নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতা

হিজবুল্লাহ আন্দালিব

নিজেকে জানাতে চাই.।.।.।।।

হিজবুল্লাহ আন্দালিব › বিস্তারিত পোস্টঃ

অগ্রগতির সিঁড়ি বেয়ে অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমাগত উপরে উঠছে বাংলাদেশ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩


অগ্রগতির সিঁড়ি বেয়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমাগত উপরে উঠছে। শিল্প ও সেবা খাতে দ্রুত এগিয়ে গেলেও কৃষি খাতে স্থিতাবস্থাই রয়ে গেছে। কৃষিপ্রধান অর্থনীতি থেকে দেশ ক্রমশ শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত হচ্ছে, যা মধ্যম আয়ের অর্থনীতির দেশে রূপান্তরিত হওয়ার অন্যতম পথে পরিণত হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে দেশের অর্থনীতি কৃষি থেকে শিল্পের দিকে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। পরম আশাবাদের দিগন্ত খুলে দিচ্ছে তা। মানুষের আর্থিক বিকাশ নতুন সম্ভাবনার দরজা উন্মোচন করতে যাচ্ছে। কৃষির যথাযথ বিকাশ সাধনের পাশাপাশি শিল্পের ও সেবা খাতের ক্ষেত্র সম্প্রসারিত হলে তা মজবুত অর্থনীতির ভিত গড়ে তুলতে সহায়ক হয়। বাংলাদেশ ধীরগতিতে কৃষিপ্রধান অর্থনীতি থেকে একটি শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। এতে স্পষ্ট হয় যে, অর্থনীতির ভিত বদলাচ্ছে। এক সময় কৃষিই ছিল বাংলাদেশের অর্থনীতির মূল নিয়ামক। এ খাতের সঙ্গে যুক্ত ছিল প্রায় ৮০ ভাগ শ্রমিক। কিন্তু অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে কৃষিশ্রমিক। বাড়ছে শিল্প ও সেবা শ্রমিক খাত। ২০০৫-০৬ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল প্রায় ২১ দশমিক ৮ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১২-১৩ অর্থবছর সময়কালে জিডিপিতে কৃষি খাতের অবস্থান ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। কৃষির বহুমুখীকরণের ওপর পরিকল্পনায় জোর দেয়া হয়েছে, যাতে প্রবৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। দেশের অর্থনীতির এক সময়ের মূল নিয়ামক কৃষি খাতকে যদি শিল্পের পাশাপাশি স্থান দেয়া যায় তবে সমৃদ্ধি ও অগ্রগতির ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে, জনগণের জীবনযাত্রার মান বাড়বে। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে দেশ শিল্পভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করেছে, যা যুগান্তকারী সাফল্যের দিকে দেশকে এগিয়ে নিচ্ছে। বদলে যাওয়া অর্থনীতির পথ ধরে উন্নত দেশের দিকে গতিপথ এগিয়ে নিতে চাইছে। এক্ষেত্রে শিল্প, কৃষি, সেবা খাত একসঙ্গে এগিয়ে গেলে দেশ লাভবান হতে পারে। সেটাই প্রত্যাশিত।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.