![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক আর রাজনীতি নিয়ে গরম আমাদের ব্লগপাড়া।কিছু মন্তব্য করলে হয়ে যাই রাজাকার।ব্লগপাড়াটাতে ও নষ্ট রাজনীতি প্রবেশ করেছে।দালালী আমাদের রক্তে মিশে গিয়েছে।সেটা গরু দালাল হোক,বেশ্যা দালাল হোক আর বিদেশ যাবার দালাল।আর তাই আমরা সব কিছুতে দালালী শিখে ফেলেছি।সব কিছু বাদ দিয়ে আজ কবিতা শেয়ার করলাম।বৃষ্টির জন্য,যাকে ভালবেসে ছিলাম শৈশবে,কৈশোরে,যৌবনে।যাকে ভালবাসি জন্ম থেকে জন্মান্তরে।
আজ তোমাকে লিখতে ইচ্ছে করছে,
পাড়ার দোকান থেকে কেনা নীল কালি আর লাল খাঁমে,
একটি ভালবাসার চিঠি।
নীল কালিতে? জানি তোমার মনে প্রশ্ন।
ভালবাসা বা কষ্ট কি নীল আর লাল কালিতে মাঁপা যায়?
নাকি যত্ন করে,নিজের শিরা কেটে লিখবো
রক্তে ভেঁজা,ভালবাসার লাল চিঠি।
ভালবাসি ভালবাসি বলে চিৎকার করা হয়তো আমাকে মানায় না
কিংবা শচীনের মতো বলতে পারি না,সেরা জুটিটা আমাদের।
তাই বলে কি আমি তোমায় ভালবাসি নি ?
আজ তোমাকে লিখতে ইচ্ছে করছে,
পাড়ার দোকান থেকে কেনা নীল কালি আর লাল খাঁমে,
একটি ভালবাসার চিঠি।
খুলে দেখ,সাদা কাগজে দুফোঁটা অশ্রু ।
এ অশ্রু ভালবাসার, এ অশ্রু তোমাকে
কতটা ভালবাসি তা বলতে না পারার ।
এ অশ্রু তোমাকে ছেড়ে পৃথিবী থেকে
বিদায় নিতে হবে, সে বেলার ।
©somewhere in net ltd.