![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি শান্ত ছেলে/আমি কম কথা বলতে ভালোবাসি/ফেসবুক ব্লগ ভালোই লাগে/ মাঝে মাঝে গান করি/ পরিচয় দেওয়ার মতো অার কোন পরিচয় নেই।
মন আজ ছুটি দিলাম তোরে
বায়না করিস কেন তুই বারে বারে
যেখানে থাকবি ভালো, সেখানে যাবি
ফিরে এলে কিনতু বকা খাবি।।।।।
কাছে থাকলেই তোর বায়না যত
মেটাতে হবে দাবি দাওয়া শত
বল? সাদ্ধি কি আছে আমার?
তোর সব ধরনের বায়না মেটাবার?
তুই থাকলেই অনেক সপ্ন দেখি
যা পুরুন হতে অনেক বাকি
একটাও পুরুন হবে কি জানি না
তাই তুই চলে যা ফিরবি না
আজ তকে আবার দিলাম ছুটি
চেপে ধরলাম সপ্নের টুটি
নিজেই নিজেকে সান্তনা দিলাম আজ।
আমার সাথে তুই থাকতে নারাজ।
নেই মানা তোর ফিরে আসতে
সংগী হতে মোর জীবনের একাএকীতের
আসবি ফিরে সব ছেড়ে একাই
অযোংতিক দাবি দওয়া ছাড়াই
©somewhere in net ltd.