![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্টো পালটা ছুটির রুটিন
তোমার আমার সোনালী দিন
আকাশ-কুসুম ঘুমের নেশা,
আঁধোয়া মুখ, বুকের বাসায়,
থাক্ না থেমে একটি শুক্রবার।
ছ”টায় ওঠা,
ছুটে চলা,
অফিস পাড়া, কাজের দেয়াল,
হয়না দেখা-
লাল-নীল সংসার।
থাক্ না থেমে একটি শুক্রবার।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
বডটজসৃ বলেছেন: আমার সাধের শুক্রবার!!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
হুপফূলফরইভার বলেছেন: সময় পেলেই অতীত খুজি
বর্তমানেও ক্লান্ত খুব
ভবিষ্যতের নাই ভরসা
ইচ্ছে করেই দিলেম ডুব
সোম থেকে বুধ নেশায় কাটে
বৃহস্পতি তুঙ্গে
শুক্রবারে নাচেরে মন
কত রঙ্গে ঢঙ্গে
থাকনা এসব শুক্রবার
আসুক ফিরে গল্পে প্রান
আসুন সবাই আড্ডারাজে
হই হুল্লুর জমুক আবার।
অনেক অনেক ভাল কাটুক প্রিয়ব্লগবন্ধুদের দিবসক্ষন
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
আমি ইহতিব বলেছেন: মাঝে মাঝে শুক্রবারেও অফিস করতে হয়, তবে যেই শুক্রবারে অফিস করতে হয়না সেই দিনটিকে মনে হয় স্বর্গীয় একটি দিন।
শুক্রবারের কবিতা ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
আহমেদ ফয়েজ বলেছেন: “সহজ কথা যায় না বলা সহজে....”
আপনি বললেন। আমি আগেও আপনাকে বলেছি, ‘জীবনটাকে আপনি খুব বেশী উপভোগ করেন’। কবিতার প্রসংশা না করলেই নয়। আপনার শুক্রবারগুলো আরো সুন্দর হোক।