নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসলে ব্লগে নতুন। লেখা লেখি শিখতে চাই, ব্লগে পদচারনা তাই।

উন্মুক্ত অাঙ্গিনা

আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।

উন্মুক্ত অাঙ্গিনা › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃআমি মুগ্ধ তোমার সৃষ্টি দেখে

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

আমি তোমাকেই ভালোবাসি

আমার ঘরের জানালাটা যখন খুলে দেখি তখন আমার অন্তরের ভেতর থেকে সতইস্ফুর্ত ভাবে একটি বাক্য আমার দুই ঠোটের মাঝ থেকে বের হয়ে আসে

আমি ভালো বাসি প্রভু শুধু তোমাকেই ভালোবাসি

আর, শেষ বিকালে আমার ঘরের দক্ষিন দিকের দরজাটা খুলে দিলেই এক ঝাক সন্ধামালোতি হেসে ওঠে।
মিষ্টি গন্ধে ভরে যাই এই মন আমার।
ঘন্টার পর ঘন্টা মুগ্ধ চোখে তাকিয়ে থাকি, আর নিজের অযান্তেই বলে ওঠি, এতো তোমারই নিদর্শন,

আমি ভালোবাসি প্রভু শুধু তোমাকেই ভালোবাসি।

ফসলহীন মাঠে তখোন অগনিত গবাদি পশু আর রংবেরংগের পাখিদের উড়াউড়ি।
কিযে সুন্দর!!!! কবি কেন বলবে না????????

তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দরর না জানি তাহলে তুমি কত সুন্দরর।।।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.