![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকে এসে নব্বই দশকের ভালোবাসা খুঁজছি
প্রিয়সী,
তুমি তো সবকিছু জানো, সবই বুঝো। এটা কেনো বুঝতে পারছো না, আমি যে দিনদিন তোমায় ভালোবেসে ফেলতেছি।
আমি তোমায় কোনোদিন বলবো না, বললে আবার ভাববে এই ছেলের কোনো লজ্জা নেই। ভাববে চরিত্র ভাল না যাকে দেখে তাকেই পছন্দ হয়ে যায়। কিন্তু হায়, তুমি তো জানো না তুমি আমার মরে যাওয়া আবেগ পুনরুদ্ধার করে ফেলেছো। বহুদিন পর সে আবেগ ফিরে পেলাম, ফিরে পেলাম কবিতা আর কিছু সুন্দর স্বপ্ন।
তুমিও নাকি, কাউকে ভালোবাসো। ছেলেটা নাকি খুব ভালো, হিমু আজাদ তো আর ঐ ছেলেটার মতো ভালো নয়। হিমু আজাদ ডাস্টবিনে ফেলে দেওয়া এক কাগজ, যেটা আজ হয়তো পড়ে আছে কোনো এক ময়লাস্তুপে। পরিচ্ছন্নকর্মীরা সে আবর্জনা গুলো কোথায় ফেলবে জানো কি? আমার মতো এসব আবর্জনা প্রকৃতির জন্য ক্ষতিকর। আমায় পুড়িয়ে দেও, নষ্ট করে দেও সব আবেগ।
আচ্ছা আমি কি আবর্জনা না হয়ে তোমার বুকে ঠাঁই পেতে পারতাম না? নাকি আবর্জনার ঠাঁই পেতে নেই। বিশ্বাস করো, আমি ততোটাও খারাপ নই, যতটা তুমি ভাবছো।
তুমি তাকে যেমন ভালোবাসো, তাঁর এক তৃতীয়াংশ ভালোবাসা কী আমায় দিতে পারতে না? তাঁর বিনিময়ে না হয় আমার রক্তগুলো তোমায় দিয়ে দিতাম। ওহ্ আমার রক্তে তো আবার নিকোটিন মিশে আছে, ছিহ্।
কতটা নোংরা আমি, কত নিচ আমার চিন্তাভাবনা। ভালো থেকো প্রিয়তমা।
ডাস্টবিনে ফেলে দেওয়া,
হিমু আজাদ।
©somewhere in net ltd.