![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*সাভার সিএমএইচে কথা বলছিলাম ১০০ ঘন্টা পর উদ্ধার হওয়া গার্মেন্টসকর্মি আখির সাথে। শিয়রে বসা একমাত্র সন্তান সেতু বাবার খোজ জানতে চাইলে আখি তাকে মিথ্যা স্বান্ত্বনা দিচ্ছিলেন। এখনও ধসে পড়া ভবনে স্বামীর সন্ধান চাইছেন এই নারী। পাবনার চম্পার ডান হাত ও ডান পা কেটে ফেলা হয়েছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন অজানা ভবিষ্যতের দিকে। ৫৮ ঘন্টা পর রোকেয়াকে উদ্ধার করা গেলেও তার স্বামী এখনও মৃত্যুকূপে বন্দী।
*মানবতার জন্য জীবনঝুঁকি নিয়ে মৃত্যুকূপে গিয়ে নিজে মারাত্মক আহত হয়েছেন কিশোরগঞ্জের মানিক। তার ডান পায়ের হাড় দুই টুকরো হয়ে গেছে। অথচ তার কোন আত্মীয় বা পরিচিতজন কেউই ছিলেন না রানা প্লাজার ধ্বংসস্তুপে।
*রানা প্লাজার পাশে মজিদপুর মেহের এলাকার প্রতিটি বাড়িতে চলছে শোকের মাতম। এমন কোন বাড়ি নেই যে বাড়ির ভাড়াটিয়া রানা প্লাজায় আহত কিংবা নিহত হননি। বেচে যাওয়া বিউটি, নিলুফারদের বিভীষীকার ঘোর কাটলে তাদের জীবনযুদ্ধ বড় কঠিন। এদের সবার জন্য চাই সহযোগিতা।
যদি সহযোগিতা করতে ইচ্ছুক হউন, বিক্ষিপ্তভাবে নয় পারলে কিছু টাকা এদের হাতে সরাসরি তুলে দেন। প্রত্যেকের মোবাইল নম্বর তাদের অনুমতি নিয়েই দিয়ে দিলাম: আখি: ০১৭৮০-৪২২৪৩২; রোকেয়া: ০১৭৬৪-২০৬০৫১; চম্পা: ০১৭৪৫৫৮৩৭৩৬; মানিক: ০১৮১২২৫৮৩৭৮
©somewhere in net ltd.