নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাগল।আমি ভাল হতে চাই তাদের মতো যারা সমাজে অনাচার হওয়া দেখে ও রাতে সুখের ঘুম ঘুমাতে পারে....

কবি এবং হিমু

কবি এবং হিমু › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ............

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

আমি শুনি বিশাল অট্টালিকার মাঝে
টাইলস লাগানো বাথরুমে নাকি,
ললনারা গোসল করে মনের সুখে
তা ও আবার উলঙ্গ হয়ে।
মনে শিহরন জাগে,ইস যদি পেতাম তাদের!
আমি দেখি অট্টালিকার নিচে পচাঁ কোন বদ্ধ পুকুরে,
গোসল করে কোন বস্তির মেয়ে!
গোসল করে,লালসা মেশানো বখাটে ছেলেদের চোঁখের সামনে।
মনে বড্ড লাগে।
আমি শুনি,তারকার পরিচয়ে,আভিজাত্যর আড়ালে
চলে ইয়াবার ব্যবসা!
যৌনতা আর নেশার মাঝে হারিয়ে যায় সোনার যৌবন।
আমি দেখি,দারিদ্রের কারনে যে নারী আজ বিক্রি করে তার দেহ,
পার্কে,রাস্তায়,কিংবা সস্তা কোন হোটেলে।
সমাজ তাকে নষ্টা বলে কিংবা গালি দেয় বেশ্যা বলে।
মনে প্রশ্ন জাগে,ইয়াবা কন্যা বা তার মাঝে কি কোন তফাৎ আছে?
আাধুনিকতা আর স্বাধীনতার নামে চলে নষ্টামি
শাহবাগে কিংবা কোন পন্যর বিজ্ঞাপনে
নারী দেহের আজ অবাধ বিচরন।
আমি জানি আমার এ কবিতা কেউ পড়বে না,
কিংবা প্রকাশ না হতে পারে অশ্লিলতার দায়ে
হয়ত বা জেল ও হতে পারে,
হোক তবে ভয় কিসের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: নারীদের অবাধ বিচরণের কারণ কি জানেন ? কারণ তারা সমান অধিকার চায় । সমান অধিকার বাস্তবায়নে যে তাঁরা পন্য হয়ে যাচ্ছে সেদিকে তাদের কোন খেয়াল নেই ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০০

কবি এবং হিমু বলেছেন: কি আর করবেন ভাই,এসব বলতে গেলে তারা বলবে আমরা তালেবান।তাই দেখার দেখে যান,যতদিন না তারা বুঝতে পারে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৭

কানিজ রিনা বলেছেন: আপনারা কোন নারীর সন্তান, আমি বলি কি বেশ্যার কোনও জেন্ডার নাই নারী পুরুষ উভই
পতিতারা অপেক্ষা করে কাদের জন্য, পুরুষ বেশ্যাদের জন্য। সেই সব পুরুষ বেশ্যাদের ঠাই
সমাজের সরব স্থানে। অথচ নারী বেশ্যার ঠাই পতিতা খানায় অন্ধকার রাস্তায়। বা কোনও পয়সা
ওলা পুরুষ বেশ্যার ভারা করা বাসায়।
আমরা মায়ের জাতি, প্রতিটা ছেলের কাছে তার মা
শ্রেষ্ঠ। এই খানেই মায়ের শ্রেস্টত্ব্য।
আমরা মা ঘরে বাহিরে অফিস আদালত যেখানেই
কাজ করিনা কেন আমাদের সন্তানদের বড় হওয়ার
পিছনে আমরাই বাবার থেকে অবদান বশী রাখি।
এক জন হেফাজতের আমির যদি মা বোনদের
বলে তেতুই, সেখানে নারী স্বাধীনতাও তেতুই।
নারীরা মায়ের জাতি সন্মান করতে শিখুন।
নিজের মা হিসাবে বোন হিসাবে শেষে নিজের কন্যা
হিসাবে। ঘরে আটকে রাখার সীমাবদ্ধতা থেকে বেড়িয়ে আসুন। নারী শিক্ষা গ্রহনে সহায়তা করুন।
শিক্ষীতমা শিক্ষীত জাতী।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

কবি এবং হিমু বলেছেন: আপনার সাথে অনেকটা একমত।সেটা যদি প্রকৃত শিক্ষা হ্য়।আর শিক্ষার নামে যদি বেহায়াপনা করা হয় তা হলে ঘরে বসে থাকাই ভাল।আর আপনি যদি বাজারের পন্য হওয়াকে নারীর স্বাধীনতা বলেন তাহলে বলবো আপনাকে এই সব বলে বা শুনিয়ে লাভ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.