![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাংগি ডানসিয়া ল্যান্ডফর্ম , গানসু , চীন: বালুপাথর ও খনিজ মিলে এই রংধনু রঙের সৃষ্টি হয়েছে প্রায় ২৪ মিলিয়ন বছর আগে।
দ্যা গ্রেট ব্লু হোল অফ বেলিজ : এটি বেলিজ উপকুলে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। স্কুবা ড্রাইভিং এর জন্য আদর্শ জায়গা যা ৪০৭ ফুট গভীর।
হাং সুন ডং গুহা, ভিয়েতনাম : পৃথিবীর সবচেয়ে বড় গুহা, প্রায় ৫ মিলিয়ন বছর আগে সৃষ্টি। একটি ৪০ তলা ভবন এর মধ্যে অনায়াসেই ঢুকে যাবে।
মেন্দেনহল বরফ গুহা, আলাস্কা :
সি অব স্টারস, ভাধু, মালদিভস : তারার মত জ্বলজ্বলে বস্তুটি আসলে ফাইটপ্ল্যাঙ্কটন যা আকাশের তারার প্রতিবিম্ব সৃষ্টি করে।
টরটুঙ্গা ইন হরডাল্যান্ড, নরওয়ে : টরটুঙ্গা অংশটি মুলত একটি পাথরের টুকরো যা প্রায় ২০০০ ফুট উচুতে ঝুলে আছে যা হিল ট্র্যাকিং এর জন্য অনেক জনপ্রিয়।
হোয়াইট হাভেন বীচ, অস্ট্রেলিয়া : সাদা বালুর জন্য বিখ্যাত। তপ্ত রোদেও সাধারন বালুর মত উত্তপ্ত হয় না। তবে এই বালু ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য ক্ষতিকর।
মারবেল কেভ অব পাতাগনিয়া (আর্জেন্টিনা অ্যান্ড চিলি):
টানেল অব লাভ, ইউক্রেন : এটি মুলত একটি রেল লাইন। দিনে তিনবার ট্রেন চলাচল করে। তবে কাপলদের জন্যও বেশিমাত্রায় জনপ্রিয় একটা জায়গা।
Salar De Uyuni in the Potosí and Oruro departments of southwest Bolivia: এটা পৃথিবীর সবচেয়ে বড় লবণ তৈরির ক্ষেত্র । বর্ষাকালে এটি হয়ে উঠে বিশাল এক আয়না।
অ্যানটিলোপ ক্যানিয়ন, অ্যারিজোনা : এই ক্যানিয়ন দুই ভাগে বিভক্ত, আঞ্চলিকভাবে যাকে বলা হয় “The Crack” and “The Corkscrew.”
ফিঙ্গাল কেভ আইল্যান্ড , স্কটল্যান্ড : দেখতে মানুষের তৈরি মনে হলেও এটি সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির লাভা থেকে।
গ্ল ওয়রম কেভস, নিউজিল্যান্ড :
হাইকু স্তেয়ার ইন হাওয়াই : “No Trespassing” শব্দটি এখানে লেখা থাকলেও তা অভিযানপ্রিয় মানুষকে থামাতে পারে না মোটেও ।
Cenotes of Yucatán Peninsula in Mexico: বরফযুগের সময় সৃষ্টি।
কক্সবাজার : কিছু বললাম না। এই একটা জায়গাতেই আমি গেছি। বাকিগুলাতে এখনও যাওয়ার সৌভাগ্য হয় নাই। তবে যাব একদিন ইনশাল্লাহ।
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
হাসান৭৭৭ বলেছেন: অবশ্যই যাব। ধন্যবাদ ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
কষ্টবিলাসী বলেছেন: প্রকৃতির সৃষ্টি!! সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন?
যাইহোক, খুবই সুন্দর লাগছে।
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
হাসান৭৭৭ বলেছেন: এখানে অস্বীকার করার কি দেখলেন।
যাউজ্ঞা, ধন্যবাদ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
বাতায়ন এ আমরা কজন বলেছেন: সত্যিই অসাধারন। ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
ইন্জিনিয়ার জনি বলেছেন: নতুন অনেক কিছু জানলাম। জানিনা এই জীবনে যা্ওয়ার সৌভাগ্য হবে কিনা!
তবে যাবার ইচ্ছে তৈরি করলাম আজ থেকে।
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হাসান৭৭৭ বলেছেন: আমারেও নিয়া জাইয়েন ভাই, ঘুরতে মন চায়।
ধন্যবাদ।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
লামাজ বলেছেন: Really nice post, Definitely you will enjoy most of them insha-alla.
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
লামাজ বলেছেন: Thanks for a nice post
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
হাসান৭৭৭ বলেছেন: ধন্যবাদ।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
মামুন নজরুল ইসলাম বলেছেন: চমত্কার পোষ্ট। তবে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেমনঃ নিলগিরি, বান্দরবন; সেন্টমার্টিন ইত্যাদি। আশাকরি পরবর্তীতে বাংলাদেশের সৌন্দর্য্যসমুহ ফুটিয়ে তুলবেন। ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
হাসান৭৭৭ বলেছেন: অবশ্যই চেষ্টা করব।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
খাটাস বলেছেন: দারুন সব দৃশ্য গুলোর সাথে পরিচিত করে দেয়ার জন্য ধন্যবাদ। যাইতে পারলে জীবন ধন্য হত।
পোস্টে প্লাস.।.।.।।
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
হাসান৭৭৭ বলেছেন: অবশ্যই যাইতে পারব একদিন।
ধইন্না।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আমাবর্ষার চাঁদ বলেছেন: আমারও যাইতে ইচ্ছা করতেছে...........
খালি ঘুরতে মঞ্চায়.....
কিন্তু টাহা কই!!!
তবে জীবনে আর কোথাও যেতে না পারলেও এই দেশটা ভালো করে ঘুরে দেখার ইচ্ছে আছে........
ধন্যবাদ...
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
হাসান৭৭৭ বলেছেন: ধৈর্য ধরেন। টাকা অবশ্যই আসবে। আমারেও সাথে নিয়া যাইয়েন ভাই, বইদেশ ঘুরতে মন চায়।
ধন্যবাদ।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার পোস্ট, চেষ্টা করব একবার হলেও ঘুরে আসার
১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
হাসান৭৭৭ বলেছেন: চালিয়ে যান। আমারও যাইতে মন চায়।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
মামুন রশিদ বলেছেন: অসাধারণ!
১২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
দুর্বৃত্ত বলেছেন: পুস্ট দেইখাই আশ মিটাই
১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আ্ল্লায় বাচাইয়া রাখলে একদিন অবশ্যই যাবো।