![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।
_________________
১) যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে
ঘোরে, আর
......যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে।
২) দুধওয়ালা দুধে জল মিশালে গালি খায়,
......আর মদওয়ালা নিজে মদে জল মিশিয়ে খায়।
৩) কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক
লাইব্রেরীতে
পাশাপাশি সহাবস্থানে থাকে। বিবেদ করেনা।
কিন্তু মানুষ এগুলো নিয়ে ভেদ করে- একদল
আরেক দলের গ্রন্থ জ্বালায়, বিশ্বাসকে
পোড়ায়।
৪) ধনীরা মসজিদ, মন্দিরের ভিতর ভিক্ষা করে আর
.....গরীবরা মসজিদ, মন্দিরের বাইরে ভিক্ষা করে।
৫) মৃতদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে আর
......জন্মদিন পালন করা হয় মোমবাতি নিভিয়ে।
৬) মানুষকে বাঘ, সিংহের সাথে তুলনা করলে খুশী
হয়।
.....তবে জন্তু বললে রাগ হয়। বাঘ, সিংহ তবে কি?
৭) বিশ বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের
নেশা
......হয়না। অথচ বিশদিন ধূমপান কিংবা বাজে নেশা
করলেই
.......তাতেই মানুষের নেশা হয়ে যায়।
৮) বর যাত্রায় মানুষ যায় আগে আর বর যায়
পেছনে। আর
......শব যাত্রায় লাশ যায় আগে আর মানুষ যায়
পেছনে।
৯) তিক্ত কথা, তিতা জিনিস মানুষের পছন্দ না।
.......এমনকি তিতা জিনিসকে পোকাও পছন্দ করে না।
১০) ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতেই
চায় না।
......রাতজাগা খুবই খারাপ।সেটাই মানুষ করে।
১১) দেয়ালে ঝুলানো ছবির আড়ালে লুকানো
পেরেকের
.......মূল্যায়ন কেউ করেনা- যে ছবিটি বহন করে ,
.......মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে।
১২) অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানীত।
.......বৈধ পথের গরীব মানুষ সমাজে অবহেলিত।
©somewhere in net ltd.