নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসলে ব্লগে নতুন। লেখা লেখি শিখতে চাই, ব্লগে পদচারনা তাই।

উন্মুক্ত অাঙ্গিনা

আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।

উন্মুক্ত অাঙ্গিনা › বিস্তারিত পোস্টঃ

অপছন্দের ছেলেদের সঙ্গেই মেয়েরা কেন প্রেম করে?

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মেয়েরা অপছন্দের ছেলেদের সঙ্গে
প্রেম করে খুবই সাধারণ কিছু কারণে। ছবি :
সংগৃহীত
অনেক সময় যেসব ছেলেকে মেয়েরা
পছন্দ করে না, তাদের সঙ্গেই তারা প্রেম
করে! এর ফলে কিছুদিন যেতে না যেতেই
আবার ব্রেকআপ! অধিকাংশ মেয়ের জীবনেই
এমনটা ঘটে। কেন মেয়েরা অপছন্দের
ছেলের সঙ্গে প্রেম করে তার কিছু কারণ
তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের
লাইফস্টাইল বিভাগে।
১. এই মুহূর্তে তার জীবনে করার মতো নতুন
কিছু নেই। এ কারণে যে ছেলেটি তার
পেছনে এখন ঘুরছে তার সঙ্গেই প্রেম করা
ভালো! ছেলেটিকে যদি ভালো নাও লাগে
তাতে কিছু যায়-আসে না। এই ধরনের চিন্তা
অনেক মেয়েই করে থাকে। এর ফলে একটা
সময় তাকে খুব বাজেভাবে ব্রেকআপের
সম্মুখীন হতে হয়।
২. খুব বেশি দিন হয়নি ব্রেকআপ হয়েছে। অন্য
দম্পতিদের দেখলে বেশ খারাপ লাগে
মেয়েটির। তাই যে ছেলেই তাকে প্রস্তাব
দিয়েছে, তাকেই হ্যাঁ বলে দিচ্ছে। হয়তো
ছেলেটি তার একেবারেই পছন্দ না। তবু সে
তার সঙ্গে নির্দ্বিধায় প্রেম করে যাচ্ছে।
৩. ছেলেটি একেবারে খারাপ না। কিন্তু খুব একটা
ভালোও লাগে না। প্রেম করলেই তো আর
বিয়ে করতে হবে না। এমন চিন্তা অনেক
মেয়েরই রয়েছে।
৪. ছেলেটিকে ভালোবাসে না কিন্তু সে
দেখতে অনেক সুদর্শন। মানুষ তাকে দেখে
হিংসা করবে। এই চিন্তা করে অনেক মেয়েই
অপছন্দের ছেলের সঙ্গে প্রেম করে।
৫. সময় কোথায় নতুন কাউকে খুঁজে বের
করার। এ কারণেই কিছু মেয়ে যাকে কাছে পায়,
তার সঙ্গেই প্রেম করে! এটা ভুলে যায় যে,
এতে তার বিপদও হতে পারে।
৬. সাবেক প্রেমিকের থেকে অন্তত ভালো
হবে। এই চিন্তা করে যাকে ভালোবাসে না তার
সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে
মেয়েরা।
৭. সব বান্ধবীরা কারো না কারো সঙ্গে
প্রেম করছে। শুধু সে-ই বাকি। এই চিন্তা করে
অনেক মেয়েই ভুল মানুষের সঙ্গে প্রেম
করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.