নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আল্লাহর সৃষ্টীজগতের সেরা উপহার। তাই আমাদের সকলের উচিত ঘৃনা,নিন্দা,অত্যাচার,গুম,খুন পরিহার করে মানব সেবায় আত্মনিয়োগ করা।

ব্লগারনির্ভীক

আমি একজন মেডিকেল ছাত্র,ভাল ডাক্তার হয়ে মানুষের সেবা করাই আমার লক্ষ।

ব্লগারনির্ভীক › বিস্তারিত পোস্টঃ

রম্য গল্প : সুন্দরবন

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৮

আজ আমি একজন বিধবা নারী,আমার স্বাদ আল্লাদ বলতে যেন কিছু নেই। সমাজের সবাই যেন আমাকে ভোগ দখল নিয়েই ব্যস্ত। আমার দুঃখ কেউ বুঝতে চায় না নিজেদের স্বার্থ নিয়ে সকলের পদচারনা। আমার একমাত্র বেচে থাকার প্রেরণা কিশোরী মেয়েটি। যাইহোক মুল কথায় আসি আমার যখন বিয়ে হয়েছে পাশের বাড়ীর দাদা তার সময় শ্রম মেধা যোগ্যতা দিয়ে অনেক সহযোগীতা করেছে যার ঋন হয়ত শোধ করা সম্ভব হবে না। আমার বাচ্চা হওয়ার সময়কার দাদার সহযোগীতাও ভোলবার নয়। দাদা আমাকে অনেক ভালবাসে! আমার স্বামী মারা যাওয়ার পর থেকে দাদার সাথে আমার সম্পর্ক আর গারো হয়,প্রথম দিকে দাদা শান্তনা দিত মাথায় হাত বুলিয়ে বিভিন্ন কথা বলত আমি আশান্বিত হইতাম এভাবে শুরু এই প্রেম এখানে সীমাবদ্ধ থাকল না দৈহিক সম্পর্কে গড়াল। আমি বাড়ীর গৃহকর্ত্রী হওয়াতে কেউ কিছু বললেও গায়ে মাখাতাম না। ভালবাসবার বহিঃপ্রকাশতো কিছুকাল গেলে বোঝা যায়। ইদানীংকাল দাদা আর আগের মত সহযোগীতা করে যখনতখন এসে ভোগ করে যায় কিংবা ধর্ষন করে যায় ইচ্ছামত কিছু বলতেও পারিনা কি থেকে আবার কি হয়ে যায় এই আশংকায়। আমারতো কিছু ইচ্ছে থাকতে পারে যার কোন দাম নেই দাদাদের কাছে যখনি ইচ্ছে হল ভোগ বা ধর্ষন করে চলে গেল। এখন আমি আশংকিত আমার কচি মেয়েটার প্রতিও দাদার কুনজরের কুলুপ দৃষ্টি পরেছে আমাকে ভোগ করে তার স্বাদ মিটল না আমার মেয়েটাকেও ভোগ করতে চায়। এই কু-প্রস্তাব আমার কাছেই দিচ্ছে সে,আমার এখন কি করা উচিৎ আপনারা বলুন???(বি দ্র: ট্রানজিট ও সমুদ্রবন্দর ব্যাবহার দেহ ভোগেরই শামিল, সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কিশোরী মেয়েকে ভোগ বা ধর্ষণ করতে দেওয়ার শামিল)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: এতএব সুন্দরবন বাঁচাও । গল্পের মত সুন্দরবনের অবস্থা যেন না হয় । আসুন আমরা এর জন্য প্রতিবাদ করি । মিনি গল্পে
সচেতনতা ফুটানোর জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.