নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি ময়ূরী, অবশেষে নিঃশেষে বাড়ালে হাত ভৈরবী রাতে।
ওপারে রেড ড্রাগন রেস্তোরাঁয় অস্তমিত মাস্তি
যুথবদ্ধ যুগলের দল চলে গেছে ফিরে
শান্তিপুরী লন্ড্রির ঝাঁপিও বন্ধ
সেই কখন হাফিজ স্যার নিয়ে গেছেন পাঞ্জাবি
ঠাকুরের দোকানে কাচের ভিতর লুচি মিষ্টি
রোজ রাতে যে পথশিশু চেয়ে দেখতো সে ও গেছে চলে
ওপর তলায় রাত দশটায় কেউ একজন নাচে নুপুর পায়ে
বলে এসেছি আজ আর কোন নাচ নয়
তবে শেষ রাতে তানপুরায় ভৈরবীতে আপত্তি নেই
সান বাঁধানো লনে শুধু বকুল গাছটাই দাঁড়িয়ে
পড়ে থাকা কিছু ফুল দুহাতে কুড়িয়ে রেখেছি টেবিলে
শেষ রাতে ভৈরবীর অপেক্ষা
প্রজ্বলিত শেষ মোমবাতি
কাল আমার শেষ পরীক্ষা, ফিজিওলজি
স্মৃতি ময়ূরী, তোমার শিখা নিভু নিভু
এখনো জানা হয়নি
আনন্দধারা বহিবে কে নিউরনে!
১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫
হাসান জামাল গোলাপ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর
৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
হাসান জামাল গোলাপ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকবেন।
৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
জনারণ্যে একজন বলেছেন: স্মৃতি যদি বিশ্বাসঘাতকতা না করে - রেড ড্রাগন রেস্টুরেন্ট খুব সম্ভবতঃ ফার্মগেটের আশেপাশে কোথাও, এক্সাক্ট লোকেশন ভুলে গেছি।
বহুদিন আগে ফেলে আশা কোনো এক জীবনে, বন্ধুবান্ধবসহ ওখানে যাতায়াত ছিল। উদ্দেশ্য একটা - রঙিন পানীয় গলাধঃকন।
ধন্যবাদ, হাসান - অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৭
হাসান জামাল গোলাপ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। একেক বয়সের একেকটা priority থাকে, এগুলো এক সময়ে এসে সুখানুভূতি নিয়ে আসে, এগুলোই স্মৃতি আমাকে তাড়িত করে।
৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
লুচি হালুয়া মিষ্টি দই আর ছিলো সন্দেশ।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
হাসান জামাল গোলাপ বলেছেন: অশেষ ধন্যবাদ মাহমুদ ভাই, ঠাকুরের দোকান আর নেই সেখানে, একরাশ কষ্ট পেয়েছি সেটা না পেয়ে দেশে যেয়ে।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩
বাকপ্রবাস বলেছেন: স্মৃতির ভেলায় ভাল থাকুন। সুন্দর কবিতা