![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশাচর প্রানী
একটা কথা প্রচলিত হয়ে গেছে যে আওয়ামী লীগের কর্মী থেকে নেতা বেশি, এর অন্য তম কারন নেতা নির্বাচনে ভুল হওয়া,
আওয়ামী লীগে যে হারে জামাত বিএনপি যোগ দিচ্ছে তাতে কিছু দিন পর সম্পূর্ণ আওয়ামী লীগ বিএনপি বা জামায়েতে বিলিন হওয়ার ভায় আছে। আর যে হারে অঙ্গ সংগঠন বাড়তেছে তাতে আমি কনফিউজড যে জননেত্রী শেখ হাসিনা নিজেই জানেন কিনা লীগের সর্বমোট কয়টি অঙ্গ সংগঠন আছে।আর যারা
ভবিষ্যত কালে আওয়ামি লীগের আরো যেসব অঙ্গ সংগঠন হচ্ছে,
১. আওয়ামি জামাত লীগ
২. আওয়ামি BNP লীগ
৩. আওয়ামি এরশাদ লীগ
৪. আওয়ামি চামচা লীগ
৫. আওয়ামি গুন্ডা লীগ
৬. আওয়ামি বেকার লীগ
৭. আওয়ামি সুশীল লীগ
৮. আওয়ামি সাংবাদিক লীগ
৯. আওয়ামি ফেসবুক লীগ
১০. আওয়ামি হুজুর লীগ........ETC.
মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
দয়া করে এই দিকটায় নজর দিন। কারন আপনি চলে যাওয়ার পরে আওয়ামী ভন্ড লীগরা জয় ভাইকে নেত্বর্তে থাকতে দিবে না এবং লীগের ভাঙন শুরু হবে।
এসব বন্দোবস্ত আপনাকে ই করতে হবে। বর্তমান আওয়ামিলীগ নয়, দশ বছর পরের ভবিষ্যত আওয়ামিলীগ টাকে নিয়ে একটু ভেবে দেখবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ রাত ৮:১৭
ক্ষতিগ্রস্থ বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
দয়া করে এই দিকটায় নজর দিন। কারন আপনি চলে যাওয়ার পরে আওয়ামী ভন্ড লীগরা জয় ভাইকে নেত্বর্তে থাকতে দিবে না এবং লীগের ভাঙন শুরু হবে।
এসব বন্দোবস্ত আপনাকে ই করতে হবে। বর্তমান আওয়ামিলীগ নয়, দশ বছর পরের ভবিষ্যত আওয়ামিলীগ টাকে নিয়ে একটু ভেবে দেখবেন।
- একজন ৪. আওয়ামি চামচা লীগ