নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসলে ব্লগে নতুন। লেখা লেখি শিখতে চাই, ব্লগে পদচারনা তাই।

উন্মুক্ত অাঙ্গিনা

আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।

উন্মুক্ত অাঙ্গিনা › বিস্তারিত পোস্টঃ

ভালো বাসো "নারীকে"

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭


নারী সত্যিই একটি ধৈর্যের মূর্ত
প্রতীক । নারীই পারে শত কষ্টে নিজেকে
মানিয়ে নিতে, দুঃখ কষ্ট হাসি কান্না
সবকিছুর মাঝেই একজন নারী বিরাজমান।তার
জলন্ত প্রমান প্রত্যেকটি মা, বোন, স্ত্রী,
কন্যা, তাদের প্রতিটি ত্যাগ আমাদেরকে
চিরঋনি করে রাখে,আমাদের সমাজে
প্রতিনিয়ত লক্ষ করলে দেখা যায় যদি কোন
স্বামী স্ত্রী সন্তান রেখে মারা যায়,ঐ স্ত্রী
সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি তার
যাবতীয় সুখ বিসর্জন দিয়ে দেন অপর দিকে
পুরুষের ক্ষেত্রে যদি এ বিষয়টি হয় তিনি
হয়তো মাসখানেক ও অফেক্ষা করেন না,তিনি
নিজের কথাই ভাবেন। নারী যদি চাকরি ও
করেন তখন ও দেখা যায় তিনি অফিস ও করেন
তার সাথে সংসার ও আর আমরা পুরুষরা অফিস
করেই ক্লান্ত।সাপ্তাহিক ছুটি য়খন আসে তখন
আমরা (পুরুষরা) ঘুম নিয়ে ব্যাস্ত থাকি তখন ও
কিন্তু একজন নারী নতুন কোন রান্নারর প্লান
নিয়ে ব্যাস্ত,সত্যিই নারী তুমিই মহান তুমি
আছো বলেই পৃথিবী রঙ্গিন মনে হয়,আমি
তোমার কাছে চিরকৃতজ্ঞ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

খোলা মনের কথা বলেছেন: সত্যিই নারী তুমিই মহান তুমি
আছো বলেই পৃথিবী রঙ্গিন মনে হয়,আমি
তোমার কাছে চিরকৃতজ্ঞ।


সত্যিই নারী ছাড়া পৃথিবী অন্ধকার। চোখের আলো সূর্যের আলো হলেও মনের আলো নারী।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৭

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সত্যিই বলছেন খোলা মনের মানুষ

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: রিপ্লাই করার জন্য ছবিতে যে যাইগাই লাল দাগ দেওয়া অাছে ওখানে ক্লিক করে রিপ্লাই দিতে হয়।নতুবা যাকে রিপ্লাই করছেন উনিতো বুঝতে পারবেন না। অাশা করি বুঝতে পেরেছেন

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: right

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.