![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখি মারার মধ্যে একটা আমোদ আছে। সুস্বাদু মাংসের কথা বলছি না। পাখির হাতে অস্ত্র থাকে না তাই ফিরতি গুলির কোন সম্ভাবনা নেই জেনে আপনি-আমি পুলকিত হই। নিজের ক্ষমতার পরিধি নিয়ে তৃপ্ত হই। বাঘ বা হিংস্র পশু মারার মধ্যেও বীরত্ব নামের আমোদ আছে। অনেক প্লান করে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপর মারতে হয় একেকটা হিংস্র প্রাণী। এবং তাদের হাতেও অস্ত্র থাকে না। তবু আপনি-আমি বীর কিংবা সাহসী!
ঘটনা সেটা নয়। ঘটনা হলো পাখিগুলো মানুষ হয়ে গেছে। হিংস্র পাণীগুলো পেয়ে গেছে অস্ত্রের লাইসেন্স। এবার আমাদের পালানোর পালা কিংবা সম্মুখ সমরে জীবন দেয়া-নেয়ার মৌসুম। আসুন এবার তাহলে ঠিক করি ঠিক কতটা আমোদিত হওয়া আমাদের মানায়!
২| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৫১
শহীদুল্লাহ খান বলেছেন: একচোখা মানে অন্ধ !!!
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৭
ভিটামিন সি বলেছেন: হুম মোরাল আছে গল্পের।