![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।
বাতাসের দরজায় মৃত্যুর গন্ধ -
আর্তনাদ ফিরে আসে
আকাশের বুক চিঁরে ভয় এবং ঘৃনা---।
দুই আর মাঝ- খানে
অবহেলিত নারি মূর্তি ,
জিবিত টাটকা রক্ত -
গাড় লাল---
ছিটকে ছড়িয়ে দেয় চারপাশে -
মেঠো পথ
রেল -লাইনে
পা দুটো দোদুল্যমান ,
ছিটকে পরা দেহ,
নিতম্ব অব্দি মাংস এবড়ো থেবড়ো ,
থেথলে যাওয়া মস্তিস্ক্
মস্তিস্কের হাড় চারদিকে ছড়ানো ,
বিভস্য নারি মূর্তি, ,
মমেরে মত ফেফাসে , ।
যে চুলে তেল পরত নিয়মিত -
তা আজ মাথা থেকে ছিন্ন ।
ভিন্নতায় নতুন রুপ -
সুন্দর সেই মুখাবয়ের ।
বাতাসে কান্না ভাসে -
বোবা কান্না ।
হাজারও আহাজারি -
বলে ওরা ---
আমায় বাস্তে দিল না ।
©somewhere in net ltd.