![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারিদুজ্জামান স্বাধীন শহুরে কবি হয়ত !
কবি: (এফ জে স্বাধীন)
FJ shadin
তুমি এসেছিলে বলে,
সাদা বকগুলো মেঘলা আকাশপটে
প্রানখুলে করছে অবাধ বিরন।
তুমি এসেছিলে বলে,
ছন্নছাড়া কাকটা আর যে ডাকছে না,
হয়ত তুমিই সেই কারন।
তুমি এসেছিলে বলে,
ঝিঝিপোকার ডাকগুলো আরো
হয়েছিল মধুর।
তুমি এসেছিলে বলে,
সারাটাদিন যেন মিষ্টি সকাল ছিল
হয়নি ঝাঝাtলো দুপুর।
তুমি এসেছিলে বলে
রুক্ষমাটির বুকে ফুটেছে শুভ্র সাদা কাশফুল।
তুমি এসেছিলে বলে
প্রতিটি নব বালিকাবধূ আরো হয়েছে
প্রেমাকুল।
তুমি এসেছিলে বলে,
আমার যত্নের টবের একটি রক্ত গোলাপ ঝরে পড়েছে।
তুমি এসেছিলে বলে,
রজনীগন্ধা আজ রাত পেরিয়ে দিনটাকেও
সুভাষিত করেছে।
তুমি এসেছিলে বলে
শিশির ফোটা ভিজিয়েছে কোমল সিগ্ধ সবুজ ঘাসকে।
তুমি এসছিল বলে
পাখির কন্ঠ পেয়েছে নতুন মাত্রা মাতিয়েছে আশপাশকে।
তুমি এসেছিলে বলে,
চির শাপলার দেশে যত্রতত্র ফুটতো আতঙ্ককের রক্তজবা ।
তুমি এসেছিলে বলে,
শকুনরা নেমে এসেছিল ফুটপাতের কবিদের কাছে।
তুমি এসেছিলে বলে,
ঢোলের শব্দে কোমর দোলানো মানুষগুলো
ঘাড়ে নিয়েছিল মেশিনগান।
তুমি এসেছিলে বলে,
মসজিদের এই শহরে ভোররাতে আকাশে মোটর আর রাইফেলর শব্দ ভাসত
ভাসত না আজান
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতা সুন্দর । তবে রাজীব নুর ভাই যে কথা বললেন, আমিও সেই কথা মনে করিয়ে দিতে চাই।এক সাথে একই পাশে। প্রথম পাতায় দুই পোস্ট করবেন না। এটা ভালো দেখায় না।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
মীর সাজ্জাদ বলেছেন: দারুন হয়েছে।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২
রাকু হাসান বলেছেন:
কবিতা নিয়ে কয়েকজন বললো । আমি অন্য কিছু নিয়ে বলি । ‘বিরন’ শব্দটি অনলাইন অভিধানে পেলাম না । অর্থ কি ? শেষ স্তবকটা ভালো লেগেছে । অন্য কবিতার আদলে হলেও ভালো লেগেছে ।
কয়েকটা টাইপো আছে ।
কারন<কারণ,ঝাঝালো<ঝাঁঝালো.,সুভাষিত<সুভাসিত,কন্ঠ<কণ্ঠ।
ব্লগিং শুরু করলেন । স্বাগতম । আশাকরি আমার মন্তব্যটি ইতিবাচক হিসাবে নিবেন । এবং আপনার কাছ থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করবো । বুঝা যাচ্ছে কাব্য কবিতা ভালো লিখতে পারেন । অনেক বেশি শুভকামনা রইল আপনার জন্য ।
৫| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: হিমু মন্তব্যের উত্ত দেন না কেন?
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬
রাজীব নুর বলেছেন: হিমুদা সুন্দর কবিতা লিখেছেন।