![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মেডিকেল ছাত্র,ভাল ডাক্তার হয়ে মানুষের সেবা করাই আমার লক্ষ।
শহীদ মিনারের বেদীতে উঠিয়া
ফুল ছিটাইলে যারা,
বলতে কি পারো সেই ফুলের কিছু
সৌরভ পাইয়ায়াছে কি তাহারা !
কত পকেটের টাকা ছিটাইলে
ঊষার আগেই ঘুম ভাঙ্গিলে,
যার তরে পদ ঠেলিয়া মুখরিত করিলে প্রাঙ্গন
সে কি কভু এই চাওয়াতে আসিয়াছিল সুজন ?
মনে কি পড়ে,শেষ কবে এই কাক ডাকা ভোরে
ফজর পড়িতে লাফাইয়াছিলে তরিঘরি করে !
কোন কি কালে মাঙ্গিয়াছো দোয়া
শহীদের আত্মার লাগি,ওই রবেরই তরে ?
কি দিবে "ফুল",কাহার তরে যাবে সে উড়ি
পুজা-অর্চনায় কেন তাহারে মিথ্যা স্মরণ করি !
দু-মুঠো ভাত ছিটাইলে পরে
ভুখা-নাঙ্গা কিছু গিলতো উদরে।
যাহা ছিটাইলে তাহাই মারাইলে
মরবে সে তো তোমারই আচরে,
বাঁচিয়া যে আছে,বাচাও তারে
ফুল ফল কেন ওই কবরে।
আত্মার প্রশান্তি আত্মার মাঝে
পূজা দিলে তার কিছু মিলবে না রে।
কালেক্ট!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৫
মিঃ আতিক বলেছেন: ফুল না দিয়া একটা দোয়া মাহফিল করলে, বা যারা হিন্দু তাদের জন্য তাদের নিয়মে প্রার্থনা করলে কিছু লাভ হত। হায়রে ৯০% মুসলমান!!!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার সমস্যা অন্যের সমস্যা নয়