![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।
যার যত বড় বড় ডিগ্রী আছে সে ততো বড় জ্ঞানী।
আসলে কি তাই?
আমি ডিগ্রীর বিপক্ষে বলছিনা।
আজকের সমাজের ক্ষতবিক্ষত বিভৎষ দৃষ্টিভঙ্গি তুলে ধরছি।
বাস্তবতা দেখুন,, আজকে এত বড় বড় ডিগ্রি নিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু জ্ঞানী হতে পারছেনা।
তার জলন্ত প্রমান হচ্ছে আজকের বৃদ্ধাশ্রম।
খুব কষ্ট হয় ভাবতে
আহারে বড় বড় ডিগ্রী! তোমার এত সম্মান! এতই মর্যাদা যে তোমার কারনে বৃদ্ধ বাবা মা নিজের সন্তানের কাছে যায়গা পায়না।
আমার নিকট তোমার এই বড় বড় ডিগ্রীর ০.১ পয়সার মূল্যও নেই। যদি বাবা মা'র থাকার যায়গা হয় বৃদ্ধাশ্রম।
২| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন ভাই, ধিক্কার জানাই অমন ডিগ্রীলাভে
৩| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩
প্রোলার্ড বলেছেন: ছেলের বউদের কূটচালের কারণে বৃদ্ধ বাবা মাকে বাধ্য হয়ে ওল্ড হোমে যেতে হয় / ছেলেকে নিরুপায় হয়ে এই কাজ করতে হয় । আমাদের নারীপ্রেমী + নারীবাদী সমাজ এ কথাতে তেঁড়ে ফুঁড়ে আসলেও এটাই মূল কথা ।
সমস্যার শেঁকড় অনুসন্ধান করে সে অনুসারে সমাধান না করলে সেই সমস্যা চলতেই থাকে....... । যে স্ত্রী কূটনামী করে তার শশুড় শাশুড়িকে হেনস্তা করলো/করালো ৩০/৩৫ বছর পর তাকেও কিন্তু একই চালের শিকার হতে হবে।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: চমৎকার বলেছেন
৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
রাতু০১ বলেছেন: মূ্ল্যবোধের ব্যাপার, পারিবারিক শিক্ষার ব্যাপার, যেখানে ভালবাসার শিক্ষা দেওয়া হয় সবার জন্য।
সুন্দর বিষয়বস্তু।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধিক্কার জানাই সেইসব কুলাঙ্গারদের যারা কেবল নিজের সুখে আচ্ছন্ন থেকে মা বাবাদের বৃদ্ধাশ্রমে কিংবা কষ্টের মুখে ঠেলে ফেলে দেয়।