নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপুর্ন জীবন প্রায়শই ক্ষনিকের হয় ”

এইচ.এম উবায়দুল্লাহ

মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।

এইচ.এম উবায়দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আমি এ যুগের নারী...

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৮


সম অধিকার পেতে ঘুরছি রাজ পথে আমি এ যুগের এক নারী,
প্রতিবাদ করতে বেরিয়েছি পথে পরিবার ঘর ছাড়ি ৷
কষ্ট করে স্বামী আনে মোর,অন্ন জোগার করি,
মনের ব্যথায় কাজে লগেছি তাই গায়ে শার্ট প্যন্ট পরি।

ইসলাম নাকি দিয়েছে আমায় শান্তি সুখের বাহার?
তবে আমার কেন কম আর স্বামীর বেশি অধিকার?
ইসলাম নাকি সবার মাঝে রেখেছে সমতা?
তবে পুরুষ কেন নারীর উপর খাটায় ক্ষমতা?

সম্পদ বন্টনে পুরুষ দুই আর নারী পায় এক,
সমতা নাকি রেখেছে ইসলাম তোরাই চেয়ে দেখ৷
স্বামী বলে তুমি পেছনে চল,আগে বেরোনা,
সমতার নামে ইসলামও আজ করেছে ছলনা ৷

নারী অধিকার সবচে বেশি তসলিমারী মতে,
ছিনিয়ে আনতে ভির করেছি তাই মোরা রাজ পথে ৷
আড়াল থেকে এসব কিছু দেখছি আমি ভাই,
নারী অধিকার আছে ইসলামে সেটাই বলতে চাই ৷

ইসলাম তোদের ঠকায়নিরে জিতিয়েছে ওরে শোন!
তোরাই হলি মায়ের জাতি তোরাই মোদের বোন ৷
টাইট ফিটিং জামায় তোদের উদভট চলা ফেরা,
তাইতো তোদের টিচ করে ঐ বখাটে যুবকেরা ৷

বোরখায় ঢাকা থাকবি তোরা এটাই তোদের সাজ,
ঘরে বসে পুরুষের উপর তোরাই করবি রাজ ৷
রাস্তা ঘাটে চলা ফেরা তোদের কে মানায় না,
ইভটিজিং স্বীকার তোরাই হোস,পুরুষরা হয়না ৷

সেজে গুজে শারী পরে তুই ঘরে বসে থাক,
তোর খাবারের দায়িত্বে পুরুষ আছে দিবা রাত ৷
সব চিন্তা বাদ দিয়ে তুই কর রে ইবাদাত,
শান্তির নীড় হবে তোর দুনিয়া আখিরাত।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.