায় গ্রামের সেই নদীর তীরে বসতে পারেন না।তাই কখনো হাতিরঝিলে, কখনোবা রবীন্দ্র সরোবরে তাঁর সন্ধ্যা কাটে।রাতে মেসে ফিরে কাঠিম্যাচ টা বের করে একটার পর একটা সিগারেট ধরিয়ে টানতে থাকেন।
তিনি সকালের খাবার টা খেতে ভুলে যান, পেট যখন টান দেয় তখন হুমড়ি খেয়ে পড়েন ভাতের থালার উপর।ভাবেন বুঝি সব খেয়ে ফেলবেন কিন্তু না, পরিশেষে থালার পরিত্যক্ত সম্পত্তি ড্রেনে চলে যায়।আর হিমু আজাদ গান ধরেন "আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল্লাগে না এই মিথ্যে শহর, রাতের আড়ালে রই।"
©somewhere in net ltd.