নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয়ত শহুরে কবি ও হয়ত কবিতার সাথে বিচ্ছেদের কবি\nযারা যুদ্ধে যেতে পারে না তারা কবিতা লেখে আমিও সেই পক্ষের লোক আমি !

হিমু দা গ্রেট

ফারিদুজ্জামান স্বাধীন শহুরে কবি হয়ত !

হিমু দা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ি মেয়ে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

কবি এফ জে স্বাধিন
F j Shadin

এই পাহাড়ি মেয়ে..!
ওহ তুমি তোহ পাহাড়ি নও,
তুই যেই হও মানুষ অথবা পরী,
সাথে নাও আমাকে, তোমার মেঘের দেশে..
এ শহরের ক্লান্ত পথিক আমি..!

আচ্ছা, সেখানে কি রাতেরবেলা একাকী হাঁটা যায়??
নাকি তুমি সঙ্গী হবে??
পথ দেখিয়ে দেবার ছলে..!

সেখানে কি মেঘ ভেসে আসে
হাতের অনেক কাছে??
সে মেঘের শুভ্রতা
এনে দিবে কি আমার মনে...?

তীব্র শীত যখন গিলে ফেলবে আমাকে..! ছুয়েঁ দেবে কি তোমার উষ্মতা??
হুট করে যদি একটা কবিতা লিখি
দেবে কি পূর্ণতা..!
এই পাহাড়ি মেয়ে..!
ওহ তুমি তোহ পাহাড়ি নও,
তুই যেই হও মানুষ অথবা পরী,
সাথে নাও আমাকে, তোমার মেঘের দেশে..
এ শহরের ক্লান্ত পথিক আমি..!

আচ্ছা, সেখানে কি রাতেরবেলা একাকী হাঁটা যায়??
নাকি তুমি সঙ্গী হবে??
পথ দেখিয়ে দেবার ছলে..!

সেখানে কি মেঘ ভেসে আসে
হাতের অনেক কাছে??
সে মেঘের শুভ্রতা
এনে দিবে কি আমার মনে...?

তীব্র শীত যখন গিলে ফেলবে আমাকে..! ছুয়েঁ দেবে কি তোমার উষ্মতা??
হুট করে যদি একটা কবিতা লিখি
দেবে কি পূর্ণতা..!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: একযুগে পাহাড়ে মানুষ থাকতো। এখন আর আমাদের দেশে পাহাড়ে কেউ থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.