নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপুর্ন জীবন প্রায়শই ক্ষনিকের হয় ”

এইচ.এম উবায়দুল্লাহ

মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।

এইচ.এম উবায়দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

"তুমি মা বড়ই স্বার্থপর"

২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২১


১০ মিনিটের সুখের জন্য আমায় করলি নিঃসঙ্গ
মা,তুমি দেখছো না পলিথিনে আমার দম বন্ধ হয়ে আসছে।
বাবা,কুকুর আর কাক গুলো আমাকে ক্ষত বিক্ষত করছে।
মা আমার কি দোষ, আমি কি অপরাধ করেছি..
বাবা,আমার চিৎকার কি তোমার কান পর্যন্ত পৌছায় না?
মা তোমাদের অপরাধের দায় আমি বহন করে চলে যাচ্ছি ,
ওপারে দেখা হবে তোমাদের সাথে।
তখন আমি তোমাদের সাথে কথা বলবো না ,
কারন তোমরা আমাকে অবহেলা ই করোনি খুনও করেছো।
তাই আমি রাগ করেছি।
আর যতদিন বেঁচে থাকবে তোমরা ,পারবে বিবেকের ধ্বংসন সহ্য করতে?

ধিক্কার জানাই ঐসমস্থ কুলাঙ্গারদের, যারা মাত্র ১০ মিনিটের সুখের জন্য এরকম হাজারো নিষ্পাপ শিশুকে জন্মের সাথে সাথেই
তাদের সেই কুলাঙ্গার পিতা-মাতা খুন করছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫১

অতঃপর হৃদয় বলেছেন: যাদের বিবেক নাই, আপনি চাইলেই তাদের বিকেক দান করতে পারবেন না।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৪

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: @অতঃপর হৃদয়,
আমি কাওকে দান এর কথা বলিনি...
তাদের প্রতি ঘৃনা প্রকাশ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.