নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

সেনা কর্মকর্তার কান্না.....

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

একজন সেনা কর্মকর্তা যাকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে নির্ভয়, পেশাদার ও প্রায় হৃদয়হীন করে। সে সৈনিকটিও বাচ্চার মতো হাউ-মাউ করে কেঁদে উঠে যখন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে শেষ মূহুর্তে এসে পোশাক শ্রমিক শাহীনুরকে আর বাঁচাতে পারল না।



শাহীনুর বেগমকে বাঁচানোর কথা দিয়েছিলেন সেনা সদস্য লেফটেন্যান্ট আশরাফ। কিন্তু উদ্ধার কাজের শেষ পর্যায়ে রাত সাড়ে ১০টায় ধ্বংস্তুপের নিচে আগুন ধরে গেলে মারা যান শাহীনুর বেগম। তাকে বাঁচাতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন ঐ কর্মকর্তা।



ধ্বংসস্তূপের মধ্যে কংক্রিট চাপা পড়া সত্ত্বেও দেড় বছরের সন্তানকে একটি বার দেখার আশায় দীর্ঘ ৫ দিন বাঁচার লড়াই চালিয়েও শেষ রক্ষা হলো না শাহীনুররের। উদ্ধার হওয়ার ঠিক আগ মুহূর্তেই আবারও ভাগ্যের পরিহাসের শিকার হতে হলো তাকে।



ধ্বংসস্তূপের ভেতর রোববার সকাল ৯টায় যে চার জন জীবিত মানুষের সন্ধান পাওয়া যায় তাদেরই একজন শাহানা। সকালে চারজন জীবিত থাকলেও দুপুর ২টার মধ্যেই তাদের তিনজন নিস্তেজ হয়ে পড়েন।



কিন্তু শাহীনুর হাল ছাড়েননি। দাঁতে দাঁতে কামড়ে মৃত্যুর সঙ্গে যুঝছিলেন তিনি।



সর্বশেষ ৮ জনের উদ্ধারকারী দলের যে সদস্যরা উদ্ধার কাজ শুরু করে তাদের একজন সেনা সদস্য লে. আশরাফ বলেন, "শাহীনুর আমার সঙ্গে কথা বলেছেন, হ্যান্ডশেকও করেছেন। তিনি আমাকে বলেছেন, তার দেড় বছরের একটি সন্তান রয়েছে। বেঁচে থাকার কী আকুল আকুতি তা শাহীনুরের সঙ্গে কথা না বললে বোঝানো যাবে না।"



তিনি আরও বলেন, "কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে রড কাটার সময় আগুন লেগে সে আগুন ছড়িয়ে পড়ার কারণে আমরা তাকে উদ্ধার করতে পারিনি। কারণ আমাদের সঙ্গে ছিল অক্সিজেন। আমি নিজেও সে আগুনে আহত হয়েছি। আগুনের তাপ ছিল প্রচণ্ড। আমরা কোনো রকমে সেখান থেকে বেঁচে আসি।"



এমনি অনেক ক্ষেত্রে প্রবল ইচ্ছা থাকা সত্বেও আটকে পরাদের উদ্ধারে ব্যার্থ হয়েছেন উদ্ধারকারীরা। তাদের চেষ্টার কোন ত্রুটি ছিল না, তারা অনেক ক্ষেত্রেই জীবন বাজি রেখে উদ্ধার তৎপরতা চলিয়েছেন। দিনের পর দিন অবিশ্রান্ত কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আহত হয়েছেন। মানবতার ডাকে সাড়া দিয়ে নিজের সবটুকুই বিলিয়ে দিয়েছেন।



জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সশ্রদ্ধ সালাম।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

আহলান বলেছেন: দুফোটা অশ্রু দিয়ে গেলাম ... ....

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

পাগলামৃদুল বলেছেন: সালাম এই বীর সেনানিদের।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সশ্রদ্ধ সালাম।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ওই সেনা কর্মকর্তার মনের অবস্থাটা চিন্তা করলেই কষ্ট হচ্ছে...ওই বীরদের প্রতি সম্মান ও ভালবাসা...

৫| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৪৪

বটবৃক্ষ~ বলেছেন:

নো কমেন্ট.।.।.।.।

৬| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫২

রমিত বলেছেন: বক্তৃতা আর নীতি কপচানো রাজনীতিবিদরা সেদিন কোথায় ছিলো? জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গেল সাধারণ মানুষ আর সৈনিকরা। সহস্র সালাম এই বীরদের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.