![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়িতে এসেছে নতুন অতিথি। গুট গুট করে তাকায়, আবার ঘুমিয়ে পরে। কখন আবার ভাঙ্গবে ঘুম? বাবুটাকে বাড়ি আনবার পর পরই শুরু হয় টেনশন- কি কি লাগবে ওর যত্ন আত্তিতে? আবার বাবুটা যদি হয় নিকটজনের/ আত্মিয় বা বন্ধুবান্ধবের তাহলেও টেনশন- ছোট বাবুটাকে দেখতে যাওয়ার সময়ক্ষণ একদম ঠিক ঠাক। ব্যস ! শুধু হদিস পাওয়া যাচ্ছেনা কি দিয়ে সাজাই উপহারের ডালি। হুম, বাবুটাকে তো আর খালি হাত এ দেখতে যাওয়া যায় না। আবার কি নিলে কাজে লাগবে, কোনটা আবার আর দশটা উপহারের মত অপ্রয়োজনীয় ঠেকে- ঠাহর করা যাচ্ছে না, তাইতো? আবার কেউ বা ভাবছেন- যাওয়ার সময় একটা বেবি গিফট সেট নিয়ে যাব বাজেটের মধ্যে। সত্যি বলছি এই রকম দায় এড়ানো উপহারগুলো কাজেই লাগেনা। শুধু শুধু বাড়ির কিছু জায়গা জুড়ে পরে থাকে। উপহার কি না- তাই পরিত্রাণ পাওয়া যায়না কাউকে হস্তান্তর করে। পরে উপযোগের সাম্ভাব্য সময় গড়িয়ে গেলেই আস্তাকূড়ে চলে যায়।
নিজের বা পরিবারের জন্য কিছু কিনবার সময় আমরা খুদি খুদি অক্ষরগুলোতে চোখ বুলোতে ভুলিনা, জিনিসটা ভালো তো? অথবা ঠিকই নেড়েচেড়ে উলটে পালটে দেখে নেই মেয়াদ কত দিনের? তাহলে অন্যবাড়ির ছোট্ট সোনার জন্য কেন নয়? উপহার সামগ্রীতে যাবার আগে কিছু ব্যাপার খেয়াল করে নেই-
1. বাবুর ত্বকে লাগাবার প্রোডাক্ট হলে তার মান সম্পর্কে নিশ্চিত হই
2. মেয়াদ উত্তীর্ণ হবার দিন খেয়াল করে নেই
3. কোয়ান্টিটি অপেক্ষা কোয়ালিটিতে নজর দেই
4. উপহারটির ক্ষেত্রে বাবুর বয়স বিবেচনায় রাখি
5. এমন কিছু বাছাই করি যা পেলে নতুন বাবুর বাবা-মায়ের কিছুটা হলেও কেনাকাটার ঝামেলা কমে
6. দেয়ার জন্য দেয়া সুলভ মানসিকতা পরিবর্তন করে যথার্থ কাজের কিছু দেই, অযথা জামাকাপড় বা সস্তা গিফট প্যাকের দিকে না ঝুঁকি
7. বাবুর মায়ের দিকেও লক্ষ্য করি, তার কথা ভুললে চলবেনা
এবারে নজর দেই সামগ্রীগুলোর দিকেঃ
নিজের বাবুর জন্যই হোক কিংবা পরিচিতজনের প্রয়োজনীয় জিনিসগুলোর লিস্ট করতে গেলে দেখবেন- ক্ষুদে এই মানুষটার ফর্দ আপনার চেয়েও বেশি। এইজন্যই বলছিলাম এমন কিছু বাছাই করুন যা পেলে নতুন বাবুর বাবা-মায়ের কিছুটা কেনাকাটার ঝামেলা কমে। আর যদি নিজেই বাবা-মা হন তাহলে তো কিনতেই হবে। উভয় ক্ষেত্রেই প্রায়োরিটি ফ্যাক্টর বিবেচ্য-
বাবুর জন্য
ক্লিনিং এন্ড হাইজিন প্রোডাক্টসঃ
1. অয়েল ক্লথ (ঘরের জন্য)
2. অয়েল ক্লথ (ট্রাভেল এর জন্য)
3. ডিস্পোসেবল ডায়াপার (দিনের জন্যঃ এটা সাধারণত চার ঘন্টা বাদে বাদে পরিবর্তন করতে হয়)
4. (ঐ) (আলট্রা- এটা রাতের জন্য, সাধারণত ১২ ঘন্টা সাপোর্ট দেয়)
5. প্লাস্টিক প্যান্ট
6. কাথাঁ
7. কাপড়ের ন্যাপি বা নিমা
8. বিপ
9. ছোট নরম রুমাল সেট
10. ভ্যাসলিন (পারফিউম ছাড়া- ডায়াপার এরিয়ার জন্য)
11. লিকুইড এন্টিসেপ্টিক (কাপড় ধোয়া ও ঘর মোছার জন্য)
12. লিকুইড হ্যান্ড স্যানিটাইসার
13. কটন বাড (থিন- নাক ও নাভি পরিষ্কারের জন্য)
14. ওয়েট ওয়াইপস
15. নেইল কাটার (বাচ্চাএর জন্য আলাদা পাওয়া যায়)
16. নরম তোয়ালে (গোসলের জন্য)
17. বাথ টাব (এখন একদম প্রথম বারের মত যারা মা হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি- বাজারে এসেছে ইনক্লাইন বাথ সেট। হেলান কেদারার মত দেখতে নেতের এই গোসলের অনুষংটি বাথ টাব বা গামলায় সহজেই এটে যায়। বাবু হাত থেকে ফসকানোর ভয় নেই। স্যার বা ম্যাডামকে ওতে শুইয়ে রেখে দুহাত দিয়ে আরাম করে জলকেলি সেরে নিন সোনামনির। কিডস এন্ড মমস এ খোজ নিতে পারেন)
কসমেটিক্স এন্ড টয়লেট্রিজঃ
1. পাউডার
2. লোশন
3. ক্রিম
4. ওলিভ/ সানফ্লাওয়ার অয়েল
5. বডি ম্যাসাজ অয়েল (বাথ টাইম, বেড টাইম)
6. ভ্যাসলিন
7. সোপ (লিকুইড হলেই ভালো)
8. শ্যাম্পু
ঘরে- বাইরেঃ
1. ট্রাভেল ব্যাগ (ছোট+বড়)
2. ফিডার গরম রাখার জন্য আলাদা ফিডার কভার পাওয়া যায় যা বাড়ির বাইরে গেলে বেশ উপকারে লাগে
3. বাবুকে বাইরে নেবার জন্য নরম তোয়ালে বা র্যাাপিং টাওয়েল
4. গুড়ো দুধ/ সেরেল্যাক নেবার চেম্বার
ফীডিংঃ
1. ফিডার (কাঁচের হলেই ভালো)
2. ফিডার ব্রাশ
3. ফিডার ধোয়ার জন্য লিকুইড ক্লিনার (বাবুদের জন্য নামি দামি ব্রান্ডগুলো পৃথক ক্লিনার-এর আয়োজন রাখে।)
4. থার্মোফ্লাক্স
ইমারজেন্সিঃ
1. থার্মোমিটার
2. নাসাল বাল্ব
3. ডাক্তার প্রস্তাবিত কিছু মেডিসিন (ন্যাসাল ড্রপ, শিশুদের ভ্যাপোরাব)
বেডিংঃ
1. মশারী
2. মাথার বালিশ (দুটো হলে ভালো এবং বেশ কয়েক সেট কভার। বাচ্চাদের মাথা খুব ঘামে)
3. কোল বালিশ
4. কম্বল (ছোট কম্বল আলাদাই পাওয়া যায় ওদের জন্য)
5. গায়ে দেবার কাঁথা (বানিয়ে নিলেই ভালো, কিনতেও পাবেন বাহারী কাঁথা)
অর্গানাইসারঃ
6. প্লাস্টিক ড্রয়ার ইউনিট (আমি আর.এফ.এল এর চার তাকের-টা ব্যবহার করছি)
7. ঝুড়ি (ফিডার ধোবার পর পানি শুকাবার জন্য)
8. কাপড় শুকাবার ক্লিপ সেট (একসাথে অনেকগুল ছোট কাপড় অল্প জায়গায় শেটে যায়)
9. বাবুর ডায়াপার ও ময়লা ফেলবার জন্য কভার সহ বিন
10. বাবুর ময়লা কাপড় রাখার ঝুড়ি
আরো কিছুঃ
1. হাত-পা মোজা (হাত মোজাটা জরুরী, নয়তো খামচি এন্ড আচড় ইস এ মাস্ট)
2. চিরুনী সেট (এতে ছোট্ট বাবুদের হেয়ার ব্রাশ-ও থাকে)
3. হট ওয়াটার ব্যাগ (এটা বাবুর মায়ের জন্য)
4. ফিডিং পিলো (এটাও বাবুর মায়ের জন্য। বাজারে না পেলে বানিয়ে নিতে পারেন কিডনি শেপের একটু উচু বালিশ)
(আরো কিছু মনে পরা মাত্রই আপডেট হবে)
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
বডটজসৃ বলেছেন: শুভ কামনা রইল । আমার ২য় অতিথি আসছে জানুয়ারীতে।
২| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২
মুহামমদল হািবব বলেছেন: শুভ কামনা রইলো নতুন অতিথির জন্য।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
বডটজসৃ বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২
গোলাপি রাজকন্যা বলেছেন: নতুন বাবা-মায়েদের কাজে দেবে।
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
বিডি আইডল বলেছেন: বিশাল লিস্টি!
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
সবুজ সাথী বলেছেন: ভাল পোস্ট। আমার কাজে লাগবে।
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
সুইট ভাই বলেছেন: খুব ভাল একটা পোষ্ট। ঐ সময়ে 'মা' এর জন্য ব্যবহৃত আরো কিছু দিতে পারলে সম্পূর্ণ হতো। Carry on....
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
নতুন বলেছেন: মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসের লিস্টও দিয়ে দেন...
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
বডটজসৃ বলেছেন: ওকে
৮| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩
আমি ইহতিব বলেছেন: দারুন একটা পোস্টের জন্য ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩
বডটজসৃ বলেছেন: Shathi apu kemon achen?
৯| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট +++
১০| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
আমি ইহতিব বলেছেন: সাথী আপু?
আমার নামতো সাথী না
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪
বডটজসৃ বলেছেন: ওহ হো! ভুল হইল। তাও বলেন কেমন আছেন
১১| ২৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৫
িটউব লাইট বলেছেন: আমার আসছে ফেবরুয়ারী তে। প্রীয়তে
২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫
বডটজসৃ বলেছেন: শুভ কামনা রইল
১২| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
শ।মসীর বলেছেন: শুভকামনা
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
বডটজসৃ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪
এক্সপেরিয়া বলেছেন: শুভকামনা রইল......,
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
বডটজসৃ বলেছেন: ধন্যবাদ
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
হাসান ইকবাল বলেছেন: এই লেখা আমার ব্রিফকেসে বন্দী করলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
বডটজসৃ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১
নতুন বলেছেন: বহুত কামের পোস্ট.... আমাদের নতুন অতিধি আসতেছে নভেম্বরে