নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপুর্ন জীবন প্রায়শই ক্ষনিকের হয় ”

এইচ.এম উবায়দুল্লাহ

মিথ্যাকে নয়, সত্যকে আকড়ে ধরুন। সত্যকে নয়, মিথ্যাকে বিচার করুন।

এইচ.এম উবায়দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ক্বউমি সনদ স্বীকৃতি নিয়ে জেনারেল ও ক্বউমির ছাত্রদের কথোপকথন

১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩


ইংরেজিতে মাস্টার্স বানানই করতে পারবে না, আর দিয়ে দেওয়া হলো মাস্টার্সের মান!

ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একটি ছেলের সামনে দাওরায়ে হাদিস পাশ করা কোনো মোল্লাকে বসিয়ে দিলে মোল্লার কী অবস্থা হবে! একাডেমিক লাইনে পাঁচ মিনিট কথা বলতে পারার কি যোগ্যতা আছে তাদের? তাহলে কী ঘোড়ার ডিমটা পাশ করে মাস্টার্সের মান পেয়ে যাবে তারা....?

মীমাংসাটা তাহলে হয়েই যাক। ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স-মাস্টার্স করে বেরিয়েছেন আপনি। জি, আপনাকেই আমার দরকার। আসুন, একটু গপশপ করি।

--কী নিয়ে কথা বলতে চান?
--যোগ্যতা নিয়ে।
--কার যোগ্যতা? কেমন যোগ্যতা?
--আপনি মাস্টার্স এবং দাওরায়ে হাদিস পাশ কওমি মাস্টার্সের।
--আপনার কী যোগ্যতা আছে আমার সাথে কথা বলার!
--যোগ্যতা যাচাইয়ের জন্যই তো বসা।
--লেট'স গো। (যোগ্যতার প্রদর্শন শুরু। ইংলিশে মাস্টার্স তো!)

{বৈঠক শুরু। শুরু হলো কথা। শুরুটা হলো এভাবে}

--হাই! হাউ আর ইউ, ম্যান?
--আলহামদুলিল্লাহ তায়্যিব। কাইফাল হাল ইয়া আখি?
-- I am sorry! I don't understand what you mean. what does 'kaifal haal' means?
{লাগছে প্যাঁচ! ইংলিশে আর আরবিতে}

--কী বলছেন আপনি?
--কেন! আপনার প্রশ্নের জবাব দিচ্ছি।
--আরবিতে দিচ্ছেন কেন! আমি তো আরবি বুঝি না।
--আপনি আরবি না বুঝলে সেটা তো আপনার সমস্যা, আমার না। তা ছাড়া আপনি মাস্টার্স পাশ মানুষ! প্রাথমিক এই আরবিগুলোও বুঝবেন না কেন!
{যোগ্যতা ইংলিশ থেকে বাংলায় নেমে এলো এবার}

--আচ্ছা নিউটনের তৃতীয় সূত্রটি করুন তো!
--আপনি "উলা-ইকা কাল আনঅাম, বালহুম আদ্বাল--লাইনটি আগে আমাকে ব্যাখ্যা করুন।
--এটা আবার কী?
--এটা গভীর তাৎপর্যিক একটা ঐশী কথা। আপনার আশপাশের অনেকের সাথেয় যায়।
--আমি তো আরবিতে মাস্টার্স করিনি! আমার সাবজেক্ট তো ইংরেজি সাহিত্য।
--এইতো লাইনে চলে এসেছেন। আমিও তো ইংলিশে মাস্টার্স করিনি। আমার সাবজেক্ট তো আরবি ছিল। আমাকে তো আরবি এবং ইসলামিক স্টাডিজ-এ মাস্টার্সের মান দেওয়া হয়েছে। তাহলে আপনার চুলকাচ্ছে কেন!!

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

ভাইয়ু বলেছেন: যথার্থ...

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

বাকপ্রবাস বলেছেন: সমস্যা হল দুইটা দুই লাইনের, আরবী লাইন থেকে বাংলা/ইংরেজী সনদ। তারা অবশ্য এভাবে ইন্টারভিও বা চাকরীর জন্য সনদটা চাচ্ছেনা, তারা চাচ্ছে মানটা, তারাও মাষ্টার্স সমমানের সেটা বুঝাতে চাচ্ছে।
যারা বাংলা বা ইংরেজী মাধ্যমে পড়াশুনা করেছে তারাও যদি আরবী সনদ চায় তাহলে কেমন হয়? কওমিরা কইব মিয়া সুরা ফাতিহা পড়তে পারনা আবার আইস সনদ নেবার জন্য।
সেইম কথটাই এখন বলা হচ্ছে, বাংলা ইংরেজী মাধ্যম হতে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: শুকরিয়া

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

এ.এস বাশার বলেছেন: জব সেক্টরে ইংরেজির বিকল্প নাই সেটা যে সাবজেক্টেরই মার্স্টাস পাশ হোক........
পরকালের পুজি করার জন্য আরবির গুরুত্ব অনন্য.........

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: জাযাকাল্লাহ

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

পদ্মপুকুর বলেছেন: ফাটাফাটি হইছে। জাঝা

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: হায়্যাকাল্লাহ

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩

Mohammad Israfil বলেছেন: একেক জন একেক বিষয়ে দক্ষ। সবাই যে সব কিছু হয়ে যাবে এটা অসম্ভব।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: হুম, ধন্যবাদ

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তি চাই।
ঈদের আগেই মুক্তি চাই।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘী

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

ফেনা বলেছেন: প্যাচঁ তাহলে ভালই লাগছে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: কোন প্যাচ নাই,

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: অসাধারন

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর তুলনা ও উপমা।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ধন্যবাদ

১০| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: হাসার কি হলো!!?

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাদের মাধ্যমের মাস্টার্স বলতে আপত্তি নেই। তবে চাকুরিতে এগুলোর মূল্য হবে না। অবশ্য তারা গতানুগতিক চাকুরি করেও না। সহমত...

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: আমরা চাইনি!
আমরা আমাদের খাতে ব্যবহার করবো...
দাবী ছিলো শুধু.. "গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদ)

১২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

সনেট কবি বলেছেন: চমৎকার বলেছেন।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: হাসলাম ইংরেজি ওয়ালার অবস্থা দেখে। ।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৬

ভবিষ্যত বলেছেন: জানার কোন শেষ নাই....জানার ইচ্ছা বৃথা তাই......

হীরক রাজার দেশে আমরা সবাই মাস্টার্স.......সো এটা কোন ব্যাপার না.....

১৫| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

নতুন নকিব বলেছেন:



দুই কথায় জব্দ করে দিলেন তো একেবারে! যারা বুঝতে চান না অথবা বুঝেও না বোঝার ভান করেন তাদের জন্য এ্যাপ্রোপ্রিয়েট!

জাজাকুমুল্লাহ। হাইয়্যাকুমুল্লাহ। পোস্টে +++

১৬| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



কিছু লোক কওমীদের তৃতীয় শ্রেনির নাগরিক হিসেবে দেখতে পছন্দ করেন! তাদের ভাবনায়, কওমীগন শুধু তাদের দয়া-দাক্ষিন্য ভিক্ষা করে বেঁচে আছেন এবং থাকবেন! সেই ভাইদের জন্য গুড ট্রিটমেন্ট!

১৭| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

আরণ্যক রাখাল বলেছেন: মজা পেয়েছি!

১৮| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

গরল বলেছেন: আখিরাতের জ্ঞান অর্জন করে দূনিয়ার সার্টিফিকেট চায় কেন তারা, তার মানে তারা মানতে বাধ্য হচ্ছে যে যতই আখিরাত আখিরাত করুক, দুনিয়ার মূল্য ছাড়া সবই অচল।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: ভূল বুঝেন কেন? এবং তা প্রকাশ করে নিজের দেমাককে কম দামা বানান??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.