![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ সাংবাদিক ভাইয়েরা কিছু মনে কইরেন না, এক হলুদ সাংবাদিক ও সাভার বিল্ডিং ধ্বসে চাপা পড়া একজনের কথপোকথন...
সাংবাদিকঃ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
দেয়াল পিস্ট যুবকঃ হ হুনতাছি।
সাংবাদিকঃ আপনি কি দেয়ালে চাপা পড়েছেন?
যুবকঃ না। আমি দেয়াল রে চাপা দিছি।
সাংবাদিকঃ ( থতমত খেয়ে) আপনার কি কষ্ট হচ্ছে? ( যুবকের জামা রক্তে রঞ্জিত)
যুবকঃ আরে নাহ। আমার খুব আরাম লাগতেছে। দেয়ালডা মেলা কোমল।
সাংবাদিকঃ আপনি কি বের হতে পারছেন না?
যুবকঃ পারুম না কেন? একটু আগেইতো চা খাইয়া আইলাম। এহন আবার দেয়াল তুইলা নিছে শুইছি।
সাংবাদিকঃ আপনি কি কাউকে কোনো মেসেজ দিতে চান?
যুবকঃ আফনেরে দিতে চাই,তয় মেসেজ না। আইক্কাওয়াল বাশ। হালারপুত তর মাইক্রোফোন দিমু তোর … দিয়া। একবার খালি বাইর হই।
( তারপর যুবক চেচাল,' কুনু মানুষ থাইকলে আমারে বাচাও)
(কাল্পনিক কিন্তু বাস্তব)
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
অভি৯১৭৫ বলেছেন: আমার নিজের চোখে দেখা, এক জন উদ্ধার হয়ে কেবল বের হয়ে এসেছে চোখে মুখে ভয়ের ছাপ , এমিডিয়েট মেডিকেল এটেনশন দরকার, তখন সাংবাদিক মাঝ পথে থামিয়ে জিঙ্গাসা করছে " আপনার অনুভূতি এক্ষণ কেমন??"
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
শফিক১৯৪৮ বলেছেন: নাহ, নিজে কানে প্রায় এরকমই শুনেছি, অনুভুতি? শা--। এই রকম গুটিকয়েক অপোগন্ড অর্বাচীন সাংবাদিকদের জন্য অধিকাংশ ভাল সাংবাদিকদের বদনাম হয়।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
কেএসরথি বলেছেন: মুন্নী সাহার মত সস্তা সাংবাদিকদের অনুর্বর মস্তিস্ক থেকে এই ধরনের সংলাপই বের হবে। কারন সত্যি বলতে কি, এদের তো এরচেয়ে বেশি বুদ্ধি নেই।
তারা মানুষের ইন্টারভিউ না নিয়ে, ঐ ৩দিন দেয়াল চাপা থাকা মানুষটাকে একটু সান্তনা দিতে পারত। অথবা জোরালো গলায় শাস্তি চাইতে পারত।
সেটা না করে, এই সস্তারা গাড়ীতে করে ঘুরে বেড়াচ্ছে, আর ঘটনা স্থলে পৌছে, অর্ধমৃত মানুষটির কাছে জিজ্ঞেস করছে "আপনার অনুভূতি কেমন?"
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
নীল জানালা বলেছেন: এই হালার হাম্বাদিগেরা খালি অনুভুতি জিগায় ক্যান?
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
বটবৃক্ষ~ বলেছেন: কিসু সাংবাদিক এখন হিরু হওয়ার চেষ্টা করছে!!
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
আহমদ জসিম বলেছেন: এমন শোকের মধ্যেও হেসে দিলাম, সত্যি দারুণ বলেছেন।